Sunday, July 20, 2014

কম্পিউটার কি? ও তার শ্রেণী বিভগ

Computer কি?

কম্পিউটার একটি দ্রুত গতিসম্পন্ন এবং সঠিক Data manipulate করা electronic system অথাৎ- যার সাহায্যে সংগৃহীত তথ্যসমূহের গানিতিক, যৌক্তিক বিশ্লেষণ ঘটানো যায় এবং বিশ্লেষিত ফলাফলকে প্রয়োজন অনুযায়ী উপস্থাপন করা যায় তাকে কম্পিউটার ( Computer ) বলে ।
কম্পিউটার শব্দটি উৎপত্তি ইংরেজি শব্দ compute থেকে, যার অর্থ হল গণনা করা।

কম্পিউটারের শ্রেণীঃ-

কম্পিউটারের গঠন ও প্রচলন নীতির ভিত্তিতে একে ৩ (তিন) ভাগে ভাগ করা যায়।
  1. এনালগ কম্পিউটার।
  2. ডিজিটাল কম্পিউটার।
  3. হাইব্রিড কম্পিউটার।
ডিজিটাল কম্পিউটারকে আকার, সামর্থ্য, দাম ও ব্যবহারের গুরুত্বের ভিত্তিতে আবার চার ভাগে ভাগ করা যায়।
  1. মাইক্রো কম্পিউটার।
  2. মিনি কম্পিউটার।
  3. মেইনফ্রেম কম্পিউটার।
  4. সুপার কম্পিউটার।
মাইক্রোকে আবার ২ ভাগে ভাগ করা যায়।
  1. ডেক্সটপ
  2. ল্যাপটপ
Previous Post
Next Post

0 comments: