বন্ধুরা,
প্রীতি ও এক রাশ ভালবাশ রইল। আপনাদের ভালোবাশা ও সহযোগিতা পেয়েই ধিরে ধিরে বেড়ে উঠা আমাদের এই কম্পিউটার জগৎ । আপনারা কম্পিউটার জগৎ থেকে উপকার পেলেই আমাদের সার্থক বলে আমি মনে করি। আপনিও হতে পারেন আমাদের সাইটের একজন অতিথি লেখক আপনি যদি কম্পিউটার জগৎ সাইটে কোন কম্পিউটার রিলেটেট বা আইটি বিষয়ক লেখা প্রকাশ করতে চান আমরা তা প্রকাশ করবো। তার জন্য নিম্ন প্রদত্ত নিয়ম গুলির মধ্যে আপনার লেখা গুলি থাকতে হবে।
প্রীতি ও এক রাশ ভালবাশ রইল। আপনাদের ভালোবাশা ও সহযোগিতা পেয়েই ধিরে ধিরে বেড়ে উঠা আমাদের এই কম্পিউটার জগৎ । আপনারা কম্পিউটার জগৎ থেকে উপকার পেলেই আমাদের সার্থক বলে আমি মনে করি। আপনিও হতে পারেন আমাদের সাইটের একজন অতিথি লেখক আপনি যদি কম্পিউটার জগৎ সাইটে কোন কম্পিউটার রিলেটেট বা আইটি বিষয়ক লেখা প্রকাশ করতে চান আমরা তা প্রকাশ করবো। তার জন্য নিম্ন প্রদত্ত নিয়ম গুলির মধ্যে আপনার লেখা গুলি থাকতে হবে।
কি কি বিষয় লিখতে পারবেন-
- কম্পিউটার
- কম্পিউটার প্রোগ্রামিং
- ওয়েব ডিজাইন
- মোবাইল বিষয়ক
- তথ্য প্রযুক্তি
- সফটওয়্যার
- কম্পিউটার হার্ডওয়্যার
- নেটওয়ার্কিং
- সোশ্যাল রিলেটেট
যা প্রকাশ করা হবে না-
- এডাল্ট পোস্ট
- রাজনৈতিক পোস্ট
- পোস্টে নিজের পণ্যের প্রচার
- অন্যের কপি পেস্ট
পাঠানোর জন্য যা করতে হবে
আপনার লেখা ও এক কপি পাসপোর্ট ছবি সহ amarpcblog@gmail.com ইমেলে পাঠীয়ে দিন। অতিথি লেখক হবার জন্য সবার দরজা খোলা রয়েছে। বন্দুরা, তবে আর দেরি না করে আপনার লেখা আমেদের ইমেলে পাঠীয়ে দিন। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।