লেবেল কি?
ব্লগের ভাষায় লেবেল (Label) বলতে সধারন শ্রেণী বা বিভাগ কে বুঝায়। ব্লগে লিখতে গিয়ে আমরা লেখার ধরন অনুযায়ী বিভিন্ন বিভাগে বিভক্ত করি। আর সেটিকে আমরা লেবেল মাধ্যমে রূপ দিয়ে থাকি। ব্লগ/ব্লগস্পটে লিখতে গিয়ে আমরা নানারকম লেবেল ব্যবহার করি। একটি পোস্ট বিভিন্ন লেবেলের অন্তর্ভুক্ত হতে পারে। উদাহরণ- ধরি আমি একটি 'ই বই' (E book) এর খবর পোস্ট করলাম। এই 'ই বই' টি ডাউনলোড (Download) করার লিংক দিলাম। বইটি SEO সম্পর্কে। এখন এই পোস্টটিকে আমি Download, E Book,Info, SEO, News খবর, তথ্য, গাইড বই এই কয়েকটি লেবেলের অন্তর্ভুক্ত করেছি। এতে বিভিন্নভাবে পোস্টটিকে খুঁজে পাওয়া যাবে। পাঠককে SEO সম্পর্কে 'e-Book' এর খোঁজ পেতে কোনরকম পরিশ্রম করতে হবে না। বিশেষ করে এই সুবিধার জন্যই লেবেল ব্যবহার করা হয়। অনেক সময় পোষ্ট এর নিচের লেবেল কে মুছে দেবার দরকার পরে। এজন্য যা যা করতে হবে তা নিচে আলোচনা করা হলঃ-
কিভাবে মুছে ফেলবো ব্লগ লেবেল ?
- প্রথমে জিমেল অ্যাকাউন্ট Password দিয়ে ব্লগে প্রবেশ করুন।
- এরপর ব্লগার ড্যাশবোর্ড থেকে টেম্পলেট টিকে Backup করে নিন।
- এরপর টেম্পলেট থেকে Edit HTML এ ক্লিক করুন।
- এরপর নিচের লেখাটি খুঁজুন। অথবা Ctrl +F চেপে নিচের লেখাটি পেস্ট করে এন্টার চাপুন।
তারপর নিচের লাল লেখা গুলি মুছে ফেলুন।
<div class='post-footer-line post-footer-line-2'><span class='post-labels'><b:if cond='data:post.labels'><data:postLabelsLabel/><b:loop values='data:post.labels' var='label'><a expr:href='data:label.url' rel='tag'><data:label.name/></a><b:if cond='data:label.isLast != "true"'>,</b:if></b:loop></b:if></span> </div>
নোট-শুধু লাল লেখাগুলি মুছে ফেলতে হবে। অন্যথায় কাজ হবে না। তারপর টেম্পলেটটিকে সেভ করুন। এরপর পরীক্ষা করে দেখুন ঠিকঠাক কাজ করছে কি না । ধন্যবাদ।