Tuesday, November 11, 2014

ডস এর গুরুত্বপূর্ণ ইন্টারনাল কম্যান্ড ( Internal Command)

কিভাবে DOS ওপেন করতে হয়? ডস শিক্ষার পর্ব -২

প্রথমে Start অপশনে ক্লিক করুন। এরপর  Run এর ক্লিক করুন। এরপর Open বক্সে cmd টাইপ করুন তারপর এন্টার চাপুন । অথবা Win + R চাপুন তারপর Open বক্সে CMD টাইপ করুন। দেখবেন নিচের মতো স্কিন দেখতে পাবেন।
DOS

DOS এর আভ্যন্তরীণ নির্দেশ ও তার ব্যবহার ( Internal Command):

১। DATE
syntax:-Date [MM-DD-YY]
এই  কম্যান্ডটি System এর বর্তমান তারিখ দেখায়। এছারা এই কম্যান্ড দ্বারা তারিখ পরিবর্তন করা যায়।
উদাহরণঃ C:\>Date (Enter)
২। Time
syntax:-Time [hh-mm-ss]
এই  কম্যান্ডটি System এর বর্তমান সময় দেখায়। এছারা এই কম্যান্ড দ্বারা সময় পরিবর্তন করা যায়।
উদাহরণঃ C:\>Time (Enter)
৩। Vol (Volume)
syntax:-Vol [Drive]
এই  কম্যান্ডটি System এর ডিস্কের Volume Label Name দেখতে পাওয়া যায়।
উদাহরণঃ C:\>Vol (Enter)
৪। CLS(Clear Screan)
syntax:-Cls 
এই  কম্যান্ডটি সাহায্যে কম্পিউটারে স্কিন পরিষ্কার করা যায়।
উদাহরণঃ C:\>CLS (Enter)

৫। MD বা MKDIR (Made Directory)
syntax:-MD [drive :] New Subdirectory Name
এই  কম্যান্ডটি সাহায্যে ডিরেক্টরি বা সাব-ডিরেক্টরি তৈরি করা যায়।
উদাহরণঃ C:\>MD  Newdir (Enter) 
                 C:\> Computerjajot (Enter)
Note-Newdir বা computerjajot নামক ডিরেক্টরি তৈরি করা যায়।
৬। CD বা CHDIR (Change Directory)
syntax:-CD Subdirectory Name
এই  কম্যান্ডটি সাহায্যে ডিরেক্টরি বা সাব-ডিরেক্টরির মধ্যে প্রবেশ করা যায়।
উদাহরণঃ C:\>CD Newdir (Enter)
Note-Newdir নামক ডিরেক্টরিতে প্রবেশ করা যায়।
৭। RD  (Remove Directory)
syntax:-RD Subdirectory Name
এই  কম্যান্ডটি সাহায্যে ডিরেক্টরি বা সাব-ডিরেক্টরির ডিলিট (Delete) করা যায়।
উদাহরণঃ C:\>RD Newdir (Enter)

৮। VER (Verson)
syntax:-Ver [Drive]
এই  কম্যান্ডটি অপারেটিং System এর নাম ও ভার্সন( সংস্করণ )  দেখতে পাওয়া যায়।
উদাহরণঃ C:\>Ver (Enter)
৯। Copy Con
syntax:-Copy Con [New File Name]
এই  কম্যান্ডটি নতুন ফাইল তৈরি করা যায় ।
উদাহরণঃ C:\> Copy con computerjajot (Enter)
Note- Computerjajot ফাইল নেম।
১০। Type
syntax:-Type [File name]
এই  কম্যান্ডটি দ্বারা কোন ফাইল কে ওপেন করা যাবে। এবং ঐ ফাইলের ভিতর কি কি লেখা আছে তা দেখা যাবে।
উদাহরণঃ C:\>Type computerjajot (Enter)
১১। REN (Rename)
syntax:-Ren [ Old file name New file name]
এই  কম্যান্ডটি ব্যবহার করে পুরনো ফাইলের নাম পরিবর্তন করে নতুন নাম করন করা যায়।
উদাহরণঃ C:\>Ren Computerjajot Desktop  (Enter)

১২। DEL বা Delete
syntax:-DEL [ File name]
এই  কম্যান্ডটি ব্যবহার করে কোন ফাইল ডিলিট (মুছে দেওয়া) করা যায়।
উদাহরণঃ C:\>Ren Computerjajot Desktop  (Enter)

১৩। DIR(Disk Information Report)
Syntex: DIR [Drive:]
এই কমান্ডের সাহায্যে কম্পিউটার ডিস্কে উপস্থিত সমস্ত ফাইল, ডিরেক্টরি ও সাব-ডিরেক্টরি নামের সুচি (list) দেখা যায়।
উদাহরণ-
                 Dir/P - Pagewise ডিস্কের ফাইলগুলি দেখতে পাওয়া যাবে।
                 Dir/W - Widthwise ডিস্কের ফাইলগুলি দেখতে পাওয়া যাবে।
                 Dir/H - ডিস্কে উপস্থিত হিডেন ফাইলগুলি দেখতে পাওয়া যাবে।
নেক্সট পোস্ট- ডস এর ইন্টারনাল ও এক্সটারনাল এর বাকি কম্যান্ড গুলি আলোচনা করা হবে।
এটিও জানুন- Microsoft Power Point কি? জেনে নিন পাওয়ার পয়েন্টের অজানা কিছু তথ্য
কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের জানাবেন । ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।
Previous Post
Next Post