Mozila Firefox একটি জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার। ইন্টারনেট ব্যবহারকারির বেশির ভাগ উজার মজিলা ফায়ারফক্স ব্যবহার করে। মজিলা ফায়ারফক্স আমাদের সবারই খুব প্রিয় একটি ইন্টারনেট ব্রাউজার। কেননা গুগল Crome এর পরের জনপ্রিয় ব্রাউজার হল মজিলা। তাছার ইন্টারনেট স্পীড কম থকলেও মজিলা দিয়ে যে কোন অয়েব পেজ সার্ফ (ব্রাউজা) করা যায়। কিন্তু মজিলা ফায়ারফক্সের একটি সমস্যা হচ্ছে এই ব্রাউজারে বাংলা লেখা পরিষ্কার ও ঝকঝকে দেখা যায় না। অথবা দেখা গেলেও আকারে খুব ছোট এবং অপরিষ্কার দেখা যায়। আজ আপনাদের জন্য এমনই একটি উপায় নিয়ে হাজির হয়েছি যাতে আপনারা আপনাদের প্রিয় ব্রাউজারটিতে ঝকঝকে ও পরিষ্কার সমস্যা মুক্ত বাংলা দেখতে পারেন। চাইলে এখুনি একবার চেষ্টা করে দেখতে পারেন। আশা করি এ সমস্যা থেকে মুক্তি পাবেন।
প্রথম ধাপ-
প্রথমে আপনার ব্রাউজারের Tools মেনু বা মেনুবার সিম্বল থেকে Options সাবমেনুতে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপ-
এরপর Content ট্যাব এর Fonts & Colors অংশের Advanced বাটনে ক্লিক করুন।
তৃতীয় ধাপ-
এরপর Fonts for অংশ থেকে Bengali সিলেক্ট করুন। এবার Serif অংশ হতে Siyam Rupali ফন্টটি সিলেক্ট করুন।
চতুর্থ ধাপ-
এরপর Sans-serif এবং Monospace অংশ থেকেও Siyam Rupali ফন্টটি সিলেক্ট করুন। তারপর Size হতে 16 বা 17 সিলেক্ট করুন।
পঞ্চম ধাপ-
ফাইনালি Default Character Encoding থেকে Unicode (UTF-8) সিলেক্ট করুন। এবং শেষে OK ও OK করে বের হয়ে আসুন।
এখন দেখুন কি ঝকঝকে পরিষ্কার সুন্দর বাংলা দেখতে পাচ্ছেন। তবু সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ের করে কৃতজ্ঞতা জানাবেন। ধন্যবাদ।
কিভাবে Mozila Firefox এ বাংলা লেখা পরিষ্কার দেখবেন?
প্রথমে আপনার ব্রাউজারের Tools মেনু বা মেনুবার সিম্বল থেকে Options সাবমেনুতে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপ-
এরপর Content ট্যাব এর Fonts & Colors অংশের Advanced বাটনে ক্লিক করুন।
তৃতীয় ধাপ-
এরপর Fonts for অংশ থেকে Bengali সিলেক্ট করুন। এবার Serif অংশ হতে Siyam Rupali ফন্টটি সিলেক্ট করুন।
চতুর্থ ধাপ-
এরপর Sans-serif এবং Monospace অংশ থেকেও Siyam Rupali ফন্টটি সিলেক্ট করুন। তারপর Size হতে 16 বা 17 সিলেক্ট করুন।
পঞ্চম ধাপ-
ফাইনালি Default Character Encoding থেকে Unicode (UTF-8) সিলেক্ট করুন। এবং শেষে OK ও OK করে বের হয়ে আসুন।
এখন দেখুন কি ঝকঝকে পরিষ্কার সুন্দর বাংলা দেখতে পাচ্ছেন। তবু সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ের করে কৃতজ্ঞতা জানাবেন। ধন্যবাদ।