Friday, September 19, 2014

ইজি মেথডে শিখুন Ms Word এর A to Z শর্টকাট কী

Microsoft Word হচ্ছে একটি ওয়ার্ড প্রোসেসিং প্রোগ্রাম। এটি আমাদের নিজেদের বিভিন্ন ডকুমেন্ট , যেমন- চিঠি, রিপোর্ট, প্রবন্ধ ইত্যাদি তৈরি করতে ওয়ার্ড বিশেষ ভাবে কাজে লাগে। এছাড়াও ওয়ার্ড দ্বারা বিভিন্ন কাজ আমরা করতে পারি। এজন্য Ms Word এর শর্ট কাট কী গুলি জেনে রাখা জরুরী। নিম্নে Ms word এর A টু Z সম্পূর্ণ শর্ট কাট কী গুলি আলোচনা করা হল-
Ms Word

  • Ctrl + A = সিলেক্ট অল।
  • Ctrl + B = টেক্সট বোল্ড।
  • Ctrl + C = কোন কিছু কপি করা।
  • Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগবক্স প্রদর্শন করা।
  • Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা।
  • Ctrl + F = কোন শব্দখোঁজা বা প্রতিস্থাপন করা।
  • Ctrl + G = গো টু কমান্ড।
  • Ctrl + H = রিপ্লেস কমান্ড।
  • Ctrl + I = টেক্সট ইটালিক।
  • Ctrl + J = টেক্সট জাস্টিফাইডএলাইনমেন্ট করা।
  • Ctrl + K = হাইপারলিংক তৈরী করা।
  • Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্টকরা।
  • Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য।
  • Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য।
  • Ctrl + O = পূর্বে তৈরী করা কোন ফাইলখোলার জন্য।
  • Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট।
  • Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
  • Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা।
  • Ctrl + S = ফাইল সেভ।
  • Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
  • Ctrl + U = টেক্সট আন্ডারলাইন।
  • Ctrl + V = টেক্সট পেষ্ট করার জন্য।
  • Ctrl + W = ফাইল বন্ধ করার জন্য।
  • Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু কাট করার জন্য।
  • Ctrl + Y = রিপিট (redo) করার জন্য।
  • Ctrl + Z = আন্ডু বা পূর্বের অবস্থায়ফিরিয়ে আনা।

Previous Post
Next Post