Wednesday, January 21, 2015

যে কোন গান কিংবা ভিডিও তে নিজের ফটো জুরে দিন সহজ সরল উপায়ে

মেডিয়া প্লেয়ারে নিজের ছবি কিংবা পুরনো ছবি পাল্টে নতুন ছবি যোগ করে দিতে অনেকের মন চায় কিন্তু ঠিক পদ্ধতি না জানার জন্য পুরনো ছবি বা রাইট করার সময় কম্পানি যা ছবি যুক্ত করে দেয় তাই থাকে। ছবির মধ্যে নতুন ছবি যুক্ত কিংবা পুরনো ছবি বদলে নতুন ছবি যুক্ত করন সত্যি একটি মজার ব্যপার। কিন্তু অনেক বন্ধু আছেন তার জানেন না কিভাবে এই মজার কাজটি করবে। আজ আমি এই মজার ব্যপারটি নিয়ে আলোচনা করছি। যুক্ত করা ছবি আপনার মনে হবে mp3 ফাইল এর কভার ফটো। এছাড়াও Windows media Player এর মাধ্যমে ও ছবি যুক্ত করা যায়। এর পরের পোস্টে এ নিয়ে আলোচনা করবো।
এবার আসুন শুরু করি।
এটিও পড়ুন -ভিডিও টিউটোরিয়াল বানানো ও ডেস্কটপ স্কিন শর্ট নেবার দুর্দান্ত ফ্রি সফটওয়্যার

প্রয়োজনীয় Software/Apps এর ডাউনলোড লিঙ্কঃ

যা যা করতে হবে-

  • সফটওয়্যার টি ডাউনলোড করুন
  • কম্পিউটারে ইন্সটল করুন
  • সফটওয়্যার টি ওপেন করুন
  • এরপর(Add Directories) যে গান গুলিতে ছবি যুক্ত করতে চান সেগুলি সিলেক্ট করুন
  • Extended tags অপশন থেকে ছবি যুক্ত করুন
  • ছবি যুক্ত করে OK করুন
  • নিচের ছবিটি লক্ষ্য করতে পারেন।

গান কিংবা ভিডিও

Download Link - এখানে ক্লিক করেও সফটওয়্যার টি ডাউনলোড করতে পারেন।
এবার আপনার মেডিয়া প্লেয়ার চালিয়ে দেখুন ,আর মজা নিন। কোন অসুবিধে হলে কমেন্ট করবেন। এই পোষ্ট টি ইরেজিতে আরও ছবি আকারে দেখতে চাইলে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।
Previous Post
Next Post