Tuesday, September 8, 2015

বাংলা ব্লগ বা সাইট থেকে ভালো আয় করতে চাইলে এটি পড়ুন

অনলাইন ইনকাম টিপস, বাংলা অ্যাডসেন্স
ব্লগ বা সাইট থেকে ইনকাম করার কথা, অনেকের মথায় আসলেও কিন্তু সাইটি বাংলা হবার দরুন গুগল অ্যাডসেন্স আপ্রভ করে না। এছারা গুগল অ্যাডসেন্স সম্পর্কে কম বেশি অনেকেরই ধারনা থাকলেও অনেকে ক্ষেত্রে অনেক রকম সমস্যায় পড়তে হয়।  আবার অনেকে আবেদন করেও একাউন্ট ভেরিফাই করতে পারেননি। অনেকে ১০০ ডলার পুরন না করতে পারায় চেক হাতে পাচ্ছেন না। অনেকে বাংলা ওয়েবসাইট বা ব্লগ এর কারনে আবেদন করতে পারছেন না। এছাড়া গুগল এডাল্ট সাইট কে এপ্রভ করে না তাই এ সবকিছুর সমাধান নিয়ে এসেছে “Adsense-এর বিকল্প একটি ওয়েবসাইট revenuehits। আসুন দেখি বাংলাদেশি এই অনলাইন অ্যাডমিডিয়া থেকে কি কি সুবিধা পাওয়া যায়। [ আজীবন আয় করুন সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে ]

যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলো হলোঃ-


  1. বাংলা অথবা ইংলিশ সাপোর্টেড অ্যাড মেডিয়া নেটওয়ার্ক।
  2. রেভেনিউ শেয়ার ৭০% পর্যন্ত।
  3. পরবর্তী মাসের ৭ দিনের মধ্যে পেমেন্ট পাওয়ার সুবিধা।
  4. রয়েছে চেক ও পেপল এর মাধ্যমে পেমেন্ট পাওয়ার সুবিধা।
  5. সর্বনিন্ম ৫ ডলার হলে পেমেন্ট সুবিধা।
  6. স্পেশাল SEO, আর ট্রাফিক গাইড লাইন।
  7. যারা বেশি ইনকাম করতে চান তাদের জন্যও রয়েছে ফ্রী গাইডলাইন।
  8. যাদের ওয়েবসাইট বা ব্লগ নেই তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা তারা ফেসবুক পেজ বা প্রোফাইল বা গ্রুপ থেকেও টাকা ইনকাম করতে পারবেন।
  9. লাইভ সাপোর্ট।
  10. প্রতি ক্লিক এর জন্য এরা $০.০০৬ থেকে $০.০৫ ডলার পর্যন্ত পে করে।
  11. এছাড়াও রয়েছে রেফারেল সুবিধা।
  12. পপ আপ অ্যাড এর সুবিধা রয়েছে, চাইলে সাইট অ্যাড করে ইনকাম বাড়তে পারবেন।
  13. সাইটির সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন । 
এটিও পড়ুন -ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়

অ্যাড নেটওয়ার্ক সাইটির রয়েছে আধুনিক প্রোগ্রাম যা আপনার সাবমিট করা সাইট গুলোকে ৩ ঘন্টার মধ্যে চেক করে তাদের শর্তগুলোর সাথে মিলে গেলে এপ্রুভ করে, তাই সহজেই আপনার সাইট বা ব্লগটিকে ভেরিফাই করিয়ে নিতে পারবেন। সবচেয়ে বড় কথা সাইটটি নরটন কোম্পানি দ্বারা ভেরিফাই করা তাই এদের ভুয়া হবার সম্ভবনা নাই। এরা ভারত এবং বাংলাদেশে মোবাইল রিচারজ, মোবাইল বাঙ্কিং, ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে টাকা পে করে। [ ব্লগে বা সাইটে অ্যাড না দিয়েও ডলার কামিয়ে নিন একদম সুনিশ্চিত ]
রেজিষ্ট্রেশন করতে Create Account এ ক্লিক করুন
আপনার কি বাংলা সাইট কিংবা ব্লগ আছে তবে , তবে Revenuehits Registrar  করে এখুনি ইনকাম শুরু করে দিন। কোন প্রশ্ন ও জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে ভুলবেন না।

ফেসবুকে ২৪ ঘণ্টা সাপোর্ট পেতে এখানে ক্লিক করুন।
Previous Post
Next Post

0 comments: