লিনাক্স কি ?
এক কথায় লিনাক্স (Linux) হল ইউনিক্স (Unix) টাইপের উন্মুক্ত শক্তিশালী ওপেন সোর্স অপারেটিং সিস্টেম (Operating System)। আসলে লিনাক্স একটি কারনেল (kernel) । আপনি যেসব অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তার
সাথে হার্ডওয়্যারের যোগসূত্র তৈরি করে এই কারনেল। কারনেলের উপর ভিত্তি করে
গড়ে উঠে অপারেটিং সিস্টেম। লিনাক্স-কারনেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে
উবুন্তু, মিন্ট, ফেডোরা সহ আরো বেশ কিছু ‘লিনাক্স-ভিত্তিক’ অপারেটিং
সিস্টেম। লিনাক্স বলতে একক কোন অপারেটিং সিসেম না বুঝিয়ে লিনাক্স ভিত্তিক সকল অপারেটিং সিস্টেমকে বুঝানো হয়। লিনাক্স কারনেল এ তৈরী ডেবিয়ান অপারেটিং সিস্টেম এর উপরে তৈরী করা হয়েছে।
উইন্ডোস (Windows) এর মত লিনাক্সেও কমান্ড আছে। এই পোস্টে আপনাদের জন্য লিনাক্সের কিছু বেসিক কমান্ড শেয়ার করা হলো।এই কমান্ড গুলি লিনাক্স ব্যবহার কারীদের অনেক কাজে আসবে বলে আমি মনে করি। নিম্নে লিনাক্সের কম্যান্ড গুলি দেওয়া হল।
কমান্ডগুলি হলো -
For changing directory / to /etc
- [root@pc1 /]# cd /etc
- [root@pc1 etc]# cd ..
- [root@pc1 /]# cd -
- [root@pc1 etc]# cd ~
- [root@pc1 ~]# dir /etc
- [root@pc1 ~]# Ls /etc
- [root@pc1 ~]# mkdir /disk
- [root@pc1 ~]# mkdir /disk/dir
- [root@pc1 ~]# mkdir /etc/dir1 /var/dir2 /usr/dir3
- [root@pc1 ~]# mkdir dir1 dir2 dir3
- [root@pc1 disk]# cp file dir
- [root@pc1 disk]# cp /disk/file /disk/dir
- [root@pc1 disk]# cp -r dir dir2
- [root@pc1 disk]# cp /disk/file /etc/myfile
- [root@pc1 disk]# rm file
- [root@pc1 disk]# rm –f file
- [root@pc1 disk]# rm dir
- [root@pc1 disk]# rm -r /disk
- [root@pc1 disk]# rm -rf dir
- [root@pc1 disk]# mv /etc/dir1 /disk/mydir
- [root@pc1 disk]# mv /disk/mydir /disk/dir
- [root@pc1 disk]# mv file myfile
- [root@pc1 disk]# less /etc/grub.conf
- [root@pc1 disk]# more /etc/qrub.conf
- [root@pc1 disk]# head /etc/grub.conf
- [root@pc1 disk]# tail /etc/grub.conf
- [root@pc1 disk]# head -n 12 /etc/grub.conf
- [root@pc1 disk]# tail -n 11 /etc/grub.conf
- [root@pc1 disk]# cat /etc/grub.conf > /disk/file
- [root@pc1 disk]# cat /etc/mtab >> /disk/file
- [root@pc1 disk]# cat /etc/squid/squid.conf I more
- [root@pc1 disk]# cat /etc/squid/squid.conf I wc -L
- [root@pc1 disk]# cat /etc/squid/squid.conf I grep spool
- [root@pc1 disk]# cat /dev/null > /var/log/messages
কম্পিউটার সম্পর্কিত আপনার কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।
0 comments: