Friday, January 9, 2015

নোকিয়া ফোনের গোপন কিছু দরকারিয় কোড

আজ এই পোষ্টিতে নোকিয়া মোবাইল ফোনের সব দরকারিয় গোপন কোড আলোচনা করা হয়েছে। আশা রাখি প্রতেক কম্পিউটার জগত পাঠকের ভালো লাগবে। প্রত্যেকটি ফোনের অর্থাৎ সাধারন ফোন থেকে শুরু করে স্মার্ট ফোন কিংবা অ্যান্ডড্রয়েট ফোন  প্রত্যেকেরই কতগুলি গোপন কোড আছে। সেগুলি কিন্তু নিন্তান্তই গোপন। এই গোপন কোডগুলির দ্বারা আমরা ফোনের দরকারিয় তথ্য , troubleshooting, শর্টকাট, সধারন সেটিং এবং IMEI ইত্যাদি সহজে জানতে পারি। এছারা নোকিয়া ফোন বিশ্বর সবচেয়ে বেশি বিক্রিত এবং জনপ্রিয় । এজন্য আমাদের এই কোড গুলি জানা আবশ্যক। এছার আমরা অন্য বন্ধুদের তাক লাগিয়ে দিতে পাড়বো। তো আসুন এবার জেনে নেওয়া যাক সেই কাঙ্ক্ষিত Nokia ফোনের গোপন ও রহস্যময় কোডগুলো।
Nokia ফোন গোপন কোড সমূহ

Nokia ফোন গোপন কোড সমূহ -

  • *#06# IMEI (International Mobile Equipment Identity) নাম্বার চেক করার জন্য ।
  • *#7780# ফ্যাক্টরী সেটিংস রিসেট(Reset) করতে ।
  • *#67705646# এলসিডি(LCD) ডিসপ্লে রিসেট করতে (operator logo).
  • *#0000# software version চেক করতে ।
  • *#2820# Bluetooth device এর ঠিকানা প্রদর্শন ।
  • *#746025625# সিম লক স্ট্যাটাস ।
  • *#62209526# - WLAN adapter এর ম্যাক এড্রেস প্রদর্শন । এটি একমাত্র WLAN সাপোর্টেড মোবাইলের জন্য ।
  • #pw+1234567890+1# সিমের সীমাবদ্ধতা প্রদর্শন ।
  • *#92702689# - takes you to a secret menu where you may find some of the information below: ডিভাইসের গোপন তথ্য দেখা যাবে । যেমন-১) Serial নাম্বার দেখা যাবে, ২) ফোনটি তৈরি হওয়ার  মাস ও বছর দেখা যাবে, ৩) কত তারিখে কেনেছেন জানতে পারবেন (MMYY), ৪) শেষ মেরামতের তারিখ জানতে পারবেন (০০০০) এবং 5)  লাইফ টাইমার দেখতে পারবেন।
এটিও পড়ুন - নোকিয়া ফোনের আরও কিছু গোপন কোড ও গোপন রহস্য।
উল্লেখ্য সব কোড সব সেটে সাপোর্ট নাও করতে পারে । কোন সমস্যা হলে কমেন্ট করুন। ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।

Thursday, November 27, 2014

কীভাবে HTML বা Javascript Codes ব্লগ পোস্টে ডাইনামিক ভাবে ভিউ করবে

ব্লগে আমারা বিভিন্ন টুল, Widgets বা গাজেট ব্যবহার করি বিভিন্ন কাজে সুবিধা পাবার জন্য। আজ আমি আপনাদের একটি খুব দরকারিয় টুলস শেয়ার করছি। টুলটি দিয়ে আপনি আপনার ব্লগ পোস্টে HTML বা Java Script কোড আলেদা ভাবে প্রকাশ করতে পারবেন। আপনি চাইলে HTML বা Javascript Codes ডেমো দেখে নিতে পারেন।
HTML / Javacript

কীভাবে HTML/Javascript Codes যুক্ত করবেন?

১. প্রথমে ব্লগ অ্যাকাউন্টে Log in করুন তারপর Dashboard যান।
২. এরপর Dashboard থেকে Edit Hml সিলেক্ট করুন।
HTML/JavaScript Code
৩. এরপর CTRL +F চেপে সার্চ বক্সে   ]]> লিখে এন্টার চাপুন ।
 ৪.এরপর নিচের কোডটি  ]]> এর পূর্বে বা উপরে পেস্ট করুন ।
/*--Code View--------------*/
code {
color: #000099;
font: 108% "Courier new",Courier,mono;
padding: 0 2px;
white-space: nowrap;
}
pre code {
-moz-box-shadow: 0 0 10px #DDDDDD;
background: url("https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1LovveYXe2WR_WWhF97nErbCNroqFIGT9apoErvb9WGdKz_PIdmg9F3XA4CaQp83IdiF-I3w97RuXBtd0oiKizLIeURdHtEM-eL4lZNDTQGqUZRdQrAVSy3INj0D6nF1P5IMsgeHulTXW/s1600/btsnts_color_background.png") repeat scroll 0 0 #FFFFFF;
border: 2px solid #CCCCCC;
clear: both;
color: #333333;
display: block;
font-size: 12px;
line-height: 15px;
margin: 10px auto 10px 30px;
overflow: auto;
padding: 15px;
white-space: pre;
width: 85% !important;
word-wrap: break-word;
}
code .comment {
color: #888;
}
code .class, code .rules {
color: #ff00ff;
font-size: 100%;
}
code .value,  code .title, code .string {
color: #0000FF;
}
code .tag {
color: #000099;
}
code .keyword {
color: #000099;
}
.html .attribute {
color: #006600;
}
/*------ End Code View--------------*/
৫. এরপর Publish এ ক্লিক করুন।
ইম্পরট্যান্ট(Important) টিপস ?
১. এরপর আপনি ব্লগ পোস্ট করার পূর্বে অর্থাৎ HTML বা Javascript Codes এর প্রথমে <br />
<pre><code> লিখুন এবং পোস্ট এরপর (HTML বা Javascript Codes) </code></pre>
 এবং </div> লিখুন।
কোন সমস্যা হলে কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ভালো ও সুস্থ থাকুন। ধন্যবাদ।
 

Monday, November 3, 2014

বাজারে এলো Nokia 130 ডুয়াল সিম সহ সবরকম সুবিধা নিয়ে

খুব সস্তায় ডুয়াল সিম যুক্ত সবধরনের সুবিধা নিয়ে নোকিয়া ১৩০ বাজেরে এল। নোকিয়া ১৩০ ফোনটির নির্মাতা হলেন মাইক্রোসফট কম্পানি। ফোনটি মুলত আকারে ছোট তিন ধরনের রঙে অর্থাৎ সাদা, কালো ও লাল রঙের খুব সস্তায় প্রয়োজনীয় সব ধরনের কাজ চালান যাবে এই ফোনে। ফোনটি ১০২০ এমএএইচ ব্যাটারি, যার সাহায্যে আপনি ১৩ ঘন্টা পর্যন্ত কথা বলাতে পারবেন। এছাড়াও একবার ফুল চার্জ দিয়ে ৪৬ ঘণ্টা অডিও গান শোনা যাবে অথবা ১৬ ঘণ্টা ভিডিও দেখা যাবে। অনলাইনেও পাওয়া যাচ্ছে এই ফোন। স্ন্যাপডিলে মাত্র ১৭৫০ টাকা থেকে পাওয়া যাবে এই ফোন।  এছাড়াও অ্যামাজন এ কিনে নিতে পারবেন।
নোকিয়া ১৩০

কি কি ফিচার আছে -
রিলিজ ডেট       আগস্ট ২০১৪
ওজন              ৬৮.৬০ গ্রাম
ব্যাটারি           ১০২০ এমএএইচ (mAh)
মিউজিক প্লেয়ার
মাইক্রো এসডি কার্ড
বিল্ট ইন-ফ্ল্যাশ লাইট
১.৮ ইঞ্চির টিএফটি ডিসপ্লে
এফএম রেডিও
ব্লু টুথ          ৩.০, সঙ্গে স্ল্যামও
হেড ফোন       ৩.৫ mm
বন্ধুরা,
এখন এখানেই। কেমন লাগলো এখানে ক্লিক করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিস একটি শেয়ার করে আমাকে কৃতজ্ঞতা জানাবেন। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।