Tuesday, September 8, 2015

মেমোরি ডিভাইস এর সম্পূর্ণ স্পেইস ব্যবহার না হওয়ার কারণ


সাধারণ ভাবে বলতে গেলে কম্পিউটার হার্ডডিস্ক (Hard Disk), মেমোরি কার্ড (Memory Card ),পেনড্রাইভ (Pendrive) ইত্যাদির সাথে আমরা বহুল পরিচিত। কিন্তু আপনারা একটি ব্যাপার কি লক্ষ্য করেছেন? আমরা যখন কোন memory device ক্রয় করি, তখন আমাদের সেই মেমরি ডিভাইস ( Memory Device ) এ যতটা স্পেস (Megabyte, Gigabyte) লেখা থাকে আমরা তার সম্পূর্ণ স্পেইস ব্যবহার করতে পারি না। 

যেমন, আমরা 320 GB Hard Disk এর মধ্যে ব্যবহার করতে পারি 298 GB। কখনো কি ভেবে দেখেছেন এই মেমোরি কোথায় যায়? আসুন জেনে নিই কেন আমরা আমাদের মেমরি ডিভাইসের সম্পূর্ণ স্পেইস (Space) ব্যবহার করতে পারি না? 
মেমোরি ডিভাইস, হার্ডডিস্ক টিপস


আমরা অনেকে জানি যে,
  • 1024Byte=1kilo Byte
  • 1024 MB = 1 GB এবং 
  • 1024 KB = 1MB
যারা জানেন না তাদের জন্য বলি, এই MB (megabyte), GB(Gigabyte) এসব হচ্ছে মেমোরি ইউনিট বা একক। ভরের একক যেমন গ্রাম, দৈর্ঘ্যর একক যেমন মিটার তেমন। (অথবা সময়ের একযেমন সেকেন্ড, মিনিট ) এখন এই যে 1024 MB = 1 GB ; 1024 KB = 1MB, এটা শুধু Software Side এর জন্য প্রযোজ্য। অর্থাৎ আমাদের মোবাইলে অথবা কম্পিউটারে এটাকে এভাবে হিসেব করা হয়। কিন্তু যেসব manufacturer company এসব memory device তৈরি করে তাদের কাছে হিসাবটা একটু অন্যরকম। তাদের মতে, 1 KB = 1000 byte 1 MB = 1000 KB 1 GB = 1000 MB 1 TB (Terabyte) = 1000 GB তাই আমরা যখন 320 GB Hard Disk এর কথা বলি এটি কিন্তু যারা তৈরি করেছে অর্থাৎ manufacturer company এর হিসেব। কিন্তু SOFTWARE এটিকে হিসেব করে, 320*1000*1000*1000/1024/1024/1024 = 298.024 GB ফলে ৩২০জিবি হার্ডডিস্কে আমরা Available Memory দেখি ২৯৮ জিবি। একই ভাবে 500 GB Hard Disk এর মধ্যে ব্যবহার করতে পারি, 500*1000*1000*1000/1024/1024/1024 = 465.661 GB. আশা করি সবাই বুঝতে পেরেছেন এই মেমোরি কিংবা স্পেস কম থাকার কারণ।
 
ম্পিউটার সম্পর্কিত মস্যা থাকলে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। আমাদের ফেসবুক্যান পেজে যোগ দিন নতুন নতুন থ্য পাবার জন্য।ন্যবাদ ...

Monday, January 5, 2015

পিসিতে ড্রাইভার install করুন CD ছারাই

হ্যাঁ , সত্যি সিডি ছারাই Inatall করুন আপনার মাদারবোর্ডের ড্রাইভার । কথাটি একটু খটকা হলেও এটি বাস্তব। অনেক সময় কোন কারনে মাদার বোর্ডের CD হারিয়ে গেলে আমার পিসিতে পিসি ড্রাইভার ইন্সটল করতে পারি না। দেখা গেল আপনি নতুন উন্ডোজ ইন্সটল করেছেন । এখন সাউন্ড, এজিপি, এসব ইন্সটল করা দরকার  কিন্তু দুঃভাগ্য জনিত কারণে আপনি আপনার মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন অথবা আপনার পিসি বা ল্যাপটপ কেনার সময় মাদারবোর্ডের সিডি টা নেন নি বা ভুল বসত দোকানদার দেন নি । কিন্তু দেখা যাচ্ছে মাদারবোর্ড সিডি না থাকায় আপনি পিসিতে সাউন্ড , এজিপি , ইন্টারনেট এসব ইন্সটল করতে ব্যর্থ হচ্ছেন , ভাবছেন এখন কি করবেন ? আর কোন ভাবনার চিন্তা করার দরকার নেই । শুধু মাত্র নিচের লিংক থেকে মাত্র ২ মেগা বাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন  ।আর চিন্তার অবসান ঘটান।
সফটওয়্যার টির ডাউনলোড লিঙ্ক - DriverEasy
পিসি ড্রাইভার

সফটওয়্যার টি দিয়ে কি কি করতে পারবেন?

  • যে কোন মাদারবোর্ডের সিডি ডাউনলোড করতে পারবেন
  •  হার্ডওয়্যার ইনফর্মেশন পাবেন
  • ড্রাইভার Restore করতে পারবেন
  • Offline sacn করতে পারবেন
  • Driver Backup করতে পারবেন
  • Windows Update করতে পারবেন
  • System Restore করতে পারবেন
  • এ ছারাও আরও অনেক কিছু ...
 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন  । কোন সমস্যা বা অসুবিধে হলে কমেন্ট করুন। ধন্যবাদ।