Tuesday, May 31, 2016

ব্লগার ব্লগে পেইড থিমের লক ফুটার ক্রেডিট লিঙ্ক রিমুভ করবেন যেভাবে

আপনারা যারা ব্লগ শুরু করেছেন নতুন টেম্পলেটও Install করেছেন কিন্তু ক্রেডিট লিঙ্ক (Credit link) রিমুভ করতে পারছেন না তো ? এই সমস্যার সমাধান দিতেই আজকের এই পোস্ট। পেইড থিম ব্যবহার করতে গিয়ে বারবার আমাদের যে সমস্যা পরতে হয় সেটি হল ব্লগার থিমের লক ফুটার ক্রেডিট লিঙ্ক রিমুভ করা! কিন্তু সমস্যা হচ্ছে লক ফুটার লিঙ্ক রিমুভ করা মোটেও সহজ কাজ নয় তাছাড়া এক এক টেম্পলেট বা থিমের এক এক প্রক্রিয়া বানানো থাকে।
পেইড থিমের লক ফুটার ক্রেডিট লিঙ্ক রিমুভ




ক্রেডিট ফুটার লিঙ্ক কি?
        ফুটার ক্রেডিট লিঙ্ক যখন নতুন থিম ডাউনলোড করে আপনার ব্লগে ব্যবহার করবেন দেখবেন কিছু থিমের সব নিচে যেটাকে ফুটার ব্লগে সেখানে ইংরেজিতে Design By থিমের নাম বা মালিক এর নাম থাকে। এখুন এই রকম অনেক থিম সাইট আছে যারা নিজদের এই নাম যাতে কোন ব্যবহার কারি মুছে ফেলতে না পারে সেই জন্য সেটাকে লক করে রাখেন।একেই সাধারণ কথায় Credit Link বলে।
পেইড থিমের লক ফুটার ক্রেডিট লিঙ্ক রিমুভ

যে ভাবে পেইড থিমের লক ফুটার ক্রেডিট লিঙ্ক রিমুভ করবেন !

  • প্রথমে আপনার Blogger.com এ লগইন করুন এবং যে থিমের ফুটার লিঙ্ক রিমুভ বা হাইড করতে চান সেই থিম ইন্সটল করুন যদি আগে থেকেই ইন্সটল থাকে কোন কথাই নেই।
  • এরপর Template থেকে Edit HTML এ ক্লিক করে Edit বক্সে প্রবেশ করুন ।
  • এবার আপনি CTRL+F প্রেস করে Copyright, credit বা designed ফুটার লিঙ্কে যে নাম আছে সেটা দিয়ে সার্চ করুন লিঙ্ক পেয়ে যাবেন।
    style="visibility: hidden"

[ উপরের লাইনটি ঠিক id='mycontent' এর পরে বসিয়ে দিন নিচের চিত্রের মত ব্যাস তাহলেই আপনার কাজ শেষ ।]


  • Save Template এ ক্লিক করে বেরিয়ে আসুন এবং আপনার ব্লগে ভিজিট করুন দেখুন ডিজাইন বাই লিখাটা আর দেখতে পাবেন না এমন কি কোন লিঙ্ক সেখানে দেখতে পাবেন না। 
বন্ধুরা, কোন সমস্যা হলে কমেট করবেন প্লিস। ভাল থাকবেন সুস্থ থাকবেন।ধন্যবাদ।

Saturday, September 12, 2015

ব্লগে পেজে দুই লাইনের কোড দিয়ে HTML সাইটম্যাপ যেভাবে বানাবেন ?

আপনারা যারা ব্লগ নিয়ে লেখালেখি করেন ? কিংবা ব্লগে নতুন , আপনারা ব্লগকে সুন্দর করে তুলতে চান তাদের জন্যই আজকের এই পোস্ট। সাইট ম্যাপ কি ? কিভাবে এটি সাইটের ট্রাফিক বৃদ্ধি করে বিস্তারিত জানতে [ বানিয়ে ফেলুন একটি ডাইনামিক ব্লগের সাইট মাপ ]   এই পোস্টটি পড়ুন। তবে আর কথা না বারিয়ে চলুন  শুরু করি।
সাইটম্যাপ

কিভাবে সাইটম্যাপ বানাবেন ?

  • প্রথমে Blogger এ লগ ইন করুন ।
  • এরপর Dashboard প্রবেশ করুন ।
  • এরপর Pageঅপশনে ক্লিক করুন।
  • এরপর Create New Page ক্লিক করুন।
  • এরপর HTML Tab ক্লিক করুন।
এরপর নিচের কোডটি কপি করে পেস্ট করুন।
<script src="http://fiftriani.googlecode.com/files/blogtoc-min.js"></script>
<script src="http://YOURBLOGDOMAIN .blogspot.com/feeds/posts/default?max-results=9999&amp;alt=json-in-script&amp;callback=loadtoc"></script>
নোট-  YOURBLOGDOMAIN এর পরিবর্তে নিজের ব্লগ নেম  লিখবেন।
সাইট ম্যাপটির ডেমো দেখতে চাইলে এখানে ক্লিক করুন 
এটিও পড়ুন -ব্লগে রিলেটেড পোস্ট অতি সহজভাবে যুক্ত করুন এবং জেনে নিন SEO হিসেবে এর গুরুত্ব কতখানি

এরপর পেজ বা পোস্ট কে Publish করুন। এরপর ব্লগটিকে  একবার Browse করে দেখুন। কোন প্রবলেম হলে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে আমাকে অনুপেরনা দিবেন। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ। 

Monday, May 18, 2015

ব্লগে রিলেটেড পোস্ট অতি সহজভাবে যুক্ত করুন এবং জেনে নিন SEO হিসেবে এর গুরুত্ব কতখানি

রিলেটেড পোস্ট কি ?

রিলেটেড পোস্ট গ্যাজেট হল কোন একটি পোস্টের শেষে একই সমগোত্রীয় অন্য পোস্ট সম্পর্কিত আরও পোস্ট এর লিংক দেখানো, যাতে ভিজিটর এ বিষয়ে আরও জানতে পারে রিলেটেড পোস্ট এর এর মাধ্যমে। রিলেটেড পোস্ট গ্যাজেট একটি ওয়েবসাইটের ভিজিটরকে প্রায় ২০% এর বেশি সময় ধরে রাখতে সক্ষম,কখনও কখনও তারও বেশী হয়ে থাকে।এছাড়াও রিলেটেড পোস্ট গ্যাজেট একটি ওয়েবসাইটের লুক বাড়াতে সক্ষম।
এটিও পড়ুন -ব্লগারের সাফল্য লাভের ১০টি মূলমন্ত্র

ধরুন, একজন ভিজিটর সার্চ এঞ্জিনে মাধ্যমে আপনার সাইটে প্রবেশ করেছে সে তার কাঙ্খিত বিষয় পরার পর অন্য কোন বিষয় চোখে পড়ল না, তৎক্ষণাৎ সে আপনার ব্লগ ত্যাগ করতে পারে। এজন্যই ব্লগে রিলেটেড পোস্ট রাখা বাঞ্ছনীয় । এছাড়াও রিলেটেড পোস্ট ব্লগের bounce rate কমায়। মোটকথা রিলেটেড পোস্ট অন্যদিকে SEO এর গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আপনারা যারা  Blogspot ব্লোগিং করেন তাদের ডিফল্ট টেমপ্লেটে রিলেটেড পোস্ট গ্যাজেট থাকে না , এজন্য আপনাকে যুক্ত করে নিতে হয় ।
এটিও পড়ুন - ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়

অনেকে হয়তো linkwithin এর রিলেটেড পোস্ট গ্যাজেট ব্যবহার করেন, এটি ব্যবহারে খুব সুবিধা জনক হলেও thumbnails ব্যতীত অন্য widget ব্যবহার সুবিধা দেয় না। এজন্য outbrain এর রিলেটেড পোস্ট widget ব্যবহার করে দেখতে পারেন , নিচে এর সবুধা গুলি আলচনা করা হলো । আশা করি ভাল লাগবে।

Outbrain এর মাধ্যমে রিলেটেড পোস্ট গ্যাজেট যুক্ত করার সুবিধা হল:

  • HTML না জানলেও হবে।
  • এটি সাধারন গ্যাজেটগুলির মতই তাই যুক্ত করতে কোন অসুবিধা নেই।
  • প্রয়োজনে এটি যুক্ত করা যায় প্রয়োজন না থাকলে সাথেসাথেই রিমুভ করা যায়।
  • এটাতে থাম্বনেইল (thumbnails) ও টেক্সট (textual) ব্যবহারের সুযোগ আছে।
  • আপনি কয়টি রিলেটেড পোস্ট দেখাবেন তা আপনি কাস্টমাইজ করতে পারবেন।
  • রিলেটেড পোস্ট গ্যাজেটের লিংকগুলিতে আপনি আপনার ইচ্ছেমত শব্দ কম কিংবা বেশী দিতে পারবেন।
  • থাম্বনেইল সাইজ,স্টাইল ইত্যাদি সব ধরনের পরিবর্তন আপনি করতে পারেন।
  •  এছাড়াও প্রবর্তিতে আপনি outbrain সাইতে গিয়ে Click ও CTR চেক এবং প্রয়োজনে modify করতে পারবেন।
রিলেটেড পোস্ট গ্যাজেটটি যুক্ত করার নিয়ম:
 
  • এরপর Blogspot ব্লগে ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন।

রিলেটেড পোস্ট
  • এরপর সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূর্ণ করুন । নিচের ছবিটি লক্ষ্য করুন।
রিলেটেড পোস্ট
  • instal অপশনে ক্লিক করার পর নিচের ছবিটির মতো দেখতে পাবেন।
রিলেটেড পোস্ট
  •  সবশেষে  Add Widget অপশনে ক্লিক করুন।
->> আপনি Linkwithin থেকে রিলেটেড পোস্ট গ্যাজেটটি যুক্ত করতে চাইলে এখানে ক্লিক করুন
তবে এখন এ অবধি । কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

Monday, February 23, 2015

ব্লগে ৯০% আয় বাড়ান আকর্ষণীয়ভাবে ঝুলন্ত বিজ্ঞাপন ব্যবহার করে

ব্লগ লেখালেখি করে অনেকেই নিজেকে ফোকাস করতে পেরেছেন। আর যারাই আজ বরণীয় তাদের সাফল্য লাভের পিছনে রয়েছে নিরলস পরিশ্রম ও অঘাত চেষ্টা। আমরা ছটবেলায় শখের বসে খাতায় দু-একটি ছড়া- ছন্দ লেখি কিংবা গল্প , কবিতা খাতার  লিখে এক কোনে লুকিয়ে রাখি, বলতে গেলে আমাদের তখন থেকেই ব্লগ শুরু। বর্তমানে অনলাইনে কোন এক জায়গায় নিজের লেখাগুলি প্রকাশ কে  একথায় ব্লগ বলি।  শখ থেকেই শুরু হল ব্লগে লেখা আর ব্লগে লেখা লেখির পাশা পাশি আমাদের যদি টাকা ইনকাম হয়, তোবে তো সেটা মন্দ নয়।
ব্লগে ৯০% আয়

এটিও পড়ুন -ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়

ব্লগে আমারা অনেক ভাবে ইনকাম করতে পারি। তো আজ আমি আপনাদের সাথে আমি একটি অসাধারন টিপস শেয়ার করবো, যাদের ব্লগ আছে কিংবা ব্লগ শুরু করতে চাইছেন তাদের কাজে লাগবে। আমারা তো অনেকেই ব্লগে অ্যাড ব্যবহার করি কিন্তু অ্যাডে ক্লিক পরে না। আর অ্যাডে ক্লিক না পড়ার দরুন আমাদের ইনকাম বেশি হয় না। তাই অনেকে হতাশ হয়ে ব্লগ লেখা বন্ধ করে দেন।

ব্লগ লেখা বন্ধ না করে দিয়ে আপনি যদি ব্লগে স্লাইডার অ্যাড দিয়ে ব্যবহার করেন আশা করি আপনার আয় ৯০ গুণ বেড়ে যাবে। এটি আপনার ভ্রান্ত ধারনা হতে পারে চাইলে আপনি কিছু দিনের জন্য হলেও ব্যবহার করে দেখতে পারেন। আর ব্যবহারের পর ভালো না লাগলে পরবর্তীতে মুছে ফেলতে পারেন।
এটিও পড়ুন -আজীবন আয় করুন সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে

এটি আপনার ব্লগের ডানে বা বামে দিকে বিজ্ঞাপন ঝুলন্ত অবস্থায় থাকবে। এবং পাঠকের মনে আকর্ষণ জগাবে ফলে বিজ্ঞাপনটি সহজেই চোখে লাগবে। যারা ব্লগস্পটে ব্লগিং করছেন তাদের জন্য আজকের এই টিপস। ডেমো দেখুন আমার এই কম্পিউটার জগতেই। ডান পাশে ঝুলে আছে একটি বিজ্ঞাপন। ঠিক এইরকম বিজ্ঞাপন আপনার ব্লগস্পট ব্লগেও লাগাতে পারেন। তাই এবার আসুন কিভাবে ব্লগে এরকম এড বসাবেন?

কিভাবে আকর্ষণীয়ভাবে বিজ্ঞাপন যুক্ত করবেন?

  • প্রথমে Blogspot ব্লগে লগিন করুন
  •  এরপর Layout অপশনে যান
  • তারপর Html/JavaScript Gadget ক্লিক করুন এবং
  • এবার Title অপশন ফাঁকা রেখে Content বক্সে নিচের কোডগুলো দিন।
কোড টি হল-

 <style>
#bloggermarufflotads {
height:30px;
width:auto;
background: #333333 url('..');
background-repeat:repeat-x;
text-align:left;
padding-top:4px;
}
#bsadsbase{
height:500;
margin:0auto;
width:160px;
background:#fff;
border-bottom:2px #333333 solid;
border-right:2px #333333 solid;
border-left:2px #333333 solid;
text-align:center;
padding:4px;
}
#bsadsheadline{
opacity:1.0;
height:auto;
width:auto;
position:fixed;
top:65px;
left:10px;
border-bottom:1px #005094 solid;
border-bottom:0px blue solid;
color:#333;
padding:0px;
z-index:1001;
font-size:13px;}
</style>
<script type="text/javascript">
function getValue()
{
document.getElementById("bsadsheadline").style.display = 'none';
}
</script>
<div id="bsadsheadline">
<div id="bloggermarufflotads">
<span style="color:#fff;font-size:13px;font-weight:bold;text-shadow:black 0.1em 0.1em 0.1em"></span>
<span style="color:#fff;font-size:13px;font-weight:bold;text-shadow:black 0.1em 0.1em 0.1em;float:right;padding-top:3px;padding-right:10px"><a href="http://www.computerjajot.com" target="_blank" onclick="getValue()">Close This Ad(X)</a></span>
</div>
<div id="bsadsbase">                                                                                                

[ Your Advertise Code Here ( অ্যাডসেন্স কোডটি এখানে লিখুন ) ]

</div></div>
নোট-
১। কোডে text-align:left; এর স্থানে আপনি ব্লগের ডান পাশে নাকি বাম পাশে দেখাতে চান সেটা বলে দিন। বাম পাশে হলে text-align:left; আর যদি চান ডান পাশে তবে text-align:right;
২)  height:500; কোডটিতে দৈর্ঘ্য বা উচ্চতা পরিবর্তন করতে চাইলে 500 এর স্থলে আপনার ইচ্ছেমত সাইজ বসিয়ে দিন। এবং প্রস্থ পরিবর্তন করতে চাইলেও একই কাজ। width:160px; কোডে 160 এর স্থলে  আপনার চাহিদামত সাইজ বসিয়ে দিন।
৩) Your Advertise Code Here লেখাটির বদলে আপনার এড কোড বসান। 
 ব্যাস, আর কাজ নেই। এবার উইডগেটটি  Save করেই সমাপ্ত করুন। সমস্যা হলে কমেন্ট করুন।  ধন্যবাদ

Monday, January 26, 2015

কিভাবে টেবিল কন্টেন্ট অনুযায়ী ব্লগের পেজ বানাবেন ? Update কোড ব্লগারদের জন্য

আজ আমার দেখাবো কি ভাবে লেবেল কন্টেন্ট গুলিকে একই পেজে সম্মিলিত করা যায়। লেবেল কন্টেন্ট বলতে সাধারন কথায় বলতে পারি-অধ্যায় বা চ্যাপ্টার। সাইটের ক্ষেত্রে আমরা লেবেল অনুযায়ী পোষ্ট গুলিকে একই পেজে একত্রীকরন কে বলবো। যেমন কোন পুস্তকের অধ্যায় বা চ্যাপ্টার দেখে নির্বাচন করি কোন চ্যাপ্টারটা পড়ব। ঠিক সাইটের Table Contents বেলাতেও । যাক এবার হয়তো  আপনি ভাবছেন এত সুন্দর Table Contents পোষ্টি  কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেন ? কি ভাবে করবেন নিম্নে লক্ষ্য করুন-
এটিও পড়ুন -ব্লগস্পট ব্লগে পোষ্ট ভিউ কাউন্টার Plugin যোগ করুন সরল নিয়মে - নতুন !

কিভাবে টেবিল কন্টেন্ট

ডেমো - ডেমো দেখতে চাইলে এখানে ক্লিক করুন

Table Contents পেজের জন্য যা যা করতে হবে-

  •  প্রথমে Blogger এ লগ ইন করুন
  • তারপর Design গিয়ে  Edit HTMLক্লিক করুন
  • এরপর ]]></b:skin>লিখে সার্চ করুন
  • এরপর নিম্ন প্রদত্ত কোডটি ]]></b:skin> উপরে পেস্ট করুন
কোডটি হল-
/*--------MBT TOC-----*/
.judul-label{
background-color:#E5ECF9;
font-weight:bold;
line-height:1.4em;
margin-bottom:5px;
overflow:hidden;
white-space:nowrap;
vertical-align: baseline;
margin: 0 2px;
outline: none;
cursor: pointer;
text-decoration: none;
font: 14px/100% Arial, Helvetica, sans-serif;
padding: .5em 2em .55em;
text-shadow: 0 1px 1px rgba(0,0,0,.3);
-webkit-border-radius: .5em;
-moz-border-radius: .5em;
border-radius: .5em;
-webkit-box-shadow: 0 1px 2px rgba(0,0,0,.2);
-moz-box-shadow: 1px 1px 4px #AAAAAA;
box-shadow: 0 1px 2px rgba(0,0,0,.2);
color: #e9e9e9;
border: 2px solid white !important;
background: #6e6e6e;
background: -webkit-gradient(linear, left top, left bottom, from(#888), to(#575757));
background: -moz-linear-gradient(top,  #888,  #575757);
filter:  progid:DXImageTransform.Microsoft.gradient(startColorstr='#888888', endColorstr='#575757');
}
.data-list{
line-height:1.5em;
margin-left:5px;
margin-right:5px;
padding-left:15px;
padding-right:5px;
white-space:nowrap;
text-align:left;
font-family:"Arial",sans-serif;
font-size:12px;
}
.list-ganjil{
background-color:#F6F6F6;
}
.headactive{
    color: #fef4e9;
    border: 2px solid white !important;
    background: #1C8DFF;
    background: -webkit-gradient(linear, left top, left bottom, from(#9dc2e7), to(#438cd2));
    background: -moz-linear-gradient(top,  #9dc2e7#438cd2);
    filter:  progid:DXImageTransform.Microsoft.gradient(startColorstr='#9dc2e7', endColorstr='#438cd2');
}
  • এরপর টেম্পলেটিকে সেভ করুন। 
  • এরপর New Page অপশনে ক্লিক করুন
  • এরপর EDIT HTML মোডে ক্লিক করুন।
  • এরপর Blank পেজে নিচের কোডটি পেস্ট করুন

UPDATED কোডটি হল নিম্নরূপ-

<script src="http://abu-farhan.com/script/acctoc/daftarisiv2-pack.js"></script>
<script src="http://www.computerjajot.com/feeds/posts/summary?max-results=1000&amp;alt=json-in-script&amp;callback=loadtoc"></script>
<script type="text/javascript">
var accToc=true;
</script>
<script src="http://abu-farhan.com/script/acctoc/accordion-pack.js" type="text/javascript"></script>
নোট- http://www.computerjajot.com এর জায়গায় আপনার সাইটের URL টাইপ করুন। 
সবশেষে পেজটিকে পাবলিশ করুন। সমস্যা হলে কমেন্ট করুন। ধন্যবাদ।