Tuesday, September 8, 2015

মেমোরি ডিভাইস এর সম্পূর্ণ স্পেইস ব্যবহার না হওয়ার কারণ


সাধারণ ভাবে বলতে গেলে কম্পিউটার হার্ডডিস্ক (Hard Disk), মেমোরি কার্ড (Memory Card ),পেনড্রাইভ (Pendrive) ইত্যাদির সাথে আমরা বহুল পরিচিত। কিন্তু আপনারা একটি ব্যাপার কি লক্ষ্য করেছেন? আমরা যখন কোন memory device ক্রয় করি, তখন আমাদের সেই মেমরি ডিভাইস ( Memory Device ) এ যতটা স্পেস (Megabyte, Gigabyte) লেখা থাকে আমরা তার সম্পূর্ণ স্পেইস ব্যবহার করতে পারি না। 

যেমন, আমরা 320 GB Hard Disk এর মধ্যে ব্যবহার করতে পারি 298 GB। কখনো কি ভেবে দেখেছেন এই মেমোরি কোথায় যায়? আসুন জেনে নিই কেন আমরা আমাদের মেমরি ডিভাইসের সম্পূর্ণ স্পেইস (Space) ব্যবহার করতে পারি না? 
মেমোরি ডিভাইস, হার্ডডিস্ক টিপস


আমরা অনেকে জানি যে,
  • 1024Byte=1kilo Byte
  • 1024 MB = 1 GB এবং 
  • 1024 KB = 1MB
যারা জানেন না তাদের জন্য বলি, এই MB (megabyte), GB(Gigabyte) এসব হচ্ছে মেমোরি ইউনিট বা একক। ভরের একক যেমন গ্রাম, দৈর্ঘ্যর একক যেমন মিটার তেমন। (অথবা সময়ের একযেমন সেকেন্ড, মিনিট ) এখন এই যে 1024 MB = 1 GB ; 1024 KB = 1MB, এটা শুধু Software Side এর জন্য প্রযোজ্য। অর্থাৎ আমাদের মোবাইলে অথবা কম্পিউটারে এটাকে এভাবে হিসেব করা হয়। কিন্তু যেসব manufacturer company এসব memory device তৈরি করে তাদের কাছে হিসাবটা একটু অন্যরকম। তাদের মতে, 1 KB = 1000 byte 1 MB = 1000 KB 1 GB = 1000 MB 1 TB (Terabyte) = 1000 GB তাই আমরা যখন 320 GB Hard Disk এর কথা বলি এটি কিন্তু যারা তৈরি করেছে অর্থাৎ manufacturer company এর হিসেব। কিন্তু SOFTWARE এটিকে হিসেব করে, 320*1000*1000*1000/1024/1024/1024 = 298.024 GB ফলে ৩২০জিবি হার্ডডিস্কে আমরা Available Memory দেখি ২৯৮ জিবি। একই ভাবে 500 GB Hard Disk এর মধ্যে ব্যবহার করতে পারি, 500*1000*1000*1000/1024/1024/1024 = 465.661 GB. আশা করি সবাই বুঝতে পেরেছেন এই মেমোরি কিংবা স্পেস কম থাকার কারণ।
 
ম্পিউটার সম্পর্কিত মস্যা থাকলে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। আমাদের ফেসবুক্যান পেজে যোগ দিন নতুন নতুন থ্য পাবার জন্য।ন্যবাদ ...

Tuesday, September 2, 2014

কীভাবে আপনার মেমরি কার্ড পরিমাপ করবেন

মেমরি পরিমাপের এককঃ-

প্রত্যেহ আমরা কিছু না কিছু পরিমাপের করি। যেমন - সময় মাপতে গেলে সেকেন্ড ,মিনিট, ঘণ্টা , কিংবা উচ্চতা মাপতে গেলে - সেমি, মিটার, কিলোমিটার ইত্যাদি ব্যবহার করি। ঠিক ডিজিটাল যুগে আমাদের মেমেরি সমন্ধে জ্ঞান না থাকলে একটু বোকা বোকা লাগে। যেমন ধরুন - আপনি  আপনার মেমরি কার্ড গান লোড করতে কোন মোবাইল সপে গেলেন উনি আপনার ২ জিবি মেমেরি কার্ডে ১০০ গান আপলোড করে বলল, আপনার মেমরি কার্ডে আর গান ভরানো যাবে না। আপনার মেমরি সমন্ধে জ্ঞান না থাকলে আপনাকে তার কথাটাই মানতে হবে। এবার নিজের মেমরি কার্ড হিসেব করুন নিজে নিজে - ধরুন গড়ে একটি গান ৬ MB , মেমরি কার্ড আপনার ২ জিবি মানে ১০২৪x২=২০৪৮, অর্থাৎ মোট ২০৪৮ MB, এবার ২০৪৮ কে ৬ দ্বারা ভাগ করুন, তবে ভাগফল হল ৩৪১.৩৩ ( প্রায় )। তার মানে আপনার মেমরি কার্ডে কমকরে হলেও ৩০০ থেকে ৩৪০ গান ভরত। আর আপনাকে মাত্র ১০০ টি গান নিয়ে সন্তুষ্ট থাকতে হত। তবে দোকানদার আপনাকে কত বোকা বানাত। এবার জেনে নিই মেমরি পরিমাপের একক গুলি।  
মেমরি কার্ড

প্রসেসর বা ভার্চুয়াল স্টোরেজ(Processor or Virtual Storage)

  • 1 Bit = Binary Digit
  • 8 Bits = 1 Byte
  • 1024 Bytes = 1 Kilobyte
  • 1024 Kilobytes = 1 Megabyte
  • 1024 Megabytes = 1 Gigabyte
  • 1024 Gigabytes = 1 Terabyte
  • 1024 Terabytes = 1 Petabyte
  • 1024 Petabytes = 1 Exabyte
  • 1024 Exabytes = 1 Zettabyte
  • 1024 Zettabytes = 1 Yottabyte
  • 1024 Yottabytes = 1 Brontobyte
  • 1024 Brontobytes = 1 Geopbyt

ডিক্স স্টোরেজ (Disk Storage) 

  •  1 Bit = Binary Digit
  •   8 Bits = 1 Byte
  •   1000 Bytes = 1 Kilobyte
  •  1000 Kilobytes = 1 Megabyte
  •  1000 Megabytes = 1 Gigabyte
  •  1000 Gigabytes = 1 Terabyte
  •  1000 Terabytes = 1 Petabyte
  •  1000 Petabytes = 1 Exabyte
  •  1000 Exabytes = 1 Zettabyte
  •  1000 Zettabytes = 1 Yottabyte
  •  1000 Yottabytes = 1 Brontobyte
  •  1000 Brontobytes = 1 Geopby