SEO এর প্রাথমিক ধারনা পর্ব -১.
বন্ধুরা,
প্রীতি ও ভালোবাসা নিও। আজ আমি আপনাদের একটি ছোট্ট উপহার দিচ্ছি জানিনা আপনাদের কেমন লাগবে। তো বন্ধুরা আসুন শুরু করি।
ধারাবাহিক ভাবে সিইও(SEO) নিয়ে আলোচনা করতে। শুধু আমার সঙ্গে থাকুন।
এরপর টেম্পলেটটিকে সেভ করুন,ব্যাস কাজ শেষ। কিছু দিন পর দেখবেন এ সমস্যাটি দূর হয়ে গেছে ।
বন্ধুরা, তো আজ এখানেই ইতি টানছি। কেমন লাগলো জানাবেন, ভুল বা ত্রুটি হলে ভাল ভাবে আমাকে বলবেন দুঃখ
দিয়ে বলবেন না । আমি ভুল সংশোধন করার চেষ্টা করবো। আর এই পোস্ট টি আপনাদের
ভাল লাগলে একটি কমেন্ট করে জানাবেন । ভালো থাকুন সুস্থ থাকুন, ধব্যবাদ ।
বন্ধুরা,
প্রীতি ও ভালোবাসা নিও। আজ আমি আপনাদের একটি ছোট্ট উপহার দিচ্ছি জানিনা আপনাদের কেমন লাগবে। তো বন্ধুরা আসুন শুরু করি।
SEO(Search engine optimization) কি ?
SEO এর পুরো নাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন । অর্থাৎ আমরা যা ব্লগে লিখি তা সার্চ ইঞ্জিন কে বোঝানর উপযুক্ত প্রান্থাকে সহজ ভাষায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। আর এ জন্য আমাদের কঠোর পরিশ্রাম করা প্রয়োজন।আমরা যার ব্লগ লিখি তাদের জন্য SEO শেখা খুব জরুরি।আমি চেষ্টা করবোধারাবাহিক ভাবে সিইও(SEO) নিয়ে আলোচনা করতে। শুধু আমার সঙ্গে থাকুন।
কিভাবে ব্লগ পোস্ট কে সার্চ ইঞ্জিন তুলে ধরবেন ?
আপনি যখন আপনার ব্লগের পোস্ট টাইটেল দিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ করছেন তখন আপনি নিঃশ্চই আপনি আগে আপনার ব্লগ টাইটেল দেখতে পান তারপর পোস্ট টাইটেল। এটি দেখতে খুব বাজে লাগে তাইনা বলুনতো? তাছারা আপনার ব্লগ টাইটেল যদি বড়ো হয় তবে তো কথা শেষ ,আপনাকে আর পোস্ট টাইটেল পাঠককে দেখাতে পারবেন না, কেননা পাঠক শুধু আপনার টাইটেল দেখে আপনার ব্লগে প্রবেশ করবে না। যেমনটি হয়- তা নিচে ছবিতে দেখানো হল,আগে ব্লগ টাইটেল পরে ব্লগ পোস্ট টাইটেল।
কেনানা মোটামুটি ৬০ টি বর্ণের বেশি বর্ণ সার্চ ইঞ্জিনে একসাথে তুলে ধরতে পারে না।এজন্য আপনাকে কষ্ট করে নিচের কাজটুকু করতে হবে। তাহলে আর এ সমস্যায় ভুগতে হবে না।
পদ্ধতি নং-১। ব্লগার ড্যাশবোর্ড (Dashboard ) এ প্রবেশ করুন।
পদ্ধতি নং-২। এরপর টেম্পলেট (Template) এবং তারপর HTML ক্লিক করুন ।
পদ্ধতি নং-৩। এরপর Ctrl+F কীবোর্ড থেকে চাপুন এবং
এই লেখাটি (কপি পেস্ট ) লেখে সার্চ করুন ।
<title><data:blog.pageTitle/></title>
এই লেখাটি (কপি পেস্ট ) লেখে সার্চ করুন ।
পদ্ধতি নং-৩। তারপর নিচের লেখাটি কপি করে উক্ত লেখাটির উপরে পেস্ট করুন ।
<b:if cond='data:blog.pageType ==
"index"'>
<title><data:blog.title/></title> <b:else/>
<title><data:blog.pageName/> |
<data:blog.title/></title> </b:if>
এরপর টেম্পলেটটিকে সেভ করুন,ব্যাস কাজ শেষ। কিছু দিন পর দেখবেন এ সমস্যাটি দূর হয়ে গেছে ।
0 comments: