ব্লগ কি?
ব্লগ কথাটি সাধারণত "weblog" অথবা “web log” থেকে এসেছে। Weblog এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে Blog.ব্লগ হলো একটি অনলাইন ডাইরীর অনুরূপ। আমরা যেমন ডাইরীতে আমাদের মনের ভাব লিখে রাখি, ঠিক তেমনি অনলাইনে বা ওয়েবে লেখার নামই হলো ব্লগ। সাধারণত আমরা ব্যক্তিগত ডাইরীতে যেমন বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করি ঠিক তেমনি ব্লগিংও বিভিন্ন পছন্দের বিষয়ের উপর আমরা লিখতে পারি । ব্লগ যেকোন ভাষায় হতে পারে এর কোন বাধ্য নিয়ম নেই । একজন ব্যক্তি যেমন ডাইরীতে বাঁধাহীন বা স্বাধীন ভাবে লেখেন ঠিক তেমনি তার নিজস্ব ব্লগেও স্বাধীন ভাবে লিখতে পারেন।ব্লগার কি?
ব্লগার (Blogger) হচ্ছে সাধারণত একটি ওয়েবসাইট যার মধ্যে আমরা আমাদের লেখা প্রবন্ধ বা আর্টিকেল নিরবন্ধন করতে পারি। ব্লগার (Blogger) হচ্ছে একটি ব্লগ প্রকাশ সেবা কেন্দ্র যেখানে পাঠক ও লেখকের মধ্যে নিবির সম্পর্কের বন্ধন তৈরি হয়।একটি সমীক্ষা থেকে জানা যায় ১৯৯৭ সালে (1997) ডিসেম্বরে Jorn Barger প্রথম ব্লগ আবিস্কার করেন। এই ব্লগার পাইরা ল্যাবস (Pyra Labs) দ্বারা প্রতিষ্ঠীত ছিল। কিন্তু ২০০৩ সালে Google engine (সার্চ ইঞ্জিন) তা কিনে নেয়। আর এই ব্লগার এর ব্লগ বর্তমানে Google এর নিজস্ব সার্ভার থেকে পরিচালিত হয়। এবং এর ডোমেইন (Domain) হলো blogspot.com. এই ব্লগার এর মাধ্যমে এক বা একাধিক ব্যাক্তি ব্লগ তৈরি করতে পারবেন।নিম্নে কয়েকটি উল্লেখযোগ্য ব্লগ এর নাম ও সাল উল্লেখ করা হলঃ-
- LiveJournal (1999)
- DiaryLand (1999)
- Pitas (1999)
- Blogger (1999)
- Xanga (2000)
- Movable Type (2001) এবং
- Wordpress (2003).
ইতিমধ্যে সারাবিশ্বে কয়েকশ কোটি বিস্ময়কর ও সৃজনশীল ব্লগ তৈরি হয়েছে। আর কোটি কোটি ব্লগার তাদের ব্লগকে জনপ্রিয় করার জন্য আপ্রাণ পরিশ্রম করে যাচ্ছে । তারা কি আজ সকলেই সাফল্য? জানতে পরের পোস্ট এ চোখ রাখুন। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ।
As an enthusiastic collector, I recently explored Coveted, and I was truly impressed—it's a haven for aficionados of luxury watches. The Rolex Pepsi caught my attention with its fascinating legacy and unique design. Another highlight was the Rolex James Cameron, which beautifully merges eye-catching style with robust functionality—ideal for those who value both form and utility. The Omega Blue Side of the Moon left a lasting impression on me, showcasing a remarkable fusion of sophistication and innovation. Additionally, I was drawn to the Rolex Sprite, which radiates a contemporary vibe while upholding the esteemed Rolex craftsmanship. This website is certainly a go-to destination for anyone eager to enhance their watch collection!
ReplyDelete