Tuesday, September 2, 2014

নতুন জেনফোন ৫ বাজারে নিয়ে আসল অ্যাসুস

মোবাইল প্রিয় বন্ধুদের জন্য আমি এই পোষ্টি আলোচনা করছি । যারা এই মহুতে মোবাইল কিনতে চাচ্ছেন  তার অ্যাসুস জেনফোন ৫ মোবাইল সমন্ধে জেনে নিতে পারেন। যদি অ্যাসুস জেনফোন ৫ আপনার মনের মতো হয় কিংবা ভালো লাগে তবে কিনে নিতে পারেন। কেননা এই মহুরতে বাজারে ১০০০০ টাকার স্মার্টফোন নিয়ে এলো চিনের সংস্থা অ্যাসুস।

অ্যাসুস জেনফোন ৫

অ্যাসুস জেনফোন ৫

Asus ZenFone 5 ফিচারঃ-

  • ৫ ইঞ্চি ডিসপ্লে
  • OS অ্যানড্রয়েট 
  • ৪,৩,২ জিবি র‍্যাম
  • ইন্টারনাল মেমরি ৮ জিবি বা ১৬ জিবি 
  • মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বারানো যাবে।
  • ১.৬ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর
  • কানেকটিভিটি অপশন ২ জি, ৩ জি এবং ওয়াইফাই
  • ব্লু-টুথ ৪.০
  • পেছনে ৮ এমপি ক্যামেরা এবং সামনে ২ এমপি।
অন্যান্যঃ
  • Dual SIM, Dual Standby
  • High speed download up to 42Mbps, DC-HSPA+ and dual carrier,
  • Long battery life for all-day use
আরও বিস্তারিত  Asus ZenFone 5 সমন্ধে এখানে ক্লিক করে জেনে নিতে পারবেন।
এখুনি কিনতে চাইলে নিম্নে দেওয়া লিঙ্কগুলিতে ক্লিক করে কিনে নিতে পারেন।
এর পরের পোষ্টে আমি সাধারান ফোন, Windows ফোন ,OS অ্যানড্রয়েট ফোন, ওয়াইফাই এবং Online এ কোথায় থেকে কি কিনবেন ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করবো। সঙ্গে থাকেবন, ধন্যবাদ।  
Previous Post
Next Post

0 comments: