মোবাইল প্রিয় বন্ধুদের জন্য আমি এই পোষ্টি আলোচনা করছি । যারা এই মহুতে মোবাইল কিনতে চাচ্ছেন তার অ্যাসুস জেনফোন ৫ মোবাইল সমন্ধে জেনে নিতে পারেন। যদি অ্যাসুস জেনফোন ৫ আপনার মনের মতো হয় কিংবা ভালো লাগে তবে কিনে নিতে পারেন। কেননা এই মহুরতে বাজারে ১০০০০ টাকার স্মার্টফোন নিয়ে এলো চিনের সংস্থা অ্যাসুস।
অ্যাসুস জেনফোন ৫
Asus ZenFone 5 ফিচারঃ-- ৫ ইঞ্চি ডিসপ্লে
- OS অ্যানড্রয়েট
- ৪,৩,২ জিবি র্যাম
- ইন্টারনাল মেমরি ৮ জিবি বা ১৬ জিবি
- মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বারানো যাবে।
- ১.৬ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর
- কানেকটিভিটি অপশন ২ জি, ৩ জি এবং ওয়াইফাই
- ব্লু-টুথ ৪.০
- পেছনে ৮ এমপি ক্যামেরা এবং সামনে ২ এমপি।
অন্যান্যঃ
- Dual SIM, Dual Standby
- High speed download up to 42Mbps, DC-HSPA+ and dual carrier,
- Long battery life for all-day use
এখুনি কিনতে চাইলে নিম্নে দেওয়া লিঙ্কগুলিতে ক্লিক করে কিনে নিতে পারেন।
এর পরের পোষ্টে আমি সাধারান ফোন, Windows ফোন ,OS অ্যানড্রয়েট ফোন, ওয়াইফাই এবং Online এ কোথায় থেকে কি কিনবেন ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করবো। সঙ্গে থাকেবন, ধন্যবাদ।
0 comments: