Wednesday, September 3, 2014

সফটওয়্যার ছারাই Backup করে নিন ব্লগস্পট ব্লগকে

ব্যাকআপ কি?

Backup(ব্যাকআপ) বলতে সাধারন বোঝায় মূল ডাটা থেকে এক বা একাধিক কপি তৈরি করা (অর্থাৎ ডুপ্লিকেট কপি)। যদি কখনো মূল ডাটা (Main Copy) নষ্ট বা হারিয়ে যায়, বা ব্যবহারের অযোগ্য হয়ে পরে তখন ব্যাকআপ থেকে ডাটা নিয়ে পুনরায় কাজ করা যায়। ইউজার ব্যাকআপ রাখার জন্য তার কম্পিউটারের হার্ড ড্রাইভ,ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, সিডি ড্রাইভ অথবা অনলাইন ড্রাইভ ব্যবহার করা যেতে পারে। 

ব্লগকে কেন ব্যাকআপ করবেন?

অনেক সময় দেখা যায় ভুল করে হয়তো নিজে অজান্তে ব্লগ ডিলিট কিংবা ব্লগ হ্যাক হলে বা সিস্টেমের গোলযোগ হলে, ব্লগ হারিয়ে যেতে পারে। কেননা  ব্লগ হচ্ছে আমাদের অনেক মেহনতের ফল। এটি যদি কোন কারনে হারিয়ে ফেলি তবে দুঃখের সীমা থাকেনা। সে জন্য আমাদের ব্লগকে সপ্তাহে কিংবা মাসে একবার হলেও ব্যাকআপ করে রাখা দরকার।

কীভাবে ব্লগস্পট ব্লগকে Backup করবেন?

স্টেপ- ১।
ব্লগ অ্যাকাউন্ট এ লগইন করুন।
স্টেপ-২।
ব্লগ টিকে সিলেক্ট করে Dashboard প্রবেশ করুন। নিচের ছবিটির মতো দেখতে পাবেন-
ব্লগ Backup
স্টেপ-৩।
এরপর Dashboard থেকে Setting অপশনটিতে ক্লিক করুন এবং তারপর Others অপশনে ক্লিক করুন। নিচের ছবিটির মতো দেখতে পাবেন।

ব্লগ Backup
স্টেপ-৪।
এরপর Export Blog অপশনটিতে ক্লিক করুন। Export Blog অপশনটিতে ক্লিক করলে নিচের ছবিটি দেখতে পাবেন।


ব্লগ Backup

এরপর Download Blog অপশনটিতে ক্লিক করুন।Download Blog  অপশনটিতে ক্লিক করলে আপনার ব্লগটি ডাউনলোড হবে। তারপর ডাউনলোড কৃত ফাইলটিকে পেনড্রাইভ কিংবা হার্ডড্রাইভে কিংবা আপনার পছন্দ মতো জায়গায় রেখে দিন।
Previous Post
Next Post

0 comments: