Monday, October 20, 2014

কিভাবে রাইট প্রটেক্টেড পেনড্রাইভ রাইট-ডিলিট করবেন

Remove write protection from a USB key via the the Registry

পেনড্রাইভে

ডাটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিয়ে যাবার জন্য পেন ড্রাইভ ব্যবহার করা হয়। ডাটা ট্র্যাভেলর হিসেবে পেন ড্রাইভের জুরি নেই। কিন্তু অনেক সময় ডেটা রাইট কিংবা ডিলিট করতে গিয়ে the disk is write protected ম্যাসেজ দেখায়। তখন আর পেন ড্রাইভে রাইট কিংবা ডিলিট করা যায় না। এমনও হতে পারে যে চেষ্টা করেও ফরমেট করা যায় না। এ সমস্যা দূর করার জন্য এই পোস্ট শেয়ার করছি।

প্রটেক্টেড পেনড্রাইভে রাইট

যে ভাবে রাইট প্রটেক্ট রিমুভ করবেন 


  • প্রথমে Start মেনু থেকে Run প্রবেশ করুন এবং regedit লিখে এন্টার চাপুন। 
  • অথবা Win+R চেপে regedit লিখুন।
  • তারপর নিচের দেওয়া নির্দেশ (path) অনুসরণ করুন।
  • HKEY_LOCAL_MACHINE >> SYSTEM >> CurrentControlSet >> Control >> StorageDevicePolicies
  • এরপর WriteProtect অপশনে ডবল ক্লিক করুন Value বক্সে 0 (শূন্য) লিখুন। এবং OK তে ক্লিক করুন।

প্রটেক্টেড পেনড্রাইভে রাইট

এরপর কম্পিউটারটি Restart করুন। এবং পুনরায় USB পেন ড্রাইভ কানেক্ট করুন আর উপভগ করুন আপনার পেনড্রাইভ রাইট কিংবা ডিলিট করার মজা। 
সমস্যা ও সমাধানঃ-

লিঙ্কে ক্লিক করার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন এবং ডান দিকের উপরে লেখা SKIP AD অপশন টিতে ক্লিক করুন। আপনার কাংখিত সাইটে পৌঁছে যাবেন। ভালো লাগলে শেয়ার করুন। আপনার কোন মন্তব্য বা সমস্যা হলে সমস্যা ও সমাধান বিভাগে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। ধন্যবাদ
Previous Post
Next Post