Tuesday, October 7, 2014

লাইক ও শেয়ার করে প্রতি মাসে আয় করুন ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্ক সাইটে

সোশ্যাল নেটওয়ার্ক সাইট মানে সধারন অর্থে বন্ধু - বান্ধবি,পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে কথোপকথন বা আলাপ আলোচনা বা কোন কিছু শেয়ার বা লাইক করা। কিন্ত এই সোশ্যাল নেটওয়ার্ক যদি আমাদের টাকা আয়ের উৎস হয় তবে ব্যপারটি খুব মজার হয় তাইনা। আজ আমি সেরকমই একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট এর কথা আপনাদের সাথে শেয়ার করছি। কথাটি অবিশ্বাস হলেও সত্যি। সত্যি মনে নাহলে নিজেও একবার পরখ করে দেখতে পারেন। অবিশ্বাস করার অনেক কারন আছে কেননা অনেক ওয়েব সাইটে কাজ করে অনেকে প্রতারিত হয়েছে। আমিও এই ওয়েব সাইটে কাজ করি বলেই আপনাদের সাথে শেয়ার করলাম।
সোশ্যাল নেটওয়ার্ক

কি কি সুবিধা পাবেন এখানে?


  1.  প্রতিদিন লগ ইন করে  ইনকাম  $০.২৫ ।
  2. Paypal, পাইজা অথবা ডাইরেক্ট Payoneer মাস্টার কার্ড এ টাকা তুলতে পারবেন ।
  3. ৩০ ডলার জমা হলে , তারা আপনাকে পে করবে ।
  4. যত ভিউ, টিউমেন্ট আর লাইক হবে, এই সাইট আপনাকে প্রতিটিতে ১ সেন্ট করে দিবে ।
  5. আপনার ফ্রেন্ড একাউন্ট লগইন করলে ও আপনি পাবেন ০.২৫ usd ।
  6. আপনার ফ্রেন্ড এর ফ্রেন্ড এর লগ ইন করলে পাবেন ০.১০ usd ।
  7. রেফারেল লিঙ্ক আয়ের সুবিধা রয়েছে।
  8. রেফেরেল এর রেফারেল লিঙ্ক থেকেও আয়ের সুবিধা রয়েছে।
জয়েন্ট করলে আরও অনেক সুবিধা পাবেন। এটি একদম ফেসবুকের মতো, বিধায় যে কোন ব্যক্তির কাজ করতে অসুবিধে হবে না। এখুনি বিনামূল্যে রেজিস্টার করুন ,ফ্রিতে বন্ধুদের সাথে চ্যাট, ফটো শেয়ার, কমেন্ট করুন আর মাসের শেষে টাকা কামিয়ে নিন

কিভাবে বিনামূল্যে রেজিস্টার করবেন?

  1. প্রথমে এখানে ক্লিক করুন। 
  2. আপনার নাম ইমেল ID দিন ।
  3. আপনার ইমেল লগ ইন করে ইমেলটি ওপেন করুন এবং মেইল লিংক এ ক্লিক করে আপনার একাউন্ট টি একটিভ করুন  এবং
  4. এবার আপনার একাউন্ট এ লগ ইন করুন । 
 রেজিষ্ট্রেশন পর যা করতে হবে-
অ্যাকাউন্ট এ লগইন (এখানে ক্লিক করেও লগইন করতে পারেন) অবস্থায় বাম দিকে নিচের দিকের ”Gas -World ” এ ক্লিক করুন , ক্লিক করার পর ”Active ” লিখা দেখবেন , এখানে ক্লিক করে একটিভ করে নিন । আপনার ইনকাম করা শেয়ার বালেন্স দেখার জন্য ক্লিক করুন Gasworld তারপর Weboffice এ ক্লিক করুন। প্রতিদিন লগ ইন করার জন্য পাবেন ১টা করে শেয়ার আর শেয়ার মনে আপনার টাকা আয় তাই প্রতিদিন লগ ইন করা থেকে মিস দিবেননা।

আপনার রেফারেলে জয়েন করলে, অর্থাৎ প্রতি ৫ জন বন্দুকে জয়েন করানোর জন্য পাবেন ১ ”Gas share ” ১ ”Gas share ” এর দাম হলো $৩৩.৮৪ usd ।
নিম্নে শেয়ারের তালিকা দেওয়া হল-
level 1 5 Invitees 1 GAS share
level 2 25 Invitees 5 GAS share
level 3 125 Invitees 25 GAS share
level 4 625 Invitees 125 GAS share
level 5 3 125 Invitees 625 GAS share
level 6 15 625 Invitees 3 125 GAS share
level 7 78 125 Invitees 15 625 GAS share
Total 19.531 GAS share 

কিভাবে আয় বাড়াবেন?

রেফারেল না করতে পারলেও দুঃখ নেই প্রতিদিন এক বার করে লগইন করুন। ইনকাম অর্থাৎ আয় বাড়াতে চাইলে আপনার যারা ফ্রেন্ডস আছে তাদের পোস্ট, ফটো, গুলতে লাইক দিন এবং কমেন্ট করুন। তারাও আপনার পোস্ট, এবং ফটোতে লাইক ও কমেন্টস করবে এতে আপনার ইনকাম ও তারাতারি বাড়বে । 

ভালো লাগলে শেয়ার করুন আপনার কোন মন্তব্য বা সমস্যা হলে সমস্যা ও সমাধান বিভাগে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। ধন্যবাদ

Previous Post
Next Post