লোগো কি এবং কেন ?
সাধারণত লোগো বলতে কোন প্রতিষ্ঠানের প্রতীক বা সাংকেতিক চিহ্ন বোঝায় । সেটি হতে পারে কোন বিশেষ ছবি কিংবা কোন অক্ষর বা চিহ্ন । বিভিন্ন কাজের তাগিদে যেমন- অয়েব সাইট
বানাতে কিংবা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য লোগো বানানোর প্রয়োজন পরে। আর লোগো
বানানোর জন্য প্রয়োজন অভিজ্ঞ কোন ব্যক্তির। আপনি লোগো বানাতে চাইলে আপনাকে ভালো কোন প্রতিষ্ঠান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন । তার
জন্য আপনাকে অনেক সময় অপব্যায় এবং অনেক টাকা গচ্ছা দিতে হয়। আজ আমি আপনাদের একটি
সুন্দর লোগো আঁকার অয়েব সাইট শেয়ার করছি,Free
Logos সাইটে যে কেউ অভিজ্ঞতা ছারাই খুব
অল্প সময়ে সহজে লোগো তৈরি করতে পারবে। Free
Logos অয়েব সাইটে আপনি পাবেন ৩০০ টিরও বেশি উনিক লোগো
ডিজাইন যা আপনার পছন্দ হবেই। বিভিন্ন স্টাইলের লেখা শেডো অ্যানিমেশন ইত্যাদি এরকম আরও অধিক সুবিধা পাবেন, তবে আর দেরি নাকরে এক্ষুনি অনলাইনে লোগো বানিয়ে ডাউনলোড করে নিন।
ওয়েবসাইট – FreeLogos অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে প্রবেশ করুন।
কীভাবে লোগো আঁকাবেন?
- প্রথমে FreeLogos সাইটে যান।
- এরপর আপনার পছন্দ মতো লোগোর থিম পছন্দ করুন।
- এরপর আপনার টেক্সট টাইপ করুন।
- এরপর আপনার পছন্দ মতো সেটিংস পরিবর্তন করে নিতে পারন।
- তারপর Create Logo অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার তৈরি করা লোগোটি ডাউনলোড করে নিন।
- এরপর তৈরি করা লোগো যেখানে খুশি ব্যবহার করুন।