বন্ধুরা, আন্তরিক প্রীতি ও শুভেছা রইল, আশা করি সকলেই ভালোই আছেন। উচ্চ
মাধ্যমিক বন্ধুদের সামনে HS পরীক্ষা । আর পরীক্ষার জন্যই হয়তো অনেকে
টেনশনে আছেন। উচ্চ মাধ্যমিকে পড়ুয়া অনেক বন্ধু আমাকে ২০১৫ সালের West
Bengal Council of Higher Secondary Education বোর্ডের পরীক্ষার রুটিন
নিয়ে পোস্ট করতে অনুরোধ করেছেন। তাই তাদের কথা মাথায় রেখেই এই পোস্ট। উচ্চ
মাধ্যমিক পরীক্ষার্থী সকল বন্ধুদের আমার পক্ষ ও
কম্পিউটার জগৎ এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেছা ও ভালবাশা রইল।
তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা করি। তোমরা আমাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ ও
প্রশ্ন করার জন্য অনেক অনেক ধ্যনবাদ।
নিম্নে উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রিদের জন্য নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার রুটিন (West Bengal Council of Higher Secondary Education) দেওয়া হল-
*** সময় সকাল ১০ টা থেকে দুপুর ১.১৫ টা (Source:www.wbchse.nic.in)
অফিশিয়াল ওয়েব সাইট -http://wbchse.nic.in
সম্পূর্ণ HS Exam প্রোগ্রাম - এখান ক্লিক করে ডাউনলোড করুন।(New Syllabus)
সম্পূর্ণ HS Exam প্রোগ্রাম - এখানে ক্লিক করে ডাউনলোড করুন।(Old Syllabus)
West Bengal Council of Higher Secondary Education (HS) পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল অয়েব সাইটে http://wbchse.nic.in খোঁজ নিন।
নিম্নে উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রিদের জন্য নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার রুটিন (West Bengal Council of Higher Secondary Education) দেওয়া হল-
তারিখ বার বিষয়
১৩-০৩-২০১৫ শুক্রবার বাংলা
১৬-০৩-২০১৫ সোমবার ইংরেজি
১৮-০৩-২০১৫ বুধবার পদার্থ , পুষ্টিবিদ্যা , এডুকেশন
২০-০৩-২০১৫ শুক্রবার ভূগোল
২৩-০৩-২০১৫ সোমবার রসায়ন, অর্থনীতি , সংস্কৃত
২৫-০৩-২০১৫ বুধবার গণিত, ইতিহাস
২৭-০৩-২০১৫ শুক্রবার জীববিদ্যা , রাষ্ট্র বিজ্ঞান
২৮-০৩-২০১৫ শনিবার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন
৩০-০৩-২০১৫ সোমবার সমাজ বিদ্যা, দর্শন
*** সময় সকাল ১০ টা থেকে দুপুর ১.১৫ টা (Source:www.wbchse.nic.in)
অফিশিয়াল ওয়েব সাইট -http://wbchse.nic.in
সম্পূর্ণ HS Exam প্রোগ্রাম - এখান ক্লিক করে ডাউনলোড করুন।(New Syllabus)
সম্পূর্ণ HS Exam প্রোগ্রাম - এখানে ক্লিক করে ডাউনলোড করুন।(Old Syllabus)
West Bengal Council of Higher Secondary Education (HS) পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল অয়েব সাইটে http://wbchse.nic.in খোঁজ নিন।