অ্যানিমেশন কি?
অ্যানিমেশন শব্দটি সাথে ডিজিটাল যুগে কমবেশি সকলেরই পরিচিত। তবু সংক্ষিপ্ত আলোচনা করছি- অনেকের কাছেই এখনোও Animation আক্ষরিক অর্থটি কিন্তু অজানা। তাই এখনো অনেকেই ভাবে অ্যানিমেশন মানে শুধুই কার্টুন (cartoon)। আবার কেউ কেউ ভাবে অ্যানিমেশন মানে বুঝি কিছু ‘স্পেশাল ইফেক্টস’। সহজ কথায় বলতে গেলে কল্পনার আশ্রয়ে বা কোন ব্যক্তির চরিত্র অবলম্বনে যে কোন বিষয়কে চিত্রের মাধ্যমে গতিশীল, জীবন্ত করে ফুটিয়ে তোলাকেই এক কথায় অ্যানিমেশন বলে। কম্পিউটার অ্যানিমেশন জিনিসটি অনেক বেশি প্রযুক্তিনির্ভর। এক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে অনলাইনে বা অফলাইনে অ্যানিমেশন তৈরি করা হয়। চলুন শিখে নিই কিভাবে অনলাইনে সহজ ও সরল উপায়ে Registation ছারাই Animation বানানো যায়।
প্রথম ধাপ-
প্রথমে www.gifmaker.me প্রবেশ করুন কিংবা এখানে ক্লিক করে প্রবেশ করুন। নিচের ছবিটি লক্ষ করুন।
দ্বিতীয় ধাপ-
এরপর Upload Image এ ক্লিক করে দুই থেকে তিনটি ছবি আপলোড করুন এবং ডান দিকের অবস্থিত Control Panel থেকে Setteing নির্ধারণ।
তৃতীয় ধাপ-
এরপর Create New এক ক্লিক করুন। তারপর Download the GIF image now এ ক্লিক করে আপনার কম্পিউটারে ডাউনলোড করে নিন।
অসুবিধে হলে কমেন্ট করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।