Sunday, November 30, 2014

ফ্রিতে বানিয়ে নিন Pricate policy আপনার Blogger / WordPress ব্লগে

Pricate policy হচ্ছে একটি সাইট কিংবা ব্লগের বিস্তারিত তথ্য একটি পেজে উপস্থাপন করা। Privacy Policy থেকে একজন সাইট ভিজিটর সাইটের  এড নেটওয়ার্ক , ব্লগারের বা রাইটারের পরিচয় ও অন্যান্য বিস্তারিত ইনফর্মেশন জানতে পারে এতে সাইটের বিশ্বাস জগ্যতাও প্রাধান্য পায় । বিশেষ করে গুগল অ্যাডসেন্স এপ্রুভ পেতে হলে সাইটের মধ্যে Privacy Policy থাকা খুবই জরুরী। আমরা চাইলে Privacy Policy নিজারাই তৈরি করতে পারি। কিন্তু সেটি গুণগত মান সম্পূর্ণ না হতে পারে। আজ আপনাদের জন্য আমি একটি সুন্দর গুণগত মান সম্পূর্ণ Privacy Policy তৈরি করার সাইট শেয়ার করছি। আপনি আপনার Blogspot Blog কিংবা WordPress ব্লগেও Privacy Policy যোগ করে নিতে পারেন। SerpRank.com আপনাকে সম্পূর্ণ ফ্রীতে একমিনিটে আপনার ব্লগের জন্য Pricate policy তৈরি করে দেবে।

Pricate policy

কীভাবে Pricate policy বানাবেন?

  • প্রথেমে SerpRank থেকে privacy policy generator পেজে যান।
  • পেজটি আপনার সাইটের URL এবং Email Address চাইবে।
  • আপনার ব্লগের জন্য cookies ব্যবহার করতে চাইলে Yes, we use cookies ক্লিক করুন।
  • এরপর advertiser ইনফর্মেশন অপশনে ক্লিক করুন।

Pricate policy
  • সম্পূর্ণ ফর্ম ফিলাপ করার পর Crete my Privacy policy তে ক্লিক করুন। আপনার ব্লগের Privacy policy তৈরি হয়ে গেছেএখন তৈরি হওয়া ইনফর্মেশন টি বা text document কপি করে আপনার ব্লগ পেজে পেস্ট করুন।

 কীভাবে ব্লগ পেজে Pricate policy যোগ করবেন?

  • প্রথমে আপনার ব্লগে লগ ইন করুন
  • তারপর Blogger Dashboard যান।
  • এরপর  Pages ক্লিক করে Add New এ ক্লিক করুন।
  •  ফাঁকা পেজে তৈরি হওয়া Pricate policy পেস্ট করুন। এবং পেজের টাইটেল Privacy Policy লিখুন।
  • এরপর পেজটিকে Publish করুন।
 পড়ুন- কীভাবে HTML বা Javascript Codes ব্লগ পোস্টে ডাইনামিক ভাবে ভিউ করবে
ব্যাস এবার আপনার Pricate policy  তৈরি হয়ে গেছে। কম্পিউটার জগৎ ব্লগের Pricate policy  দেখতে এখানে ক্লিক করুন।
Previous Post
Next Post