Sunday, November 30, 2014

কীভাবে DOS এ কপি পেস্ট করবেন - একটি দুর্দান্ত টিপস

Disk Operating System (DOS) কে বর্তমানে আমরা কম্যান্ড প্রম্পট (Command prompt) হিসেবেই জানি। সাধারণত Command Prompt (DOS) এ ডিফল্ট Windows এ কপি পেস্ট করা যায় না। Command Prompt আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজের পরিসরে খুবই কাজে লাগে এবং কপি পেস্ট করার ও প্রয়োজন হয়। এক্ষেত্রে কপি পেস্ট না করতে পেরে আমরা তখন কীবোর্ড এর দ্বারা টাইপ করি ,এতে অনেক সময় অপচয় হয়। এই পোস্টে আমরা শিখবো- কীভাবে DOS (Command Prompt) এ কপি পেস্ট করা যায়। এর আগের পোস্টে অনেক বার DOS নিয়ে আলোচনা করা হয়েছে তাই এ নিয়ে আর বিশেষ কিছু লিখছি না। চলুন এবার শিখে নেওয়া যাক।
এটিও পড়ুন -DOS কি? এসো নিজে নিজে DOS শিখি

কীভাবে DOS এ কপি পেস্ট করবেন?

  • প্রথমে Command Prompt বা DOS ওপেন করুন। অথবা
  • RUN কম্যান্ড বক্সে CMD টাইপ করে DOS ওপেন করুন।
  • Command Prompt  এর টাইটেল বারে মাউসের রাইট  ক্লিক করে Properties এ যান। নিচের ছবিটি লক্ষ্য করতে পারেন।

Disk Operating System
  • এরপর Pop up Window থেকে  Edit Options এর অন্তর্গত Quick Edit Mode অপশনে  ক্লিক করুন। তারপর OK বতামে ক্লিক করুন।
  • ব্যাস সবকিছুই কমপ্লিট । এখন যেকোন জায়গার কপি করা অংশ (CTRL+C) Command Prompt (DOS) পেস্ট করুন মাউসের রাইট বতাম ক্লিক করে।
নোট - মাউসের রাইট বতাম ক্লিক করলেই পূর্বের কপি করা অংশ টি পেস্ট হবে।
এখন এখানেই। কোন অসুবিধে হলে কমেন্ট করুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন ধ্যন্যবাদ।
Previous Post
Next Post