Wednesday, November 19, 2014

কতগুলি গুরুত্বপূর্ণ Web Browsing টিপস না জানলে পিছিয়ে পড়তে হয়

আমরা বিভিন্ন সাইট ও বিভিন্ন ব্লগে কম্পিউটার সম্পর্কিত, ব্লগ সম্পর্কিত ইত্যাদি ইতাদি অনেক টিপস পেলেও কিন্তু  Web Browsing সম্পর্কিত টিপস প্রায়ই পাওয়া যায় না। তাই কম্পিউটার জগত পাঠকদের কথা মাথায় রেখে আজ আমি Web Browsing সম্পর্কিত একটি আর্টিকেল লিখলাম। আশা করি কম্পিউটার জগত পাঠকদের ভালো লাগবে। কেননা আপনাদের অসীম অনুপেরনা ও ভালো বাশা পেয়েই তিলে তিলে গড়ে উঠা আজকের এই তথ্য প্রযুক্তির কম্পিউটার জগত। আপনারা আমার পাশে থাকুন আমি সর্বদা নতুন ও আপডেট আর্টিকেল উপহার দিয়ে আপনাকে সবার থেকে আগে অর্থাৎ প্রথম সারিতে নিয়ে যেতে সাহায্য করবো। তবে এবার দেখে নিই কয়েকটি না জানা Web Browsing Tricks।

কীভাবে অটোমেটিক WWW ও .COM যুক্ত করবেন ?

অটোম্যাটিক ভাবে আপনার ওয়েব ব্রাউজার অ্যাড্রেস বারে Ctrl + Enter চেপে www. এবং .com সহজে যুক্ত করা যায়। এতে আপনার অনেক সময় সাশ্রয় হবে। এছারা বন্ধুকে বা সহ-কর্মীকে গোলোক ধাঁধা লাগানোর মতো একটি সহজ কাজ। এখন প্রশ্ন হল কীভাবে? প্রথমে আপনি আপনার ওয়েব ব্রাউজারে শুধু সাইট নেম টাইপ করুন তারপর একসঙ্গে CTRL+Enter চাপুন। ব্যাস এবার দেখুন আপনার ওয়েব সাইট খুলে গেছে। মজিলা ফায়ার ফক্স ব্রাউজারে এক সঙ্গে CTRL+SHIFT+ENTER চাপলে সাইট নেম এর পরে .org আসে।
Web Browsing টিপস

কীভাবে এক ক্লিকে অ্যাড্রেস বারে যাবেন ?

আপনি আপনার অয়েব পেজের যেখানেই থাকুন না কেন ?  আপনি চাইলেই এক ক্লিকে মাউস ছারাই ব্রাউজারের অ্যাড্রেস বারে পৌঁছে যেতে পারেন। তার জন্য আপনাকে CTRL + L কিংবা F6  কিংবা ALT + D চেপতে হবে। তবে আর দেরি কিসের এক বার ট্রাই করে দেখুন।
Web Browsing টিপস

কীভাবে ব্রাউজার থেকে সদ্য ক্লোজ হওয়া ওয়েব সাইট পুনরায় পাবে?

অনেক সময় কাজ করতে গিয়ে অজান্তেই অয়েব সাইট ক্লোজ বা বন্ধ হয়ে যায় তখন আমরা সমস্যায় পরি। কোন পেজে ছিলাম কি করছিলাম তা জানা নাও থাকতে পারে। যদি আপনি একসাথে তিন থেকে চারটি অয়েব পেজ খুলে থাকেন তবে এই সমস্যাটিই হয় । এ সমস্যা দূর করতে আপনি CTRL + Shift + T চাপুন আর পুনরায় ফিরে পান সদ্য বন্ধ হওয়া অয়েব পেজ।

গোপন রাখুন আপনি কি ব্রাউজ বা সার্ফ করলেন ?

এটি সম্পূর্ণ একটি Private Browsing  এখনে আপনার ব্রাউজার আপনার সার্চ হিস্টোরি , ডাউনলোড হিস্টোরি , web form history, cookies, or temporary internet files কোন কিছু স্টোরে রাখবে না সম্পূর্ণ ভাবে কাজ করার পর মুছে যাবে । অতএব আপনি চাইলে আপনার বন্ধুর কম্পিউটারে কি সার্ফ করলেন আপনার বন্ধু তা টেরও পেল না। Private Browsing গুগল Chrome এর জন্য CTRL + Shift + N চাপুন এবং CTRL + Shift + P চাপুন Firefox এবং Internet Explorer জন্য । তবে এবার থেকে বন্ধুর কম্পিউটারে Private Browsing ছারা অন্য কোন Browsing নয়। কি তাইতো ?

চক্রাকারে কীভাবে ব্রাউজার TAB পরিবর্তন করবেন ?

অনেক সময় আমাদের অনেক গুলি অয়েব পেজ ওপেন থাকলে এক TAB থেকে অন্য TAB ট্যাবে যেতে হলে মাউস ক্লিক করে তা পরিবর্তন করতে হয়। এবার দেখবো কীভাবে ব্রাউজারের এক ক্লিকে ট্যাব পরিবর্তন করা যায় । তার জন্য আপনি CTRL + TAB চাপুন দেখবেন এক ট্যাব থেকে অন্য ট্যাবে অটোম্যাটিক চলে যাচ্ছে। এটি আপনি নাম্বার কী ব্যবহার করেও করতে পারেন যেমন -CTRL + NUM (1, 2, 3, 4, n..)।
বন্ধুরা, এখন এখানেই । তবে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। অসুবিধে হলে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ ও ভালো থাকুন ধন্যবাদ। 

 
Previous Post
Next Post