Saturday, December 6, 2014

ভ্রমণ করবেন ভবছেন ? হোটেল ফ্লাইট বুকিং থেকে সবকিছুই এখন সহজ

চলুন একটু বিদেশে কিংবা নিজের দেশের বিভিন্ন জায়গায় একঘেয়াম জীবন কাটিয়ে বাইরে ঘুরে আসি। গুণীজনরা বলেন - ঘুরলে মন-প্রাণ সতেজ ও ভালো হয়। একদিকে ভ্রমণ শিক্ষার একটি গুরুত্ব পূর্ণ অঙ্গ।
তাই আমাদের সকলের উচিৎ কঠিন ব্যস্ততা কাটিয়ে বছরে একবার হলেও ঘুরে আশা দরকার। কম্পিউটার জগত অনেক পাঠকের অনুরধে এই পোস্টি লেখা। তারা অনেকেই কম্পিউটার জগতে eMail করে ভালো একটি ভ্রমণ সাইটের কথা জানতে চেয়েছেন।
Flight and hotel

 দেশ বিদেশ যারা ঘুরতে ভালবাশেন তাদের জন্য আমি একটি দুর্দান্ত সাইটের কথা আপনাদের সাথে শেয়ার করছি। এই সাইট থেকে আপনি হোটেল বুকিং থেকে শুরু করে Flights টিকিট পর্যন্ত বুক করতে পারবেন। এখানে দেশি-বিদেশি কম দাম থেকে বেশি দাম অর্থাৎ ভি আই পি (VIP) ক্যাটাগরি পর্যন্ত হোটেল বুক করতে পারবে। প্রয়োজনে হোটেল বুকিং ও Flights বুকিং বাতিল করতে পারবেন। আরেকটি মজার ব্যাপার হলো এই সাইটে আপনি বিভিন্ন রকম ফেস্টিভ্যাল অফার বা ছার পেতে পারেন। এছাড়াও আপনি যে কোন দেশের হোটেল কিংবা Flights নিজের দেশের টাকায় কিংবা ডলার দিয়ে বুকিং করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকম সুবিধে পাবেন। ভ্রমন কথাটি মাথায় আসলেই ভ্রমণ বিষয়ক কবিতা কবি তারাপদ রায়ের ভ্রমণ কাহিনী কবিতাটি আমার মনে খুব সারে ফেলে। তাই নিম্নে কবিতাটি তুলে ধরলাম।
ভ্রমণ কাহিনী – তারাপদ রায়
 শেষবার নামার আগে সমস্ত জিনিস পত্রগুলি
তালিকা মিলিয়ে নিতে হবে, এবার ভ্রমণকালে
প্রচুর সংগ্রহ হ’লো, মিনে-করা আগ্রার ফুলদানি।
জরির চপ্পল, দ্রুতগামী মেল ট্রেনে সচকিত
ভ্রূ-পল্লব, কী-কী ফেলে গেলে বাড়ি ফিরে দু:খ হবে?
যে আমগাছের ছায়া সঙ্গে নিয়ে আসা অসম্ভব
তা-ও বুঝি অজানিত হোল্ড-অলে বাঁধা হয়েছিলো,
আমগাছের ছায়ার ওজন জানা নেই, তাই করলে
বুকিং সম্ভব নয়, ভ্রূ-ভঙ্গির কুলি ভাড়া নেই।

সাইটির নাম হল World Travel চাইলে একবার ঘুরে আসতে পারেন। কিংবা নিচের দেওয়া ইমেজে ক্লিক করেও ঘুরে আসতে পারেন।
এটিও পড়ুন- খুব সহজে শিখুন ছোটদের শিক্ষা মূলক সফটওয়্যার লোগো

আজ এখানেই! বছরের শেষ মহুরতে একবার ঘুরে আসুন নিজের পছন্দ মতো জায়গায়। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।
Previous Post
Next Post