Friday, January 30, 2015

কিভাবে ব্লগে বা সাইটে Contact Form যুক্ত করবেন ? Source কোড সহ

আজ আমি ব্লগ বা সাইট ডেভেলপার জন্য দুর্দান্ত একটি Contact ফর্ম এর সোর্স কোড শেয়ার করছি। আপনার যারা ব্লগ বা সাইট বানান, আপনি যেই সিএমএস CMS ইউস করুন না কেন? আপনি চাইলে সহজেই আপনার সাইটে বা ব্লগে যোগাযোগের ফর্ম ( Contact Form ) যুক্ত করতে পারেন। জুমলা Joomla, ওয়ার্ডপ্রেস WordPress, ব্লগার Blogger ইত্যাদি দিয়ে তৈরী যেকোন সাইটে বা এইচটিএমএল HTML দিয়ে তৈরী সাইটেও এই Contact Form যুক্ত করতে পারবেন।
Contact Form

কিভাবে ব্লগে Contact ফর্ম যুক্ত করবেন ?

  • প্রথমে Blogger এ লগইন করুন
  • এর পর New Page এ ক্লিক করুন
  • তারপর HTML মোড এ ক্লিক করুন
  • এরপর নিম্ন প্রদত্ত কোডটি পেস্ট করুন
এটিও পড়ুন -Google এর ১৬টি অসাধারণ সেবা যা কিনা অনেকেই জানি না

কোডটি হল -


<FORM action="mailto:you@yourdomain.com" method="post" enctype="text/plain">
<TABLE BORDER="0" CELLSPACING="0" CELLPADDING="4" WIDTH="90%">
<TR>
<TD width="30%"><DIV align="right">
<B>Name:</B>
</DIV>
</TD>
<TD width="70%">
<INPUT type="text" name="name" size="20">
</TD>
</TR>
<TR>
<TD><DIV align="right"><B>Email:</B></DIV>
</TD>
<TD>
<INPUT type="text" name="email" size="20">
</TD>
</TR>
<TR>
<TD><DIV align="right">
<B>Comment:</B>
</DIV>
</TD>
<TD><TEXTAREA name="comment" cols="30" wrap="virtual" rows="4">
</TEXTAREA>
</TD></TR>
<TR>
<TD>&nbsp;</TD>
<TD>
<INPUT type="submit" name="submit" value="Submit">
<INPUT type="reset" name="reset" value="Reset">
</TD></TR>
</TABLE>
</FORM>

Website এর ক্ষেত্রে -

  • প্রথমে আপনি Notepad কিংবা আপনার সাইট এডিটর ওপেন করুন
  • এরপর নিম্ন প্রদত্ত কোডটি পেস্ট করুন।
  • শেষে Contact.html লিখে শেভ করুন।
<html>
<body >

উক্ত কোডটি এখানে পেস্ট করুন

</body>
</html>

নোট-

এখন কোডের মধ্যে থাকা you@yourdomain.com এই ইমেইল এড্রেস টি পরিবর্তন করে আপনার ইমেল ID যোগ করুন।

আশা করি আপনার মূল্যবান মতামত দিয়ে আরো লেখার জন্য উৎসাহ প্রদান করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ।
Previous Post
Next Post