Sunday, January 11, 2015

পিসি বা ল্যাপটপ প্রোপারটিজ অপসারণ করে ফেলুন মাত্র একমিনিটে

কম্পিউটার প্রোপারটিজ কি ?

কম্পিউটারের সিস্টেম প্রোপারটি ( Properties ) একটি Windows Management Instrumentation (WMI) টুলস । যার মাধ্যমে আমরা কম্পিউটারের বিস্তারিত তথ্য যেমন- কম্পিউটারের নাম, ভার্সন, অপারেটিং সিস্টেম  কি ইত্যাদি সহজে জানতে পারি । এছারাও কম্পিউটারের সেটিং এর তথ্য, সেটিং পরিবর্তন, হার্ডওয়্যার ডিভাইস ডিলিট ও সংযোগ, সফটওয়্যার নিয়ন্তন, এককথায় সম্পূর্ণ কম্পিউটার বা ল্যাপটপের সিস্টেমকে কন্ট্রোল করতে পারি। 
পিসি বা ল্যাপটপ প্রোপারটিজ



আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে My computer এর Propertiesঅপশন সহজে Remove করা যায়। না লাগবে কোন সফটওয়্যার, না লাগবে কোন হার্ডওয়্যার ডিভাইস। তবে চলুন এবার মজার কাজটি।
পড়ুন - ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়

কি ভাবে কম্পিউটারের প্রোপারটিজ অপসারণ করবো ?

  • স্টেপ ০১. প্রথমে Run এ যান (WIN+R)
  • স্টেপ ০২. regedit লিখে Enter বাটন চাপুন ।
  • স্টেপ ০৩. এবার রেজিস্ট্রি এডিটর উইন্ডো খুলবে
  • স্টেপ ০৪. এবার বাম পাশ থেকে current user=>Software=>Microsoft=>Windows=>Current Version=>policies=>explorer এ যান
  • স্টেপ ০৫. এবার ডান পাশে Right button ক্লিক করে new=>DWORD এ ক্লিক করুন০৬. এবার ফাইল টির নাম পরিবরতন করুন No propertiesMycomputer নামে।
  • স্টেপ ০৭. তারপর ফাইল টা তে ডাবল ক্লিক করে Value 1 করে দিন ।
  • স্টেপ ০৮. এবার রিস্টার্ট করে দেখুন আপনার My computer এর Properties অপশন নেই ।
কোন সমস্যা হলে কমেন্ট করুন। ভালো লাগলে শেয়ার করবেন। সুস্থ ও ভালো থাকুন ধন্যবাদ।
Previous Post
Next Post