BIOS কি?
BIOS অর্থ হল “Basic Input Output System”। BIOS –এর মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয় । পিসি Boot ( বুট ) করা এবং সিপিইউ কতৃক বিভিন্ন কম্পোনেন্ট একসেস করার জন্য বায়োস ব্যবহার করা হয় । বায়োসে প্রোগ্রাম কোডিং করা থাকে যা দ্বারা মৌলিক এবং লো -লেবেলের ফাংশনগুলো সম্পাদন করা হয় ।এটিও পড়ুন -পিসিতে ড্রাইভার install করুন CD ছারাইকিন্তু এখন কথা হল কোন কারনে আমাদের BIOS সেটিং পরিবর্তন করতে হয়। তখন দেখা গেল আপনার BIOS পাসওয়ার্ড প্রটেক্টটেড এমনকি আপনার BIOS পাসওয়ার্ড কি তাও কাজের চাপে ভুলে গেছেন। তখন করবেন কি ? হতাশ হয়ে আপনার কম্পিউটার সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন , কহনও না এবার আপনি নিজে নিজে আপনার PC বা Laptop এর পাসওয়ার্ড রিমুভ করে নিন।
কিভাবে BIOS পাসওয়ার্ড রিমুভ করবেন ?
পদ্ধতি ১
- প্রথমে CPU খুলুন
- এরপর motherboard টি লক্ষ্য করুন
- এরপর Battery(3V) খুলে ফেলুন
- তারপর মাদারবোর্ড থেকে Battery(3V) টি খুলে বলুন
- ৩০ সেকেন্ড অপেক্ষা করে আবার Battery(3V) লাগিয়ে দিন।
পদ্ধতি ২
আগের কম্পিউটারে মাদারবোর্ড এর সাথে লাগানো ব্যাটারী খুলে ফেললে BIOS এর পাসওয়ার্ড রিমুভ হয়ে যেত।
কিন্তু এখনকার পিসি তে মাদারবোর্ড এর সাথে লাগানো ব্যাটারী খুলে ফেললে BIOS এর পাসওয়ার্ড রিমুভ হয় না।
এর কারন এখনকার পিসি তে BIOS ব্যাটারি এর পাশে CLR_CMOS নামে একটি জাম্পার
থাকে এটি খুলে লাগালে আপনার পিসি এর BIOS পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে।
নিচের ছবিটি লক্ষ্য করতে পারেন।
আশা করি আপনার সমস্যা সমাধান হবে। ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের জানেতে ভুলবেন না। ধন্যবাদ।
নিচের ছবিটি লক্ষ্য করতে পারেন।
আশা করি আপনার সমস্যা সমাধান হবে। ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের জানেতে ভুলবেন না। ধন্যবাদ।