বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি দারুন সিরিয়াল কী জেনারেটর সফটওয়্যার নিয়ে আলোচনা করবো । এটির নাম হল ইউনিভার্সাল Keygen জেনারেটর ( Universal Keygen Generator ) । এখন প্রথম কথা হল -
ডাউনলোড করার জন্য - Download Link 1
সিরিয়াল কী জেনারেটর কি?
সিরিয়াল কি জেনারেটর হল - কম্পিউটার প্রোগ্রামের অর্থাৎ সফটওয়্যারের প্রোডাক্ট বা লাইসেন্স কী জেনারেট করার একটি সফটওয়্যার। সেটা হতে পারে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর সিরিয়াল নাম্বার বা কী। যেটি কিনা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কে অ্যাক্টটিভিশেন (Activate) করতে ব্যবহার করা হয় ।এটিও পড়ুন -ভিডিও টিউটোরিয়াল বানানো ও ডেস্কটপ স্কিন শর্ট নেবার দুর্দান্ত ফ্রি সফটওয়্যারএকথায় Keygen Generator হল লাইসেন্স কি বের করার একটি সফটওয়্যার। আপনারা হয়তো অনেকেই অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করেন, কিন্তু লাইসেন্স কি এর অভাবে হয়তো সফটওয়্যার এর সব ফিচার গুলি পান না কিংবা পেলেও মেয়াদ শেষ হবার আগেই সফটওয়্যার টি হয়তো কাজ করে না। তার জন্যই দরকার হয় Keygen Generator । এই পোষ্টে আমি যে সফটওয়্যার টি অর্থাৎ Universal Keygen Generator নিয়ে আলোচনা করছি সেটি একেবারে অন্য সিরিয়াল কি জেনারেটর থেকে একে বারে ভিন্ন । একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। নিম্নে এর বৈশিষ্ট আলোচনা করা হল-
ইউনিভার্সাল Keygen জেনারেটর এর সুবিধা
- এর সাহায্যে দুই মিলিয়ন এর বেশী কি খুঁজে বের করা যাবে।
- ইন্টারনেট যুক্ত করার কোন দরকার নেই।
- যেকোন সফটওয়্যার সম্পূর্ণ মেয়াদ পর্যন্ত থাকবে।
- এটি যেকোন অপারেটিং সফটওয়্যার এ চলবে। যেমন -Windows XP, Windows 7, Windows 8.1,Windows 10 , MAC 32, MAC 64
- এছাড়াও Antivirus সফটওয়্যার , Game ইত্যাদির ও কী জেনারেট করতে পারবে।
ইউনিভার্সাল Keygen জেনারেটর কি ভাবে ব্যবহার করবেন ?
- প্রথমে ফ্রি সফটওয়্যার টি ডাউনলোড করুন।
- PC তে Install করুন
- Admin দ্বারা Run করুন
- যে সফটওয়্যার কী জেনারেট করতে চান তার নাম দিন
- এর পর Generate অপশনে ক্লিক করুন
- ব্যাস কাজ শেষ ।
ডাউনলোড করার জন্য - Download Link 1
কোন অসুবিধে হলে কমেন্ট করুন । ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না প্লিস। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।