Tuesday, July 21, 2015

Image বা Picture থেকে Text আলাদা করুন সহজে - Convert Words From Pictures into Text

বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এলাম সত্যিই কাজের একটি পোস্ট। আমাদের মাঝে মাঝেই কোন একটি ইমেজ থেকে লেখাগুলো টেক্সট আকারে নেওয়ার প্রয়োজন পড়। কারণ ইমেজ থেকে লেখা নিতে হলে তা দেখে দেখে আমাদেরকে টাইপ করা ছাড়া অন্য কোন উপায় নেই। আর এটি সত্যি কষ্টের ব্যপার। এতো কষ্ট কি ভালো লাগে? আপনারাই বলুন? বহুদিন ধরে এর একটা সমাধান খুঁজছিলাম। কিন্তু আজ সবশেষে পেয়ে গেলাম সেই কার্যকারী সমাধান। খুঁজে পেলাম GT Text নামের একটি ১৩ মেগাবাইটের একটি ফ্রি সফটওয়্যার। সবচেয়ে বড় কথা হল এটি সম্পূর্ণ একটি ফ্রি সফটওয়্যার। তাই ট্র্যায়াল বা আপগ্রেডের কোন ঝামেলা নেই। কাজ করেও বেশ মজা, আমি নিজে কিছু Image থেকে টেক্সট কপি করার পর আপনাদের সাথে শেয়ার করছি । তাঁর আগে কিছু কথা জেনে রাখুন এই সফটওয়্যার সম্পর্কে। এই সফটওয়্যার কিন্তু শুধু ইংরেজী টেক্সটই কনভার্ট করতে পারবে বাংলা টেক্সট কপি করতে পারে না। সহজ সরল ইমেজ ফাইল থেকেই টেক্সট আলাদা করতে পারবেন GT Text সফটওয়্যার দিয়ে। সহজে বিভিন্ন ডিজাইন, স্টাইল এবং বিকৃত টেক্সট কনভার্ট করতে এই সফটওয়্যারটির বিকল্প কিছু এই মুহূর্তে আমার মাথায় আসছে না। এছাড়াও অনলাইনেও আমরা ইমেজ থেকে Text আলেদা করতে পারি তবে সব সময় কম্পিউটারে নেট না থাকার এটি বেশ সুবিধা জনক। এর পরের পোস্টে অনলাইনে Picture থেকে টেক্সট আলেদা করার পদ্ধতি আলোচনা করবো। তবে চলুন শুরু করা যাক।
এটিও পড়ুন -ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়
Image বা Picture থেকে Text আলাদা করুন সহজে

যে ভাবে শুরু করবেন ?

  1. প্রথমে GT Text সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড লিঙ্ক- ডাইরেক্ট ডাউনলোড লিংক
  2. ইন্সটল হওয়ার পর সেটি ওপেন করুন।
  3. File মেন্যু থেকে New Project ক্লিক করুন।
  4. যে Image/Picture থেকে টেক্সট আলাদা করতে চান সেই ইমেজ সিলেক্ট করে ওপেন করুন।
  5. এবার ক্রপ করার মত করে ইমেজের ভিতরে যে জায়গার লেখাগুলো টেক্সট আকারে নিতে চান সেটুকু টেনে সিলেক্ট করে দিন।
  6. এরপর দেখবেন একটা ছোট উইন্ডো আসবে। সেখানে আপনার সেই কাঙ্ক্ষিত টেক্সটটুকু এসেছে। এখন Continue বাটনে ক্লিক করুন।
  7. সেই লেখাটুকু এখন কপি হয়ে গেছে। তাই জলদি করে একটা নোটপ্যাড ওপেন করে পেস্ট করুন। দেখবেন সেই লেখাটুকু চলে এসেছে।
  8. ব্যাস কাজ কমপ্লিট।
প্রয়োজনে নিচের ভিডিও টি দেখতে পারেন।

কোন সমস্যা হলে কমেন্ট করুন। ধন্যবাদ।
Previous Post
Next Post

0 comments: