বন্ধুরা কেমন আছেন ? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুন পোস্ট ।
আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, কেউ Google Play থেকে Apps ডাউনলোড করি, আবার কেউ বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে থাকি । PC তে Google Play ছাড়া অন্যান্য সাইট থেকে Apps সহজে ডাউনলোড হয়ে যায় । কিন্তু PC তে যখন Google Play থেকে ডাউনলোড করতে যাই তখনি বিপত্তি আসে , ডাউনলোড করতে পারি না । ডাউনলোড option থাকে না , সরাসরি Install করতে বলে ।
বন্ধুরা কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না । আজ এই পর্যন্তই । এর পরের
পোস্টটি দেখার জন্য অবশ্যই ক্লিক করুন। আমার ব্লগ -
আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, কেউ Google Play থেকে Apps ডাউনলোড করি, আবার কেউ বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে থাকি । PC তে Google Play ছাড়া অন্যান্য সাইট থেকে Apps সহজে ডাউনলোড হয়ে যায় । কিন্তু PC তে যখন Google Play থেকে ডাউনলোড করতে যাই তখনি বিপত্তি আসে , ডাউনলোড করতে পারি না । ডাউনলোড option থাকে না , সরাসরি Install করতে বলে ।
আজ আমি দেখাব কি করে PC দ্বারা Google Play থেকে Android
Apps ডাউনলোড করতে পারবেন ।
নিচের পদ্ধতিগুলি অনুসরন
করুনঃ
- প্রথমে https://play.google.com/store?hl=en যান ।
- যে Apps টি ডাউনলোড করতে চান সেটি নাম Search বক্সে লিখে enter প্রেস করুন ।
- Apps এর লিস্ট এলে, যেটি ডাউনলোড করতে চান সেটির উপর ক্লিক করুন ।
- এবার ব্রাউজার এর Address Bar যে লিঙ্কটি এসেছে সেটি কপি করুন ।
- এখন http://apps.evozi.com/apk-downloader/ লিঙ্কে যান ।
- Package name or Google Play URL স্থানে কপি করা লিঙ্কটি paste করুন ।
- Generate Download Link এ ক্লিক করুন ।
- এবার Click here to Download ক্লিক করুন ।
দেখবেন ডাউনলোড শুরু হয়ে
গিয়েছে ।
You will like it to enjoy our new app CMM Launcher Apk 2020 : which you could download and enjoy loose.
ReplyDelete