বাজারে আনুষ্ঠানিক ভাবে উইন্ডোজ
১০ আনল মাইক্রোসফ্ট। উইন্ডোজ ৮-এর সঙ্গে এই নয়া সংস্করণের প্রায় আকাশ-পাতাল
ফারাক। শুধুমাত্র ইউজার ইন্টারফেস আর ফিচার্স-ই নয়, গ্রাহকদের কাছে উইন্ডোজ-এর এই সংস্করণ পৌঁছে দিতেও অভিনবত্ব দেখিয়েছে মাইক্রোসফ্ট। অভূতপূর্ব
ভাবে বেশির ভাগ ইউজার উইন্ডোজ ১০ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। এই
গ্রাহকদের মধ্যে তাঁরাও আছেন যাঁদের কম্পিউটারে অরিজিন্যাল বা আসল উইন্ডোজ
ইনস্টল করা নেই।
উইন্ডোজ ১০ ব্যবহার করতে গেলে আপনার মেশিনে কী কী থাকা দরকার? বিনামূল্যে উইন্ডোজ-এর নতুন সংস্করণ পেতে চাইলে কম্পিউটারে উইন্ডোজ ৮ অথবা উইন্ডোজ ৭ (এসপি ১-এর সঙ্গে) থাকা চাই।
এবার দেখা যাক কী ভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড করা যাবে। এর ২টি উপায় রয়েছে। প্রথম উপায়, উইন্ডোজ আপডেট-এর মাধ্যমে। উইন্ডোজ আপডেট প্রসেস-এর উপর নজর রাখতে হবে। মাইক্রোসফ্ট-এর শিডিউল এবং আপনার ভাগ্যের উপর নির্ভর করে যে কোনও মুহূর্তে আপনার মেশিনের স্ক্রিনে আপডেট হিসাবে উইন্ডোজ ১০ পপ আপ করবে। আপনাকে শুধু 'ইনস্টল আপডেট'-এ ক্লিক করতে হবে। ব্যস, আপনার ডেস্কটপ বা ল্যাপটপ-এ উইন্ডোজ ১০ ইনস্টলড হয়ে যাবে।
ISO ফাইলস-এর মাধ্যমে। মাইক্রোসফ্ট-এর ওয়েবসাইটে উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ১০ প্রো-এর ISO ফাইলস পাওয়া যাচ্ছে। ওয়েবপেজ থেকে এই ফাইলগুলি ডাউনলোড করা যাবে। তবে এই পদ্ধতি ব্যবহার করতে গেলে আপনার মেশিনে অরিজিন্যাল 'উইন্ডোজ কি' থাকতে হবে। এই 'কি' পাওয়া যাবে আপনার উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮ বক্স-এ। এছাড়া, আপনার কম্পিউটার থেকেও তা পাওয়া সম্ভব. তবে তার জন্য এই কম্যান্ডটি রান করতে হবে: wmic path softwarelicensingservice get OA3xOriginalProductKey। একবার এই 'কি' পাওয়া গেলে ISO ফাইলস-এর মাধ্যমে উইন্ডোজ ১০ ইনস্টল করা যাবে।
তথ্যসূত্র- http://mlife.mtsindia.in
উইন্ডোজ ১০ ব্যবহার করতে গেলে আপনার মেশিনে কী কী থাকা দরকার? বিনামূল্যে উইন্ডোজ-এর নতুন সংস্করণ পেতে চাইলে কম্পিউটারে উইন্ডোজ ৮ অথবা উইন্ডোজ ৭ (এসপি ১-এর সঙ্গে) থাকা চাই।
এবার দেখা যাক কী ভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড করা যাবে। এর ২টি উপায় রয়েছে। প্রথম উপায়, উইন্ডোজ আপডেট-এর মাধ্যমে। উইন্ডোজ আপডেট প্রসেস-এর উপর নজর রাখতে হবে। মাইক্রোসফ্ট-এর শিডিউল এবং আপনার ভাগ্যের উপর নির্ভর করে যে কোনও মুহূর্তে আপনার মেশিনের স্ক্রিনে আপডেট হিসাবে উইন্ডোজ ১০ পপ আপ করবে। আপনাকে শুধু 'ইনস্টল আপডেট'-এ ক্লিক করতে হবে। ব্যস, আপনার ডেস্কটপ বা ল্যাপটপ-এ উইন্ডোজ ১০ ইনস্টলড হয়ে যাবে।
এটিও পড়ুন -মনের কথা যে কোন ভাষার ট্রান্সলেট করুন একদম ফ্রী -Bengali to English Translateদ্বিতীয় পদ্ধতি -
ISO ফাইলস-এর মাধ্যমে। মাইক্রোসফ্ট-এর ওয়েবসাইটে উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ১০ প্রো-এর ISO ফাইলস পাওয়া যাচ্ছে। ওয়েবপেজ থেকে এই ফাইলগুলি ডাউনলোড করা যাবে। তবে এই পদ্ধতি ব্যবহার করতে গেলে আপনার মেশিনে অরিজিন্যাল 'উইন্ডোজ কি' থাকতে হবে। এই 'কি' পাওয়া যাবে আপনার উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮ বক্স-এ। এছাড়া, আপনার কম্পিউটার থেকেও তা পাওয়া সম্ভব. তবে তার জন্য এই কম্যান্ডটি রান করতে হবে: wmic path softwarelicensingservice get OA3xOriginalProductKey। একবার এই 'কি' পাওয়া গেলে ISO ফাইলস-এর মাধ্যমে উইন্ডোজ ১০ ইনস্টল করা যাবে।
এটিও পড়ুন -ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়কিন্তু যাঁদের কাছে জেনুইন বা আসল উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮ নেই তাঁরা কি ভাবে উইন্ডোজ ১০ ইনস্টল করবেন? মাইক্রোসফ্ট জানিয়েছে, তাঁরাও নাকি উইন্ডোজ আপডেট-এর সাহায্যে উইন্ডোজ ১০ পেতে পারেন। তবে এই ক্ষেত্রে একটি শর্ত রয়েছে। বর্তমানে এই সমস্ত কম্পিউটারকে বলা হয় 'নন-জেনুইন'। মাইক্রোসফ্ট ১০ ইনস্টল করার পরেও এই সমস্ত কম্পিউটার 'নন-জেনুইন' বলেই চিহ্নিত হবে। তবে এতে ইউজারের কোনও অসুবিধে হওয়ার কথা নয়। মাইক্রোসফ্ট এই সমস্ত কম্পিউটারের স্টেটাস আইনগত কারণে জমা রাখছে বলে জানা গিয়েছে।
তথ্যসূত্র- http://mlife.mtsindia.in
0 comments: