Monday, August 17, 2015

র‍্যাম ক্লিন করুন নোটপ্যাড ব্যবহার করে ! RAM Cleaner

র‍্যাম ( ইংরেজি RAM) এর পুরো নাম Random Access Memory ( র‌্যান্ডম অ্যাক্সেস মেমোরি )। এক ধরনের কম্পিউটারের ডেটা সংরক্ষণের মাধ্যম। র‌্যাম থেকে যে কোন ক্রমে ডেটা "অ্যাক্সেস" করা যায়, এ কারণেই একে র‌্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। র‍্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয় কারন এতে সংরক্ষিত তথ্য বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আর থাকে না।
এটিও পড়ুন -গুগল প্লে থেকে Android Apk ফাইল ডাউনলোড করুন আপনার PC তে - ছবি সহ
র‍্যাম ক্লিন করার জন্য আমার অনেকে, অনেক রকম সফটওয়্যার ব্যবহার করি। অনেক ক্ষেত্রে সফটওয়্যার ব্যবহার করতে গিয়ে ঝামেলায় পরতে হয়। তাই আপনার ঝামেলা এড়ানোর জন্য আজ আমি ছোট্ট একটি টিপস শেয়ার করছি, আপনার কম্পিউটারে থাকা নোটপ্যাডের মাধ্যমেও র‌্যাম ক্লিনের কাজটি করতে পারেন। [ ফ্রী বাংলা ডিকশনারি আপনার কম্পিউটারের জন্য - All In One ]

র‍্যাম ক্লিন


 র‍্যাম ক্লিন করার পদ্ধতিঃ
  • প্রোগ্রাম থেকে নোটপ্যাড ওপেন নিচের কডটি কপি করে পেস্ট করুন কিংবা লিখুন...
    FreeMem=Space(102400000)                   যদি  1 GB RAM হয়।
    FreeMem=Space(51200000)                     যদি 512 MB RAM হয়।
    FreeMem=Space(204800000)                   যদি 2GB RAM হয়।

নোট- আপনার র‌্যামের সাইজ অনুযায়ী সংখ্যাটি বসাতে হবে।

  •    এরপর ডেস্কটপে Ramboost.vbs নামে সেভ করুন। 
  • এখন Ramboost.vbs এ ডাবল ক্লিক করলেই র‍্যাম ক্লিন হয়ে যাবে।
যদি আপনার RAM ক্লিন থাকে তাহলে আপনি বুঝতেই পারবেন না কাজ হলো কি হলো না। তবে এটি কিন্তু ঠিকই কাজ করবে। কোন সমস্যা হলে কমেন্ট করুন। সরাসরি ফেসবুকে যোগাযোগ করতে চাইলে ফ্যান পেজে লাইক দিন।
Previous Post
Next Post

0 comments: