কম্পিউটার কিংবা ল্যাপটপে স্কিন শর্ট নেবার জন্য আগের পোষ্টে " ভিডিও টিউটোরিয়াল বানানো ও ডেস্কটপ স্কিন শর্ট নেবার দুর্দান্ত ফ্রি সফটওয়্যার" শেয়ার করা হয়েছে। আজকে এই পোষ্টে আরেকটি নতুন GifCam 4.5 স্কিন শর্ট সফটওয়্যার শেয়ার করছি। এটা সত্যি দারুন
GifCam 4.5 এর সাইজ খুব খুব ছোট মাত্র ৬৮৬ কেবি এবং সব থেকে মজার বিষয়
হল এটা পিসিতে ইন্সটল (Install) করার প্রয়োজন পরে না , এটা পোর্টবেল ভার্সন ডাউনলোড করুন এবং
ব্যবহার করুন , তাহলে দেরি না করে নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে ব্যবহার শুরু করে দিন
।
এটিও পড়ুন -মেমোরি ডিভাইস এর সম্পূর্ণ স্পেইস ব্যবহার না হওয়ার কারণ
কি আছে GifCam 4.5 সফটওয়্যারে :
- লেটেস্ট আপডেট ডেট ২০১৫
- সফটওয়্যার সাইজ মাত্র - ৬৮৩ কেবি ।
- সফটওয়্যার সম্পূর্ণ ফ্রী ডাউনলোড এবং ব্যবহার এর সুবিধা ।
- সফটওয়্যার পোর্টবেল ভার্সনের সুবিধা ।
- কোন রকম কনভার্ট ছাড়াই এনিমেশন করার সুবিধা ।
- অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক - http://blog.bahraniapps.com/gifcam/
- এটা উইন্ডোজের - XP, XP 2, XP 3, Windows 8, 7, Vista , তে সাপোর্ট করবে ।
কিভাবে ব্যবহার করবেন সফটওয়্যার :
সফটওয়্যাটি ব্যবহার করা খুব সহজ । উপরের লিঙ্ক
থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে সোজা ওপেন করুন , সফটওয়্যারটি পোর্টবেল হওয়ায় ইন্সটল করার দরকার নেই । কোন স্থানের এনিমেশন স্ক্রীনশর্ট নিবেন
সেই পর্যন্ত সিলেক্ট করুন তারপর Rec বাটনে পাশে ক্লিক করে কি ধরনের
স্ক্রীনশর্ট নিতে চান সেটা সিলেক্ট করুন তারপর Rec বাটনে ক্লিক করুন
স্ক্রীনশর্ট হয়ে গেলে Stop বাটনে ক্লিক করুন Save এ ক্লিক করে সেভ করেনিন ।
তার আগে আপনি ইচ্ছে করলে স্ক্রীনশর্ট টিকে একটু সাজিয়ে নিতে পারেন এর জন্য
আপনি Frame , Edit বাটন ব্যবহার করুন । নিচে সফটওয়্যারটির স্ক্রীনশর্ট দেওয়া হলো।
কোন অসুবিধে হলে কমেন্ট করে জানাবেন। অনলাইন Support পেতে ফেসবুকে যোগাযোগ করুন। ধন্যবাদ।
0 comments: