মোবাইল আমাদের অতি প্রয়োজনীয় জিনিস। মোবাইল হাতে না থাকলে আমাদের অনেক সুবর্ণ সুযোগ হারাতে হয়। মোবাইলে সাধারানত আমরা প্রয়োজনীয় ব্যক্তিবর্গের নাম্বার সমূহ Save করে
রাখি। কিন্তু বিভিন্ন কারনে সেই নাম্বার যদি হারিয়ে যায় কিংবা ডিলিট হয়ে যায় বা এমনও হতে পারে যদি আপনার পছন্দের ফোনটা হারিয়ে যায় তাহলে সেটা সত্যিই খুব
কষ্টের। এবং বিভিন্ন অসুবিদার সৃষ্টি হয় তাই না? আজ আমি এই পোষ্টে আপনাদের
দেখাব কিভাবে Save করা নাম্বার সমূহ অনলাইন সাভারে রাখা হয় অর্থাৎ অনলাইনে সেভ করে রাখা হয় । প্রয়োজনে পরিবতীর্তে তা ডাউনলোড করা হয়। আর এগুলো যে মোবাইল apps এর মাধ্যমে রাখা হয় তার নাম- NetQin Contacts Sync। নিম্নে App টি ডাউনলোড লিঙ্ক এবং কি সুবিধা তা আলোচনা করা হলো-
App টির সুবিধা গুলি হলো -
- Mobile এর Save করা সকল নাম্বারগুলো ছবি সহ অনলাইন ডাটাবেজে Save হবে।
- যেকোন ব্রাউজার থেকে user ID এবং password দিয়ে সেইভ করা নাম্বারগুলি দেখা যাবে।
- নাম্বার Add করার সাথে সাথে Auto Backup নিয়ে নিবে। এবং খুব অল্প পরিমান ইন্টারনেট খরচ হবে। সবোচ্চ 1Kb পযর্ন্ত।
- যেকোন সময়,যেকোন মোবাইল থেকে Contracts গুলো Restore and Download করা যাবে।
- অনলাইনে বসে মোবাইলের অবস্থান জানা যাবে।এবং তা locked করে দেওযা যাবে।
- সব সেবা গুলি সম্পূর্ন ফ্রি।
- আপনার Password ব্যাতিত অন্যকেউ আপনার Save করা ডাটা দেখতে পারবে না।
- Software টি Install করলে নিচর মত একটি Page আসবে।
Netqin অ্যাপ থেকে (Backup Contracts) আপনার সকল নাম্বার সমূহ অনলাইন সাভারে সংরক্ষিত করে রাখতে পারবেন।
Download করার পর আপনার Email Address প্রদান করুন এবং আপনার ইচ্ছা অনুয়ায়ী একটি Password দিয়ে Register করুন ।
নিচের লিঙ্ক থেকে App টি নামিয়ে নিন।
Website টি সরাসরি দেখতে চাইলে এখানে ক্লিক করুন কিংবা আপনার Backup কৃত ফাইল দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।
0 comments: