Friday, April 22, 2016

স্মার্ট ফোনেই আঁকুন মনের মত ছবি Silk Paint Drawing App এর সাহায্যে

স্মার্ট ফোন দিয়েই PC এর প্রায় ৭০ % কাজ সেরে ফেলা যায়। অফিসের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে ছবি আঁকতেও স্মার্ট ফোনের জুরি নেই। আপনি কি ছবি আঁকতে ভালবাসেন ? প্রযুক্তির ছোঁয়ায় ছবি আঁকতে এখন আর রং তুলির প্রয়োজন পড়ে না। ডিজটাল ডিভাইস দিয়েই তা সহজে সেরে ফেলা যায়। এমনকি মুঠোবন্দী স্মার্টফোনের সাহায্যেও আকাঁ যায় মনের মতো ছবি। এ জন্য রয়েছে নানা অ্যাপ্লিকেশন অর্থাৎ যাকে সংক্ষেপে অ্যাপ বলি। এর মধ্যে জনপ্রিয় একটি হলো ‘Silk paints drawing’ নামের অ্যাপটি বেশ কাজের। এই চমৎকার drawing app এর সাহায্যে আপনার display তে ফুটিয়ে তুলতে পারেন আপনার অসাধারন সৃষ্টি শীলতাকে । [ MS Paint এর কিছু মজার টিপস - এমএস পেইন্ট ] তাহলে এক নজরে দেখে নিন অ্যাপটির ফিচার সমূহ- 
স্মার্ট ফোনেই আঁকুন মনের মত ছবি
 এটিও পড়ুন - মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর গোপন টিপস
  • অ্যাপ্লিকেশনটি যে কোনো টার্চ পেন সমর্থন করে। ফলে আঙ্গুলের স্পর্শের পাশাপাশি টার্চ পেন দিয়েও ছবি আকাঁ যাবে।
  • ছবি আকাঁর পর তা সরাসরি বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে।
  • কাস্টমাইজ করে নানা আল্পনাও আকাঁ যাবে এটির সাহায্যে।
  • ছবি তোলার পর তা এডিটিং করা যাবে।
  • অ্যাপটি খুব সাধারণ এবং হালকা। তাই সহজে ব্যবহার করা যাবে ও স্মার্টফোন ল্যাগ করবে না।
  • মাল্টিটাচ নেভিগেশন এবং জুম ফিচার রয়েছে অ্যাপটিতে।
  • আ্যাপটির সাহায্যে লাইভ ওয়ালপেপার তৈরি করা সম্ভব। এছারাও রয়েছে অনেক সুবিধা যা আপনি ব্যাবহার না করলে বুঝতে পারবেনা ।
ডাউনলোড লিঙ্ক-

0 comments: