Sunday, May 22, 2016

কম্পিউটার জগৎ নিয়ে এল ডোমেন ও হস্টিং সার্ভিস

কম্পিউটার জগৎ , আপনাদের প্রেরনা ও ভালবাশা পেয়েই বেরে উঠা, এজন্য প্রত্যেকটি পাঠক ও পাঠিকাদের উপর আমরা কৃতজ্ঞ ও প্রত্যেকে জানাই আন্তরিক ভাবে গভীর প্রীতি ও শুভেচ্ছা । আজ আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, এতদিন আপনারা যারা ডোমেন, হস্টিং ও ওয়েব সাইট নিয়ে দুশ্চিন্তায় ছিলের তাদের দুঃশ্চিন্তা দূর করনের জন্য আমাদের এই প্রচেষ্টা।
আপনারা যারা নতুন অয়েব সাইট বানাবেন ভাবছেন? তাদের জন্য সুবর্ণ সুযোগ এনে দিল কম্পিউটার জগৎ এর wbhosting.in অয়েব সাইট। শুধু মাত্র কম্পিউটার জগৎ এর নিয়মিত পাঠক- পাঠিকাদের জন্য নতুন ডোমেন ও হস্টিং এর উপর দেওয়া হচ্ছে 70% অবধি মহা ছার। অফারটি থাকবে সীমিত সময়ের জন্য।
ডোমেন ও হস্টিং সার্ভিস


কি কি সুবিধা পাবেন?

  1. যে কোন টপ লেভেল ডোমেন (.com,.in, .co.in, .org ইত্যাদি)
  2. Unlimited সাব-ডোমেন,
  3. Unlimited ইমেল অ্যাকাউন্ট ,
  4. ২৪ ঘণ্টা সাপোর্ট
  5. অনলাইন / Off Line পেমেন্ট
  6. ফেসবুকে টেকনিক্যাল সাপোর্ট
  7. Airtel money সাপোর্ট
  8. Full সিপ্যানেল, DNS ম্যানেজমেন্ট
  9. Free Setup and Technical সাপোর্ট
  10. Blogspot ও wordpress সাইট এর উপর বিশেষ ছার
  11. অন্যান্য সাইটের থেকে তুলনা মূলক কম দাম।   
  12. এছাড়াও অনেক সুবিধা আছে, যা সাইট টি ব্যবহার না করলে বুঝতে পারবেন না। 
বিদেশি ওয়েব সাইট থেকে কিনতে গেলে যে অসুবিধায় পরতে হয়?
  • বিদেশি ভাষা না বুঝা
  • ঠিক ঠাক C প্যানেল, DNS ম্যানেজমেন্ট না পাওয়া
  • রেনুয়ালে (Renewal) এ বেশি টাকা নেয়
  • টাকা পেমেন্ট অসুবিধা
  • Technical সাপোর্ট পেতে অনেক অসুবিধা
  • Domain ট্র্যান্সফারে অসুবিধা, আরও অনেক কিছু
এছারা, আপনারা যারা ব্লগিং সাইট বানাতে চান? আমাদের কাছ থেকে সাইট কিনলে সাইট থেকে ইনকাম করার সুবিধা করে দেওয়া হবে। এছাড়াও পাবেন ফ্রি ইকমার্স ট্রেনিং। আপনারা সাইট বানাতে এখুনি যোগাযোগ করুন ।
Previous Post
Next Post

0 comments: