Tuesday, June 7, 2016

মাইক্রোসফট অ্যাক্সেস শিক্ষার আসর শুরু থেকে শেষ

মাইক্রোসফট অ্যাক্সেস  কি?

মাইক্রোসফট অ্যাক্সেস (Microsoft Access) হচ্ছে একটি শক্তিশালী ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System সংক্ষেপে -DBMS)। উইন্ডোতে কাজ করতে থাকা  এই ফাংশন দ্বারা আপনার ডেটাবেসে ডাটা প্রস্তুত করে সেটার উপর কাজ করতে পারেন। এ প্রোগ্রামটি তৈরি করেছে মাইক্রোসফট কর্পোরেশন (Microsoft Corporation)।এর দ্বারা সহজে ডেটা কে আক্সেস করা যায় । যেমন- রিপোর্ট, ফর্ম, ক্যয়ারি (query ) ইত্যাদি।


এর গুরুত্বপূর্ণ কিছু ফিচারঃ-
  • ডাটা এন্ট্রি এবং উপদেট- Access এ আপনারা সহজেই ডাটা যুক্ত করা যায়। প্রয়োজনে ডেটা সহজে ডিলিট, এডিট ও বদলানো যায়। এতে কেবল মাত্র একটি কম্যান্ড দ্বারা বড় স্তরের পরিবর্তন করা যায়, যেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস এর বিশেষত্ব।
  • ক্যোয়ারিজঃ- ডেটাবেসে ডাটা সম্পর্কীয় কঠিন প্রশ্নগুলিও সহজে করতে পারবেন আর সেগুলোর উত্তর ও তৎক্ষণাৎ প্রাপ্ত করতে পারবেন।
  • ফর্মসঃ-ডেটা দেখার জন্য আর সেগুলো উপডেট করার জন্য মাইক্রোসফট অ্যাক্সেস আকর্ষক এবং উপযোগী ফর্মস প্রস্তুত করতে সাহায্য করে।
  • রিপোর্টসঃ- মাইক্রোসফট অ্যাক্সেস শামিল ফিচার দ্বারা নিজেদের ডেটা প্রেজেন্ট (পেশ) করার জন্য ভালো এবং সুবিধাজনক রিপোর্ট বানানো যায়।
  • ওয়েব সাপোর্টঃ- মাইক্রোসফট অ্যাক্সেসে Object, Report এবং Table কে HTML ফর্মেটে শেভ করা যায়। প্রয়োজনে ব্রাউজার এ প্রয়োগ করে দেখতে পারেন।
  •  

Previous Post
Next Post

0 comments: