Wednesday, July 13, 2016

Excel এর ম্যাথ সম্পর্কিত কিছু গুরুত্ব পূর্ণ ফাংশন

Excel শিক্ষার আসর পার্ট II:  Excel এর অত্যন্ত খুব দরকারি ১০ টি মেথড পর্বে এক্সেল এর SUM ( যোগফল ), বিয়োগফল, গুনফল, সর্বনিম্ন, সর্বাধিক, If, গড়ফল ইত্যাদি ইত্যাদি নির্ণয়ের ফর্মুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। চাইলে এখানে ক্লিক করে এই মেথডগুলি শিখে নিত পারেন। এই পর্বে আরও কিছু মজার মজার ফাংশন যেমন- গসাগু নির্ণয়, লসাগু নির্ণয়, বর্গমূল নির্ণয়, দিন-তারিখ ইত্যাদি ইত্যাদি নির্ণয়ের ফর্মুলা শেয়ার করা হল যা আপনার বিভিন্ন কাজে আসবে বলে আমি মনে করি। [বয়স বের করার সহজ মেথড জেনে নিন EXCEL এর যাদু ]
Excel এর সুত্র গুলি নিম্ন রুপ-

গসাগু নির্ণয় করতে চাইলে?
দুটি, তিনটি কিংবা একাধিক সংখ্যার গসাগু নির্ণয় করতে চাইলে GCD ফাংশন ব্যবহার করে সহজে গসাগু বের করতে পারি।

Syntax:
=GCD(4,16,64)
উত্তর- 4

লসাগু নির্ণয় করতে চাইলে?
দুটি, তিনটি কিংবা একাধিক সংখ্যার লসাগু নির্ণয় করতে চাইলে LCM ফাংশন ব্যবহার করে সহজে লসাগু বের করতে পারি। 
Syntax: 
=LCM(24,36)
উত্তর - 72

বর্গমূল নির্ণয় করতে চাইলে?
কোন সংখ্যার বর্গমূল নির্ণয় করতে চাইলে SQRT ফর্মুলা ব্যবহার করে সহজে বর্গমূল নির্ণয় করতে পারি। কিন্তু Number এর মান অবশ্যই ধনাত্নক হতে হবে।

Syntax: 
=SQRT(81)
উত্তর - 9

POWER(ঘাত)

কোন সংখ্যার বর্গ বা ঘাত নির্ণয় করতে Power ফর্মুলা টি ব্যবহার করা হয়।
Syntax-
  • =POWER(5,2)
এখানে 5 হচ্ছে সংখ্যা এবং 2 হচ্ছে ঘাত। উক্ত সিনট্যাক্স টির উত্তর হবে 25.
Excel এর ম্যাথ সম্পর্কিত কিছু গুরুত্ব পূর্ণ ফাংশন

ভগ্নাংশ কে Round এ নির্ণয় করতে চাইলে?
ROUND আসন্ন মান অর্থাৎ মোটামুটি কাছি অংক দিয়ে প্রকাশ করা হয়। যেমন - ২.৫৬৮৫ সংখ্যাটিকে দুই দশমিক আসন্ন মান লিখতে বলা হলে ২.৫৭ লেখা হয়।
Syntax:  =ROUND(18.378,2)
উত্তর - 18.38


বর্তমান তারিখ সময় মাস, ও বছর বের করতে চাইলে?
আজকের দিন (বর্তমান সময়) দিন তারিখ সময় মাস ও বছর জানার জন্য NOW,Month(Now()) ও YEAR(Now()) ফর্মুলা ব্যবহার করে সহজে তা নির্ণয় করা যায়।
Syntax:
=NOW() 
শুধু মাস বেরক্রতে চাইলে?
=Month(Now())

শুধু বছর বের করতে চাইলে ?
=YEAR(Now())

কোন তারিখ কি বার জানতে চাইলে?
WEEK DAY("01/01/1990")
উত্তর- 6 (অর্থাৎ Friday)

কোন তারিখ কি বার জানার জন্য?
=TEXT("01/01/1990",ddd)
উত্তর - Friday

কম্পিউটারের এ রকম হাজারও প্রশ্নের উত্তর পেতে আগমনী বার্তা ভিজিট করতে পারেন।  এর পরের পোষ্টে Excel এর FV, RATE, PV, NPV, SLN, ABS, ATN, INT, LN, SIN, PI, DATEIF, COUNTIF, SUMIF ইত্যাদি ফর্মুলা নিয়ে আলোচনা করা হবে তক্ষণে সঙ্গে থাকুন। ধন্যবাদ।
Previous Post
Next Post

0 comments: