Tuesday, February 23, 2016

Windows 10 এর কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট কী - উইন্ডোজ ১০

বিজ্ঞান ছাড়া একটি মহুর্ত ও আমারা কল্পনা করতে পারি না। প্রযুক্তির খেলা ঘড়ে নিজেকে আপডেট না করতে পারলে আমাদের অনেক অসুবিধায় পরতে হয়।যেমন আজ থেকে ১০ বছর আগের কথা বলতে গেলে টেলিফোন ও টেলিগ্রাফ এর কথা চোখের সামনে চলে আসে, আর আজ প্রযুক্তি গোটা বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। যাক অসব কথা - বাজারে উইন্ডোজ ১০ ( Windows 10) চলে এসেছে অনেক দিন আগে , এরিমধ্যে অনেকেই উইন্ডোজ ১০ (Windows 10) ব্যবহার করতে শুরু করে দিয়েছেন। [ কিভাবে একসাথে ১০০ ও তার বেশি ফাইল ও ফোল্ডারের নাম যুক্ত করবেন (Rename) ] Windows 10 ব্যবহারের সুবিধার জন্য কয়েটি শর্টকাট কী আপনাদের সঙ্গে শেয়ার করা হলো। কম্পিউটার জগতের নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আগমনী বার্তা নিউজ পোর্টালে। 
উইন্ডোজ ১০

Shortcut Key গুলি হলো-
শর্টকাট কি
ব্যবহার
Windows + , (কমা)
কম্পিউটারের ডেস্কটপে চলে আসবে। যখন কি ছেড়ে দেওয়া হবে তখন তা আগের অবস্থায় চলে আসবে।
Windows + . (ডট)
উইন্ডো ডান অথবা বাম পার্শ্বে থাকবে।
Windows + R
Run কমান্ড চলে আসবে।
Windows + X
কুইক এক্সেস মেন্যু ওপেন হবে।
Windows + I
সেটিংস মেন্যু চলে আসবে।
Windows + M
সব কিছু মিনিমাইজ হয়ে ডেক্সটপ প্রদর্শিত হবে।
Windows + D
ডেস্কটপ প্রদর্শিত হবে। দ্বিতীয়বার চাপলে আগের অবস্থায় ফিরে আসবে।
Windows + Q
কম্পিউটারের সকল অ্যাপ্লিকেশন সার্চ করার অপশন আসবে। এর সাহায্যে সহজে যে কোন অ্যাপ্লিকেশন সার্চ করে পাওয়া যাবে।
Windows + W
সিস্টেম সেটিংস সার্চ করার জন্য সার্চ মেন্যু চলে আসবে।
Windows + F
ফাইল বা ফোল্ডার সার্চে জন্য মেন্যু চলে আসবে।
 
এখন এখানেই , আমাদের সাথে প্রত্যেকদিন সম্পর্ক রাখতে পড়ুন আগমনী বার্তা ডট কম (www.agomonibarta.com) ।

Thursday, October 15, 2015

Desktop Icon বানান আপনার মনের মতো ! বোরিং থেকে চির মুক্তি

 ডেস্কটপ কম্পিউটার (Desktop computer) হল একটি ব্যক্তিগত কম্পিউটার যা দৈনন্দিন কাজে একটি মাত্র জায়গা। এই ডেস্কটপ কম্পিউটার একটু সাজানো গুছানো অর্থাৎ মনের মতো হলে কাজেও বেশ মনোযোগ বারে। আর এই সাজানো গুছানো কাজ গুলো আমারা যদি কাজের ফাঁকে ফাঁকে করে নিই, তবে বিনোদন হয় মজা ও লাগে বেশ। এজন্যই আজকের এই পোস্ট, আজকে আমি একটি ছোট্ট ডেস্কটপ টিপস শেয়ার করছি। 
কেননা Desktop স্কিনের একই রকম Icon দেখে দেখে এক গুয়ে লাগে। সব সময় এই আইকন গুলি একই অবস্থায় মুর্তির মতো পড়ে থাকে। নিশ্চই বোরিং লাগে তাই না? ডেস্কটপ ওয়ালপেপার পরিবর্তন করতে পারলেও আমারা অনেকেই Desktop Icon গুলি পরিবর্তন করতে পারি না। হয়তো পরিবর্তন করতে পারলেও অনেক ঝামেলা পোহাতে হয়। 
এটিও পড়ুন -অতিরিক্ত হেডফোনের ব্যবহারের ফলে আমাদের কানের যা যা ক্ষতি হচ্ছে ?
আপনার এই সমস্যা সমাধানের জন্যই এই টিউন। ছোট একটা সফটওয়্যার শেয়ার করছি যা দিয়ে খুব সহজেই আপনার ডেস্কটপ আইকনগুলো কে ভিন্ন রুপ দিতে পারবেন। ঘরি (Watch),তারা (Star),হার্ট (Hart) ,ক্রস (Cross), Around, Rhombus  ইত্যাদি ইত্যাদি Style এ ভরিয়ে দিতে পারেন ডেস্কটপ আইকনগুলো কে। নিচের ছবিগুলা দেখলেই এর কার্যকারিতা পরিস্কার হয়ে যাবে। [ SMS এর ইতিহাস - প্রথম কে কাকে এসএমএস পাঠান ? জানেন কি ? ]

ডেস্কটপ আইকন, ডেস্কটপ টিপস



এছারাও আইকন লক করা, হাইড করা, টেক্সট হাইড করা, এছাড়াও আরও কত কি! ব্যবহার না করলে বুঝতে পারবেন না, আমি কতটা সত্য কথা বলছি।

ডেস্কটপ আইকন পরিবর্তনের জন্য যা যা করতে হবে-

স্টেপ ১।
  • প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন -
ডাউনলোড লিঙ্কঃ
স্টেপ ২।
  • এরপর আপনার কম্পিউটারে Install করে নিন।
স্টেপ ৩।
  • Install হয়ে গেলে , Task Bar এর ডান কোনায় থাকা Desktop Icon Top অপশনটিতে ক্লিক করে মনের মতো Desktop Icon গুলি পরিবর্তন করে নিন।
  • ব্যাস কাজ শেষ , মজা নিন সারাক্ষণ আর বন্ধুদের সাথে শেয়ার করুন। 
কোন অসুবিধে হলে কমেন্ট করুন। ভালো থাকুন সুস্থ থাকুন, নতুন নতুন টিপস এর জন্য কম্পিউটার জগৎ প্রতিদিন চোখ রাখুন। আমাদের পোস্ট গুলি আপনার ইমেলে (Email) এ পাতে Subscribe করতে ভুলবেন না। ফেসবুকে আমাকে পাতে এখানে ক্লিক করুন ।

Wednesday, July 29, 2015

Windows 10 ফ্রি-তে দেবে মাইক্রোসফ্ট ! একদম লেটেস্ট ভার্সন

বাজারে ​আনুষ্ঠানিক ভাবে উইন্ডোজ ১০ আনল মাইক্রোসফ্ট। উইন্ডোজ ৮-এর সঙ্গে এই নয়া সংস্করণের প্রায় আকাশ-পাতাল ফারাক। শুধুমাত্র ইউজার ইন্টারফেস আর ফিচার্স-ই নয়, গ্রাহকদের কাছে উইন্ডোজ-এর এই সংস্করণ পৌঁছে দিতেও অভিনবত্ব দেখিয়েছে মাইক্রোসফ্ট। অভূতপূর্ব ভাবে বেশির ভাগ ইউজার উইন্ডোজ ১০ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। এই গ্রাহকদের মধ্যে তাঁরাও আছেন যাঁদের কম্পিউটারে অরিজিন্যাল বা আসল উইন্ডোজ ইনস্টল করা নেই।
Windows 10 ফ্রি-তে দেবে মাইক্রোসফ্ট ! একদম লেটেস্ট ভার্সন

উইন্ডোজ ১০ ব্যবহার করতে গেলে আপনার মেশিনে কী কী থাকা দরকার? বিনামূল্যে উইন্ডোজ-এর নতুন সংস্করণ পেতে চাইলে কম্পিউটারে উইন্ডোজ ৮ অথবা উইন্ডোজ ৭ (এসপি ১-এর সঙ্গে) থাকা চাই।

এবার দেখা যাক কী ভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড করা যাবে। এর ২টি উপায় রয়েছে। প্রথম উপায়, উইন্ডোজ আপডেট-এর মাধ্যমে। উইন্ডোজ আপডেট প্রসেস-এর উপর নজর রাখতে হবে। মাইক্রোসফ্ট-এর শিডিউল এবং আপনার ভাগ্যের উপর নির্ভর করে যে কোনও মুহূর্তে আপনার মেশিনের স্ক্রিনে আপডেট হিসাবে উইন্ডোজ ১০ পপ আপ করবে। আপনাকে শুধু 'ইনস্টল আপডেট'-এ ক্লিক করতে হবে। ব্যস, আপনার ডেস্কটপ বা ল্যাপটপ-এ উইন্ডোজ ১০ ইনস্টলড হয়ে যাবে।
এটিও পড়ুন -মনের কথা যে কোন ভাষার ট্রান্সলেট করুন একদম ফ্রী -Bengali to English Translate
দ্বিতীয় পদ্ধতি -
ISO ফাইলস-এর মাধ্যমে। মাইক্রোসফ্ট-এর ওয়েবসাইটে উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ১০ প্রো-এর ISO ফাইলস পাওয়া যাচ্ছে। ওয়েবপেজ থেকে এই ফাইলগুলি ডাউনলোড করা যাবে। তবে এই পদ্ধতি ব্যবহার করতে গেলে আপনার মেশিনে অরিজিন্যাল 'উইন্ডোজ কি' থাকতে হবে। এই 'কি' পাওয়া যাবে আপনার উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮ বক্স-এ। এছাড়া, আপনার কম্পিউটার থেকেও তা পাওয়া সম্ভব. তবে তার জন্য এই কম্যান্ডটি রান করতে হবে: wmic path softwarelicensingservice get OA3xOriginalProductKey। একবার এই 'কি' পাওয়া গেলে ISO ফাইলস-এর মাধ্যমে উইন্ডোজ ১০ ইনস্টল করা যাবে।
এটিও পড়ুন  -ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়
কিন্তু যাঁদের কাছে জেনুইন বা আসল উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮ নেই তাঁরা কি ভাবে উইন্ডোজ ১০ ইনস্টল করবেন? মাইক্রোসফ্ট জানিয়েছে, তাঁরাও নাকি উইন্ডোজ আপডেট-এর সাহায্যে উইন্ডোজ ১০ পেতে পারেন। তবে এই ক্ষেত্রে একটি শর্ত রয়েছে। বর্তমানে এই সমস্ত কম্পিউটারকে বলা হয় 'নন-জেনুইন'। মাইক্রোসফ্ট ১০ ইনস্টল করার পরেও এই সমস্ত কম্পিউটার 'নন-জেনুইন' বলেই চিহ্নিত হবে। তবে এতে ইউজারের কোনও অসুবিধে হওয়ার কথা নয়। মাইক্রোসফ্ট এই সমস্ত কম্পিউটারের স্টেটাস আইনগত কারণে জমা রাখছে বলে জানা গিয়েছে।
তথ্যসূত্র- http://mlife.mtsindia.in