Friday, January 1, 2016

বাংলার সেরা খরব পড়তে হলে পড়ুন আগমনী বার্তা

হ্যাপি নিউ ইয়ার ২০১৬, আপনাদের অসীম ভালবাশা ও অসীম প্রেরনায় পেয়েই আমাদের বেরে উঠা। ২০১৬ সাল আপনার হয়ে উঠুক রঙ্গে রঙ্গে রঙ্গিন, আনন্দময় , সুখ ও শান্তির এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজকের এই নতুন দিনে আপনাদেরকে জানাতে চাই একটি আনন্দের খবর। আজ থেকে শুরু হতে চলছে আগমনী বার্তা (www.agomonibarta.com ) নামে একটি অনলাইন ব্লগ নিউজ পেপার। এতে থাকছে আপনাকে বদলে দেবার মতো সম্পূর্ণ নতুন চিন্তা ধারার কথোপকথন। আর নতুন কিছু নিয়ে পথ চলা শুরু করছে আগমনী বার্তা (Agomoni Barta) , এজন্য আপনার সাহায্য সহযোগিতা একান্ত ভাবে কাম্য করে কম্পিউটার জগত (www.computerjajot.com) ।


কি থাকছে আগমনী বার্তায়?

  • আপডেট নতুন খবর
  • কৃষি সংক্রান্ত বিষয়
  • চাকুরী খবরা খবর
  • পড়াশোনা 
  • ক্যারিয়ার
  • তথ্য প্রজুক্তি
  • বিজ্ঞান
  • চিকিৎসা
  • ভ্রমণ
  • বিনোদন
  • খেলাধুলা 
  • সাস্থ
অয়েব সাইটির লিঙ্ক - www.agomonibarta.com
এছাড়াও থাকবে আপনাকে মনোরঞ্জন দেবার মতো অনেক কিছু। তবে বন্ধুরা নিয়মিত দেখতে পড়তে থাকুন অন্যকেও পড়তে বলুন। এই কামনা করি আপনার কাছে। অনলাইনে আমাকে পেতে এখানে ক্লিক করুন।
ফেসবুক আমি -  www.facebook.com/malinsarkar

Tuesday, May 19, 2015

মাধ্যমিকের ফল ২২ শে মে, যে সাইট গুলিতে ফল জানতে পারবেন ..... MP result 2015


West Bengal Board of Secondary Education (WBBSE ): MP result 2015


মাধ্যমিকের ফল

West Bengal Board of Secondary Education (WBBSE ): ২০১৫ সালের মার্চে শেষ হওয়া মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ২২ মে  প্রকাশ করা হবে। সোমবার এ কথা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ।গত বছর একই দিনে ফলাফল প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল জানার অপেক্ষায় এখন দিনগোনা শুরু পরীক্ষার্থীদের। গতবার মাধ্যমিকে পাশের হার ছিল ৮২.২৪ শতাংশ।  কলকাতায় পাশেরর হার ৯০.৮৬ শতাংশ। বেলা ১১ টা থেকে ওয়েবসাইট ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। ফল জানা যাবে যে যে ওয়েবসাইট থেকে তা নিচে দেওয়া হলো -
এটিও পড়ুন -মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে অনলাইনে চেক করবেন তার খুঁটি নাটি

রেজাল্ট দেখা যাবে যে ওয়েবসাইট গুলিতে -
এছারা মবাইলে SMS মারফত ফল জানতে হলে WB10-এর পরে স্পেস দিয়ে রোল নাম্বর লিখে পাঠাতে হবে ৫৪২৪২,৫৬২৬৩, ৫৮৮৮৮ নম্বরে । কোন অসুবিধে হলে কমেন্ট করুন অথবা ফেসবুকে সরাসরি যোগাযোগ করুন । ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন। ধ্যন্যবাদ

Wednesday, April 8, 2015

SMS এর ইতিহাস - প্রথম কে কাকে এসএমএস পাঠান ? জানেন কি ?

এসএমএস এর পুরো নাম Short Message Service (SMS) । মোবাইল থেকে মোবাইলে কোনো  বার্তা টাইপ করে পাঠানোর যে ব্যবস্থা  বিশ্বব্যাপী সুপরিচিত, তার নামই এসএমএস বা শর্ট ম্যাসেজিং সার্ভিস (Short Message Service (SMS)। সাধারণত ১৬০ অক্ষরের ( letters, numbers or symbols in the Latin alphabet ) মধ্যে থাকা একটি টেক্সট ম্যাসেজ কে SMS বলে গণ্য করা হয়।
SMS এর ইতিহাস - প্রথম কে কাকে এসএমএস পাঠান ? জানেন কি ?


১৯৯২ সালের ৩রা ডিসেম্বর যাত্রা শুরু করে দীর্ঘ ২০ বছরের ও বেশী সময় পেরিয়ে মোবাইল ব্যবহারকারীর কাছে এটি আজ খুবই জনপ্রিয় । ১৯৯২ সালের ৩রা ডিসেম্বর বিশ্বের প্রথম এসএমএসটি পাঠানো হলেও এর ধারণাটি অনেক আগের।
এটিও পড়ুন - ফ্রী বাংলা ডিকশনারি আপনার কম্পিউটারের জন্য - All In One
মোবাইল এসএমএস-এর জনক হিসেবে যাকে অভিহিত করা হয়, তার নাম ম্যাট্রি ম্যাক্কোনেন। ফিনল্যান্ডের এই প্রকৌশলী নকিয়া, টেলি ফিনল্যান্ড, ফিনেট নামে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেছেন। ১৯৮৪ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তিনি কর্মরত ছিলেন ফিনল্যান্ডের টেলিকম ও পোস্টাল এজেন্সিতে এবং ওই সময়েই এসএমএস সার্ভিস নিয়ে গবেষণা শুরু করেন।
জানার জন্য পড়ুন - ভালো ই-মেল (e-mail) লেখার কিছু দরকারি টিপস
১৯৯২ সালে ৩রা ডিসেম্বর বিশ্বের প্রথম টেক্সট ম্যাসেজটি প্রেরণ করেন ২০ বছর বয়সী নেইল পাপওয়ার্থ তার নিজের কমপিউটার থেকে  Vodafone (ভোডাফোন) নেটওয়ার্ক ব্যবহার করে। ম্যাসেজটি রিচার্ড জারভিসের কাছে পাঠানো হয় 'Merry Christmas' লিখে।
তথ্যসূত্র - ইন্টারনেট

Monday, March 16, 2015

উত্তরাধিকার ঠিক করে দিচ্ছে Facebook ! কাকে করবেন আপনার ফেসবুকের মালিক ?

ফেসবুক ব্যবহারকারী মৃত্যুর আগে তার অ্যাকাউন্টের জন্য উত্তরাধিকারী ঠিক করে যেতে পারবেন।  ফেসবুক কর্তৃপক্ষ ‘লিগাসি কন্টাক্ট’ নামের একটি ফিচার উন্মুক্ত করেছে যাতে ভবিষ্যতে ফেসবুক অ্যাকাউন্টের মালিকানা কে পাবেন তা নির্ধারণ করে রাখা যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
উত্তরাধিকার ঠিক করে দিচ্ছে ফেসবুক

বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে ‘লিগাসি কন্টাক্ট’ ফিচারটি ব্যবহার করা যাচ্ছে তবে পরবর্তীতে সব ফেসবুক ব্যবহারকারীরা এই সুবিধা পেতে পারেন। এই ফিচারটি ব্যবহার করে উত্তরাধিকারী নির্বাচন করে রাখলে ফেসবুক ব্যবহারকারীর মৃত্যুর পর ওই অ্যাকাউন্টের মালিকানা পাবেন তিনি। মনোনীত ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার বা সচল রাখার সিদ্ধান্ত নিতে পারবেন। তবে মনোনীত ব্যক্তি ফেসবুক ব্যবহারকারীর পূর্বের প্রকাশিত কোনো পোস্ট পরিবর্তন করা বা পুরোনো বার্তাগুলো আর দেখতে পারবেন না।
এটিও পড়ুন -মনোরমা ইয়ারবুক ২০১৫ পড়ুন বিশ্বকে জানুন !
উত্তরাধিকার সূত্রে পাওয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রোফাইলের ছবি ও কভারের ছবি হালনাগাদ করা যাবে, নতুন বন্ধুর আমন্ত্রণ গ্রহণ করা যাবে এবং পোস্ট লেখা যাবে। ছবি ও পোস্ট আর্কাইভ থেকে তা ডাউনলোড ও তথ্য বিনিময় করা যাবে।
এই ফিচারটি সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, যখন কোনো মানুষ পৃথিবী ছেড়ে যান তাঁর অ্যাকাউন্টটিই যাপিত জীবন, বন্ধুত্ব ও অভিজ্ঞতার স্মরণীকা হয়ে থাকে। প্রিয়জন হারানো মানুষের সঙ্গে আমরা আলোচনা করে বুঝেছি তাঁদের ওই কষ্টকর অবস্থায় আমরা আরও খানিকটা পাশে থাকতে পারি এবং অ্যাকাউন্টের মালিকানা বুঝিয়ে দিতে পারি যাতে তাঁরাই অ্যাকাউন্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
লিগাসি কন্টাক্ট ব্যবহার করতে সেটিংস থেকে সিকিউরিটিতে যেতে হবে এবং সেখানে সবার নিচে এই ফিচারটি পাওয়া যাবে। তথ্যসূত্র- প্রথমআলো