Sunday, August 24, 2014

নোটবুক যখন নোটপ্যাড তবে আর চিন্তা কি?

কি করে নোটপ্যাড কে পার্সোনাল ডাইরি হিসাবে ব্যবহার করবো ?

নোটপ্যাড (Notepad) হচ্ছে Windows এর একটি বেসিক টেক্সট এডিটর। তাই এটি ব্যবহারে আমাদের অনেক কম্পিউটার জ্ঞান থাকার প্রয়োজন হয় না । তবে এখানে আমরা যদি মজার মজার কাজ করতে পারি তবে আর চিন্তা কি ? তো চলুন মজার কাজটি শুরু করি। মজার কাজটি হচ্ছে কিভাবে নোটপ্যাড কে আমরা নিজের পার্সোনাল ডাইরি হিসাবে ব্যবহার করবো। কেবল নিচের পদ্ধতি অনুসরণ করুন ।
 প্রথমে Start এ ক্লিক করুন এরপর --> All Programs তারপর -->Accessories  থেকে -->Notepad Open করুন। 
অথবা- (Win+R ) কি চেপে Run কমেন্ট টেক্সট বক্স এ notepad লিখে Enter কি চাপুন। একবার নিচের ছবিটি চোখ বুলিয়ে নিন।


নোটপ্যাড

তারপর টাইপ Notepad করুনঃ .LOG 
তারপর এটা Save করে নিন। তারপর পুনরায় এটি Open করলে দেখবেন সময় ও তারিখ Show করছে। অর্থাৎ আপনি যখন এর মধ্যে কিছু লিখতে যাবেন, তখন এটি তখনকার সময়ও তারিখ Save করে রাখবে। এভাবে আপনি এটি যতবার Open ও Close করবেন ততবারই এটি সময় ও তারিখ সেভ করবে ।একবার নিচের ছবিটি চোখ বুলিয়ে নিন।
নোটপ্যাড

নোট- বড়ো অক্ষরে LOG লিখতে হবে এবং  LOG এর সামনে ডট (.) দিতে হবে।আর একটি কথা এটি যতবার ওপেন ও ক্লোজ করবেন ততবারই সেভ করতে হবে।
তবে বন্ধুরা আজ এ এখানেই, কেমন লাগলো জানাবেন। আরও অধিক কম্পিউটার সম্পর্কিত টিপস নিতে এখানে ক্লিক করুন। আর ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।
Previous Post
Next Post

0 comments: