Friday, August 22, 2014

কি ভাবে যুক্ত করবেন হুইল বা সাধারন হেক্সা কালার কোড জেনারেটর টুলস

সহজে যুক্ত করুন ডাইনামিক কালার কোড জেনারেটর টুলস

বন্ধুরা,
প্রীতি ও ভালোবাসা নিও।আজ আমি একটি মজার টুল নিয়ে আলোচনা করছি, যেখানে পাবেন হেক্সা কালার কোড পরিবর্তন করার ডাইনামিক দুটি জেনারেটর। তো সঙ্গে থাকুন। আমরা যার ব্লগ টেম্পলেট নিয়ে নারাচারা করি, অর্থাৎ টেম্পলেট এর রং পরিবর্তন করতে চাই,তখন আমাদের কালার কোড এর দরকার পরে। অসংক্ষ কালার কালার কোড চার্ট এর ছয় ( #1919B3) ডিজিটের নাম্বারটি আমদের কারোর পক্ষেও সহজে মনে রাখা ও সম্ভব নহে , আর আপনার যদি এই পোস্ট টি আপনার ব্লগে থাকে তবে তো আর কোন চিন্তাই নেই। ব্যাস মাউস ড্রাগ করবেন আর কালার কোড আপনার সামনে চলে আসবে। কালার কোড এর উদাহরণ হল #1919B3. এখন প্রশ্ন হল কি ভাবে যুক্ত করবেন এই মজার পোস্টি।
পদ্ধতি নং-১। প্রথমে ব্লগ অ্যাকাউন্ট এ প্রবেশ করুন।
পদ্ধতি নং-২। তারপর নিউ পোস্ট (new post)থেকে HTML এ ক্লিক করুন  নিচের কোডটি কপি করে পেস্ট করুন ।

হেক্সা কালার কোড জেনারেটর টুলটির
হুইল হেক্সা কালার কোড জেনারেটর টুলস এর কোডঃ-
<center><object border="0" classid="clsid:D27CDB6E-AE6D-11CF-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" height="480" id="obj1" width="480">            <param name="movie" value="http://www.2createawebsite.com/build/col.swf"><param name="quality" value="High"><embed src="http://www.2createawebsite.com/build/col.swf" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" name="obj1" width="485" height="485" quality="High"></embed></object>
</center>

অথবা,আপনি চাইলে নিচের সাধারন হেক্সা কালার কোড জেনারেটর টুলটি ও ব্যবহার করতে পারেন।

সাধারন হেক্সা কালার কোড জেনারেটর টুলটির কোড

সাধারন হেক্সা কালার কোড জেনারেটর টুলটির কোডঃ-
<center><object border="0" classid="clsid:D27CDB6E -AE6D-11CF-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" height="480" id="obj1" width="480"> <param name="movie" value="http://www.2createawebsite.com/build/color.swf"><param name="quality" value="High"><embed src="http://www.2createawebsite.com/build/color.swf" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" name="obj1" width="485" height="485" quality="High"></embed></object></center>

এরপর পোস্টিকে পাবলিশ করুন,ব্যাস কাজ শেষ। এরপর একবার ব্লগটিকে টেস্ট করুন ,ঠিকঠাক কাজ করছে কি না।

বন্ধুরা, তো আজ এখানেই ইতি টানছি। কেমন লাগলো জানাবেন, ভুল বা ত্রুটি হলে ভাল ভাবে আমাকে বলবেন দুঃখ দিয়ে বলবেন না । আমি ভুল সংশোধন করার চেষ্টা করবো। আর এই পোস্ট টি আপনাদের ভাল লাগলে একটি কমেন্ট করে জানাবেন । ভালো থাকুন সুস্থ থাকুন, ধব্যবাদ । 

Previous Post
Next Post

0 comments: