নোটপ্যাড পর্ব - ২.
আমার নোটপ্যাডে অনেক ছোট ছোট কাজ করে থাকি,যেমন দৈনন্দিন এর কিছু নোট, ফোন নাম্বর, হিসেব নিকেশ ইত্যদি ইত্যদি। কিন্তু সমস্যা হল বাংলার বেলায়। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে নোটপ্যাডে বাংলায় লেখা যায় কিন্তু সেভ করতে গেলে একটি ম্যাসেজ (message) শো করে কিংবা সেভ করা ফাইল পুনরায় খুলতে (open ) করতে গেলে ???????????????? চিহ্ন ছাড়া অন্য কিছু দেখতে পাওয়া যায় না। এই সমস্যাটি আমার খুব সহজে নিরাময় করতে পারি। তবে চলুন কি করে এই সমস্যা দূর করবো। তার জন্য নিচের পদ্ধতি গুলি অনুসরণ করতে হবেঃ-পদ্ধতি নং-১।
নোটপ্যাড ওপেন করে ওর মধ্যে বাংলা লেখুন।
পদ্ধতি নং-২।
ফাইল অপশন ( মেনুতে ) এ যান এবং save as এ ক্লিক করুন।
পদ্ধতি নং-৩।
একটা বক্স আসবে। সেখান এ encoding এর বক্স এ UTF-8 সিলেক্ট করুন এবং সেভ করুন।ব্যাস সমস্যা সমাধান। কারো বুঝতে সুবিধা হলে নিচের ছবিটি অনুসরণ করুন।
তবে বন্ধুরা আজ এ এখানেই, কেমন লাগলো জানাবেন। আরও অধিক কম্পিউটার সম্পর্কিত টিপস নিতে এখানে ক্লিক করুন। আর ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।
Thank you for your kind information
ReplyDeleteThank you
ReplyDeletelearning lots of things from this website
ReplyDelete