Saturday, August 30, 2014

ব্লগ বা সাইটকে কপি পেস্ট করা থেকে রক্ষা করার সহজ উপায়

ব্লগ বা সাইটকে কপি পেস্ট করা থেকে প্রতিরোধ করতে চাইলে আমরা তা সহজে করতে পারেন। বাস্তবে কিন্তু কপি পেস্ট কে সার্চ ইঞ্জিন গুরত্ব দেন না। অতএব ভালো কন্টেন্ট লিখলে সার্চ ইঞ্জিন আপনার লেখাকে গুরত্ব দেবে, আর ভিজিটরও পাবেন বেশি। সত্যিকারের ব্লগারা কিন্তু কপি পেস্ট এর ধারের কাছে যান না। সবচেয়ে বড় কথা হল কপি পেস্ট হল আইনত দণ্ডনীয় অপরাধ। আর এর ফল মটেও ভালো হয় না। আমি কি বলতে চাচ্ছি আপনি নিশ্চিত বুঝতে পারছেন। তবুও আপনি চাইলে এটিকে রক্ষা করতে পারেন। এ জন্য আপনাকে যা যা করতে হবে তা নিচে বর্ণনা করা হল।
কপি পেস্ট

কিভাবে ব্লগে মাউস রাইট  ক্লিককে অক্ষম করবো?

পদ্ধতি নং-১।
প্রথমে আপনি আপনার ব্লগ অ্যাকাউন্ট (Login) এ প্রবেশ করুন।
পদ্ধতি নং-২।
এরপর layout অপশনে ক্লিক করুন।
পদ্ধতি নং-৩।
এরপর Add Gadget অপশনে ক্লিক করুন। অসুবিধে হলে নিচের ছবিটি অনুসরণ করতে পারেন।


কপি পেস্ট

পদ্ধতি নং-৪।
এরপর HTML/JavaScript অপশনে ক্লিক করুন। অসুবিধে হলে নিচের ছবিটি অনুসরণ করতে পারেন।
কপি পেস্ট

পদ্ধতি নং-৫।
এরপর নিচের কোডটি কপি করে Content বক্সে পেস্ট করে দিন। অসুবিধে হলে নিচের ছবিটি অনুসরণ করতে পারেন।

কপি পেস্ট

কোডটি নিম্নরূপঃ-
<script language=javascript>
var message="Function Disabled!";
///////////////////////////////////
function clickIE4(){
if (event.button==2){
alert(message);
return false;
}
}
function clickNS4(e){
if (document.layers||document.getElementById&&!document.all){
if (e.which==2||e.which==3){
alert(message);
return false;
}
}
}
if (document.layers){
document.captureEvents(Event.MOUSEDOWN);
document.onmousedown=clickNS4;
}
else if (document.all&&!document.getElementById){
document.onmousedown=clickIE4;
}
document.oncontextmenu=new Function("alert(message);return false")
//
</script>

এবার সেভ অপশনে ক্লিক করুন। তারপর একবার পরীক্ষা করে দেখুন কাজ করছে কি না । ব্যাস কাজ কমপ্লিট । প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে আমাকে সাপোর্ট দেবেন কেমন।  ধন্যবাদ।
Previous Post
Next Post

0 comments: