Tuesday, September 23, 2014

নিয়ে নিন সেরা ১০টি অডিও কনভার্টার একদম বিনামূল্যে

এন্টারটেইনমেন্ট এর জন্য আমাদের যেটি সবচেয়ে বেশি জরুরী সেটি হল মেডিয়া প্লেয়ার। মেডিয়া প্লেয়ারের সাহায্য ছাড়া গান শোনা বা ভিডিও দেখা যায় না। তাছাড়া সব মেডিয়া প্লেয়ারে সবরকম ফরম্যাট একসেপ্ট করতে পারে না। একসেপ্ট যদিও করে হয়তো ভালো সাউন্ড হয় না, এরকম অনেক সমস্যা হয়েই থাকে । ধরুন আপনি MPEG3 ফরম্যাট থেকে MP3 ফরম্যাট বানাবেন সেক্ষেত্রে আপনাকে তখন কনভার্টার এর সাহায্য নেবার প্রয়োজন হবে। কনভার্টারের কাজই হল এক ফরম্যাট থেকে আলেদা ফরম্যাটে পরিবর্তন করা। গুরুত্বপূর্ণ পরিচিত ফরম্যাট গুলি-  MP3, MPEG3, WMA, WAV, M4A, M4B, M4R, AAC, AMR, AWB, OGG, MP1, AC3, MP2, FLAC, AIFF, AIF, AIFC, AU, VOX, MPC, MP+, MKA, RAW, PCM, GSM, AVI, IVF, DIV, DIVX, MTV, AMV, MPG, MPEG, MOD, MPE, MVV, M2V, WMV, ASF, DVR-MS, DAT, IFO, VOB, VRO, M2TS, M2T, MTS, TOD, TS, TP, DV, MKV, OGM, OGV, OGA, OGX, RM, RMVB, RAM, IVR, MOV, QT, M4V, MP4, 3GP2, 3GPP, 3GP, 3G2, FLV, SWF, MID, MIDI, KAR, APE, QCP, MPA, RA, SHN, VOC ইত্যাদি। নিম্নে কয়েকটি প্রয়োজনীয় অডিও কনভার্টারের নাম ও লিঙ্ক তুলে ধরলাম চাইলে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করে দেখতে পারেন আশা রাখি আপনার ভালো লাগবে।
অডিও কনভার্টার



সমস্যা ও সমাধানঃ-
Download এ সমস্যা হলে, অডিও প্লেয়ারে ক্লিক করার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন এবং ডান দিকের উপরে লেখা SKIP AD অপশন টিতে ক্লিক করুন। ভালো লাগলে শেয়ার করুন। আপনার কোন মন্তব্য বা সমস্যা হলে সমস্যা ও সমাধান বিভাগে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। ধন্যবাদ
Previous Post
Next Post