Sunday, September 21, 2014

LOGO সফটওয়্যার এর গুরুত্ব পূর্ণ কমান্ড ও ব্যবহার

ছোটদের শিক্ষা মূলক সফটওয়্যার LOGO পর্ব -২

আগের পর্বে MS LOGO কি তা নিয়ে আলোচনা করা হয়েছে। এ পর্বে লোগো এর কিছু গুরুত্বপূর্ণ কমান্ড ও তার ব্যবহার আলোচনা করা হচ্ছে। কমান্ড গুলি ব্যবহার নিয়ম আগের পর্বে বলা হয়েছে তবু একবার বলে নিচ্ছি। ধরুন আপনি Turtle কে সমনের দিকে ৫০ পা নিয়ে যাবেন তার জন্য Commender বক্সে FD 50 লিখে এন্টার চাপুন।( অর্থাৎ FD লিখে একবার স্পেস বার চাপতে হবে তারপর ৫০ লিখতে হবে ) তবে আর দেরি কেন এক্ষুনি শুরু করে দিন। সফটওয়্যার টি না থকলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। এবং Install করে নিয়ে নিচের কমান্ড গুলি দিয়ে ব্যবহার করুন। এর পরের পর্বে আরও একগুচ্ছ কমান্ড নিয়ে হাজির হব।

LOGO

লোগোর কমান্ড ও কাজ 

FD (FORWARD)

  • Turtle কে সামনের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া।

BK (BACK)

  • Turtle কে পেছনের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া।

RT (RIGHT)

  • Turtle এর মুখটি ডানদিকে যাওয়ার নির্দেশ দেওয়া।

LT (LEFT)

  • Turtle এর মুখটি বামদিকে যাওয়ার নির্দেশ দেওয়া।

HT (HIDETURTLE)

  • Turtle এর মুখটি লুকিয়ে ফেলা। এই নির্দেশ দিলে Turtle কে আর দেখা যাবে না।

ST (SHOWTURTLE)

  • Turtle এর মুখটি পুনরায় ফিরিয়ে আনা।

PU (PENUP)

  • এই নির্দেশ দিলে Turtle স্কিন থেকে উঠে আসে, তখন Turtle কে সামনে বা পিছনে দিকে নিয়ে গেলে কোন দাগ পড়ে না।

PD (PEN DOWN)

  • এই নির্দেশ দিলে Turtle স্কিন থেকে নেমে আসে, তখন Turtle কে সামনে বা পিছনে দিকে নিয়ে গেলে দাগ পড়ে।

PE (PENERASE)

  • এই কমান্ডটি ব্যবহার করলে Turtle যেদিক দিয়ে সরবে সেই দাগগুলি মুছে যাবে।

CS (CLEAR SCREEN)

  • এই কমান্ড দিলে সব দাগগুলি মুছে যাবে। Turtle প্রথম স্থানে চলে আসবে।

HOME

  • Home কমান্ড টি ব্যবহার করলে Turtle স্কিনের মাঝখানে চলে আসবে।

REPEAT

  • এই নির্দেশের সাহায্যে একটি কমান্ডকে বারবার ব্যবহার করা যায়।


সমস্যা ও সমাধানঃ-
Download এ সমস্যা হলে MS LOGO ক্লিক করার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন এবং ডান দিকের উপরে লেখা SKIP AD অপশন টিতে ক্লিক করুন। ধন্যবাদ
Previous Post
Next Post