MS LOGO ছোটদের শিক্ষা মূলক সফটওয়্যার। আমরা যে ভাষায় কথা বলি বা বুঝি তা হল বাংলা ভাষা। প্রত্যেকের নিজস্ব ভাষা আছে। বাংলা ভাষায় কিছু নির্দেশ দিলে আমরা তা সহজে বুঝতে পারি। কম্পিউটার যেহেতু একটি যন্ত্র তাকে দিয়ে কাজ করাতে গেলে কম্পিউটারের ভাষা বোঝা খুবই দরকার। তা না হলে কম্পিউটার দিয়ে আমরা সহজে কাজ কারতে পারিনা। বিশেষ করে আপনার যারা কম্পিউটার প্রোগামিং নিয়ে পড়াশোনা করতে চান তাদের কম্পিউটারের ভাষা তথা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ জানা খুবই দরকার। আর এরকমই কম্পিউটারের ভাষা হল লোগো (LOGO)। লোগো মুলত ছোটদের শিক্ষা মূলক কম্পিউটারের ভাষা। এটি মাইক্রোসফট কম্পানির তৈরি কৃত ছোটদের শিক্ষা মূলক সহজ ও সুন্দর সফটওয়্যার।
জ্যামিতিক চিত্র অঙ্কন করতে যেমন- স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত ইত্যাদি অঙ্কন করা যায়। ঠিক এই রকম জামিতিক চিত্র LOGO তে অঙ্কন করতে LOGO এর কম্যান্ড গুলি এবং তার কাজগুলি জানা দরকার।
TURTLE কি?
Turtle কথার অর্থ কচ্ছপ। লোগোর ভিতরে ত্রিভুজ আকৃতি চিহ্ন কে Turtle বলা হয়। কচ্ছপ যেমন- সামনের দিকে চলার সময় লেজটা মটিতে ছুঁয়ে থাকে। যার ফলে মটির উপর একটি দাগ পড়ে, ঠিক Ms Logo এর Turtle সমনের দিকে এগোলে সাদা পাতার উপর দাগ পড়ে। অর্থাৎ Turtle এর মুখ যেদিকে থাকবে Turtle সেদিকেই এগবে।
লোগোর স্কিন
কম্যান্ড লেখার নিয়ম-
Input Box এ প্রথমে কমান্ড লিখবে। এরপর ফাঁকা দিয়ে Turtle কত পা এগবে টা লিখতে হবে।
উদাহরনঃ
FD (ফাঁকা) 50 (এন্টার)
[50 মানে Turtle 50 পা সামনে এগবে]
যার জানেন না তার LOGO ডাউনলোড করে নিয়ে শিখে নিতে পারেন কিংবা বাসায় ছোটদের শেখার জন্য ও ডাউনলোড করে নিতে পারেন। LOGO সফটওয়্যার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। নিয়মিত চোখ রাখুন LOGO শেখার A টু Z পাবেন।
ভালো লাগলে শেয়ার করুন। শেয়ের করে অন্যকেও LOGO শেখার সুযোগ করে দিন। Download এ সমস্যা হলে, লিঙ্কটিতে ক্লিক করার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন এবং ডান দিকের উপরে লেখা Skip Ad অপশন টিতে ক্লিক করুন। ধন্যবাদ।